Sudip -Anindita Baby Girl: কন্যা সন্তানের আগমনে উৎসবের আমেজ, আনন্দের মাঝেও রাজকন্যাকে নিয়ে কেন দুঃশ্চিন্তা সুদীপের?

Sudip Sarkar Baby: লিটল প্রিন্সেসকে নিয়ে বেজায় খুশি সুদীপ। সেই সঙ্গে তৈর হয়েছে দুঃশ্চিন্তাও। সমাজের বর্তমান পরিস্থিতিতে মেয়েকে আত্মরক্ষার সব পন্থা শেখাতে হবে বলে মনে করেন সুদীপ। আত্মনির্ভর গড়ে তুলতে কী ভাবে মেয়েকে মানুষ করবেন অভিনেতা?

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
asxdass

ফুটেফুটে মেয়েকে নিয়ে খুশির মাঝেও দুঃশ্চিন্তা!

Sudip Sarkar: 'মেয়ে হয়েছে গো মেয়ে...' রাফিয়াত রশিদ মিথিলা ঠিক এই ভঙ্গিতেই 'আয় খুকু আয়' সিনেমায় মা হওয়ার আনন্দ সংবাদ দিয়েছিলেন। ৩ মার্চ ঠিক একইরকম উত্তেজনা নিউলি পেরেন্টস সুদীপ সরকার ও অনিন্দিতা রায়চৌধুরীর মধ্যেও। এখন একুশ শতক। এই সময়ে পরিবারে কন্যা সন্তানের জন্ম হলে মুহূর্তে আনন্দ গায়েব হয়ে যায়। কিন্তু, সুদীপ-অনিন্দিতার পরিবার 'লক্ষ্মীছানা'-কে নিয়ে আনন্দে ভাসছেন। আজ সরকার পরিবারে ছোটখাটো একটা উৎসবের মরশুম। আজকের বাড়িতে আসা প্রতিটি অতিথিকে মিষ্টি মুখ করানোর কথাও বলেছেন সুদীপ। তবে সমাজের বর্তমান পরিস্থিতিতে মেয়েকে নিয়ে দুঃশ্চিন্তা যে থাকবেই সে কথা স্বীকর করেছযেন সুদীপ। তবে ছোট থেকেই মেয়েকে 'লড়াকু' তৈরি করতে হবে বলে মনে করেন অভিনেতা। আত্মরক্ষার জন্য শেখাবেন মার্শল আর্ট-ও।  

Advertisment

সুদীপের কথায়, 'সন্তনের জন্মের পর দায়িত্ব বেড়ে যায়। কিন্তু, কন্যা সন্তান হলে সেই দায়িত্ব দ্বিগুণ হয়ে যায়। সামাজিক অবস্থা একদমই ভাল নয়। আমরা যা পরিস্থিতি বানিয়ে ফেলেছি তাতে তো ভয় লাগেই। আমি তো সমাজ সংস্কারক হয়ে উঠতে পারিনি। একার পক্ষে কিছু বদলে ফেলাও সম্ভব নয়। নিজেদের বিদ্যে-বুদ্ধি দিয়ে সমাজের স্বার্থে যেটুকু প্রতিবাদ করা যায় সেটুকু করি। মেয়ের জন্মের পর সেই দায়িত্ব আরও বাড়ল। ওকে আমি আত্মরক্ষার সবরকম পদ্ধতি শেখাব। আত্মনির্ভর করে তুলতে যা প্রয়োজন সবটাই করার চেষ্টা করব। বাকিটা তো ভগবানের হাতে। এই পৃথিবীটা যেন আর শিশুদের বাসযোগ্য নেই। শুধু পশ্চিমবাংলা নয়, পুরো পৃথিবীটাই যেন বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। এর মধ্যেই মেয়েকে মানুষ করতে হবে যাতে সবরকম পরিস্থিতির মোকাবিলা করতে পারে।'

একই সঙ্গে বাবা হওয়ার আনন্দ ভাগ করে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে সুদীপ বলেন, 'এটা জীবনের সেরা সময়। আমি একটা ফুটফুটে মেয়ে চেয়েছিলাম। সেই স্বপ্ন আজ পূরণ হল। ওকে যখন প্রথম কোলে নিলাম সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের পরিবারে মেয়ের সংখ্যা কম। আমার মা যখন অন্তঃসত্ত্বা ছিলেন বাবা চেয়েছিলেন একটা মেয়ে হোক। সেটা তো হয়নি। আজ আমার বাবাও ভীষণ খুশি। আমি বাবাকে বললাম, অনিন্দিতা তোমার মেয়ে ছিল, আরও একটা মেয়ে ঘরে এল। অনিন্দিতার অন্তঃসত্ত্বা অবস্থায় বাইরে থেকে রোজ ওর সঙ্গে কথা হত। অপেক্ষা করতাম কবে ওকে দেখব। সেই ছোট্ট ছানাই যখন আমার কোলে!! যাকে আমরা দুজনে মিলে জন্ম দিয়েছি, সে এক অদ্ভুত অনুভূতি।'

আরও পড়ুন: 'সেই ছোট্ট ছানা আমার কোলে', অনিন্দিতার পাশে সদ্যোজাতকে আগলে আবেগে ভাসলেন সুদীপ

Bengali Serial Bengali Actor Bengali Actress Bengali Television Bengali serial TRP Anindita Raychaudhury Sudip Sarkar