Sudip-Preetha Divorce Post: 'আ প্র্যাঙ্ক গন রং', রবিবার দুপুরে ঠিক এই ক্যাপশনেই একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। নাটকের মহড়ার মাঝেই তড়িঘড়ি ভিডিও পোস্ট করার নেপথ্যে রয়েছেন তাঁর অর্ধাঙ্গিনী পৃথা চক্রবর্তীর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। শনিবার সন্ধ্যায় বিচ্ছেদ ঘোষণা করতেই রীতিমতো শোরগোল। সুদীপ মুখোপাধ্যায় ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ। তাঁর জীবনে এমন ঘটনা! যদিও শনিবার সন্ধ্যায় অভিনেতা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছেন, এটা এপ্রিল ফুল ছাড়া আর কিছু নয়। কিন্তু, অভিনেতার ভক্তরা তো এই বিচ্ছেদ কিছুতেই মানতে পারছেন না। তাঁদের উদ্দেশে অবশেষে ভিডিওবার্তায় সবটা খোলসা করতে হল। ফেসবুকে ভিডিও পোস্ট করে কী সাফাই দিলেন চিরসখার স্বতন্দ্র বোস ওরফে সুদীপ মুখোপাধ্যায়?
তিনি জানাচ্ছেন, স্ত্রী পৃথা এটা না বুঝেই করে ফেলেছেন। তিনি শুটিংয়ে ছিলেন। তাই বিন্দুবিসর্গ জানতেন না। সকলের ফোন পেয়ে জেনেছেন, পৃথা ডিভোর্সের কথা ঘোষণা করেছেন। চারিদিকে ডিভোর্সের এত কথা শোনেন তাই পৃথা ভেবেছিলেন যদি তাঁদের বিষয়ে কেউ এমন শোনেন...। এটা বোঝেননি সোশ্যাল মিডিয়ায় এটা পোস্ট করলে এত বড় আকার ধারণ করতে পারে। এই ভিডিওবার্তায় সুদীপ বারবারই একটা বিষয় নিশ্চিত করেছেন, এই পোস্ট নিছক রসিকতা। না বুঝে ভুল করে ফেলার মতো। তাঁরা একসঙ্গেই আছেন। অযথা যাতে কেউ এটা নিয়ে প্যানিক না করেন। অভিনেতার পরামর্শ, নেগেটিভ বিষয়ে ফোকাস না করে যদি তাঁর কাজের পজেটিভ দিকগুলোতে নজর দেওয়া হয় সেটাই ভাল। সকলকে ভালাবাসা জানিয়ে ভিডিও শেষ করার আগে আরও একবার বলেছেন, 'এটা একটা নিছক মজা যা ভুল তথ্য পরিবেশন করেছে। আমরা একসঙ্গেই আছি'।
শনিবারের পোস্টে ঠিক কী লিখেছিলেন পৃথা যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া? সুদীপ ঘরণি লিখেছিলেন, 'আমি আর সুদীপ, আমরা আর একসঙ্গে নেই। আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের কথা ঘোষণা করলাম। তবে আমরা চিরদিন ভাল বন্ধু হয়ে থাকব'। বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করলেন স্ত্রী পৃথা। শনিবার সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে গিয়ে এই পোস্ট দেখে অনেকেই চমকে উঠেছে। তাঁদের সুখী দাম্পত্যের একাধিক নজির বিভিন্ন সময়ে উঠে এসেছে সমাজমাধ্যমের পাতায়। স্ত্রী-সন্তান নিয়ে হ্যাপি ফ্যামিলি সুদীপের। এই মুহূর্তে চিরসখা-য় অভিনয় করছেন। এর মাঝে বৈবাহিকজীবনে ঝড়!!
আরও পড়ুন: দাম্পত্যের ১০ বছর পূর্তির আগেই বিচ্ছেদ! সুদীপের সঙ্গে ডিভোর্স ঘোষণা পৃথার, মুখ খুললেন অভিনেতা