/indian-express-bangla/media/media_files/2025/04/16/C1x53kz150tK9NrUhmq9.jpg)
নিজের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন সুজন Photograph: (Instagram)
Sujan Neel Mukherjee: শেষ কিছুদিন ধরে শিল্পী সুজন নীল মুখোপাধ্যায়কে নিয়ে নানা আলোচনা। সাধারণত, এই অভিনেতা নিজের অভিনয় দক্ষতা এবং দুর্দান্ত পারফরম্যান্স এর জন্যই আলোচনায় থাকেন। কিন্তু, এবার তাঁর শারীরিক অবস্থা এবং সেই নিয়েই ভয়ঙ্কর সব খবরের জন্য তিনি শিরোনামে। হঠাৎ করেই তাঁকে নিয়ে খবর রটে যে তিনি নাকি ভয়ঙ্কর অসুস্থ, এবং হার্ট অ্যাটাকের পর তিনি পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে।
যদিও, একথা অনেকেই জানেন, যে তাঁর বাবা অসুস্থ ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এবং তার অস্ত্রোপচার পর্যন্ত হয়। কিন্তু বাবার অসুস্থতার খবরে যে তাঁকে নিয়ে এহেন খবর চাউর হবে, যেন আশাও করতে পারেননি তিনি। যেদিন থেকে এই খবর রটে, তিনি সেদিনই সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, খুব হতাশার মধ্যে আছেন। কী করে যে তাঁর হার্ট অ্যাটাকের খবর ছড়িয়ে পড়ল, এবং তাঁর থেকেও বড় কথা, কী করে যে মানুষ এসব ভুয়ো খবর লেখেন, সেই নিয়েও আওয়াজ তোলেন।
আর আজ, তিনি নিজেই নিজের সমাজ মাধ্যমে দুটি পোস্ট করেছেন। তাঁর মধ্যে একটি পোস্ট তিনি ডিলিট করেছেন। আর একটি পোস্টে অঞ্জন দত্তের গান দিয়েই প্রতিবাদ জানিয়েছেন তিনি। নতুন বছরের শুরুতেই তিনি জানিয়ে দিলেন যে শত্তুরের মুখে ছাই দিয়েই তিনি বহাল তবিয়তে বেঁচে আছেন। কিন্তু, যে মানুষটি কারওর ক্ষতি করেননি, তাঁকে নিয়ে এহেন আলোচনা হবেই বা কেন? সেই নিয়েই ভীষণ উদ্বিগ্ন অভিনেতা। তাই তো তিনি লিখছেন...
আরও পড়ুন - Sujan Neel Mukherjee: হার্ট অ্যাটাকের পর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুজন? যা বললেন অভিনেতা..
"আমি পারতপক্ষে কারওর নামে কুৎসা করিনি। আপন খেয়ালে কাজ করেছি। টেলিভিশন - থিয়েটার এবং নাটক সব মিলিয়ে প্রায় বছর ৩০ ধরে। আমি সকলের ভাল চাই। নিজের ভাল চাইলেও সেটা অন্যের খারাপ চেয়ে নয়, বা কারওর বদ্যনতায় নয়। আত্মসম্মান বোধ একটু বেশি, মানুষের ভালবাসা না পেলে এত অবধি আসা একেবারেই অসম্ভব ছিল। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি মরিনি, বহাল তবিয়তে বেঁচে আছি। শুভ নববর্ষ।"
অভিনেতা খাদান ছবির মাধ্যমেই ফের একবার জনপ্রিয়তা পেয়েছেন। শুধু তাই নয়, সিনেমার সঙ্গে সঙ্গে টিভির খুব চেনা মুখ তিনি। তাই তো, এই খবরে বেশ স্তম্ভিত হয়েছেন তিনি এবং তাঁর ভক্তরা।