Sumona Chakravarti: গাড়ি ঘেরাও করে কাচে সজোরে আঘাত-অভিনেত্রীর দিকে কুদৃষ্টি! দিনে-দুপুরে ভয়ংকর ঘটনায় আতঙ্কিত সুমনা

Sumona Chakravarti-quota protests: সম্প্রতি দক্ষিণ মুম্বইতে চলমান মরাঠা কোটা আন্দোলনের সময় নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সুমনা চক্রবর্তী? নিজের শহরে কেন নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিনেত্রী?

Sumona Chakravarti-quota protests: সম্প্রতি দক্ষিণ মুম্বইতে চলমান মরাঠা কোটা আন্দোলনের সময় নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সুমনা চক্রবর্তী? নিজের শহরে কেন নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিনেত্রী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

ভয়ে সিঁটিয়ে রয়েছেন সুমনা

Sumona Chakravarti Horrible Experience: হিন্দি মুভি ও টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সুমনা চক্রবর্তী। সম্প্রতি দক্ষিণ মুম্বইতে চলমান মরাঠা কোটা আন্দোলনের সময় নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। রবিবার ঘটে যাওয়া ঘটনা নিয়ে সুমনা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে ঘটনার সম্পূর্ণ বিবরণ দিয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে নিজের আতঙ্কের কথাও সকলে সঙ্গে ভাগ করে নিয়েছেন সুমনা চক্রবর্তী। ৩১ অগাস্ট ঠিক কী ঘটেছিল যে ভয় এখনও তাড়া করছে তাঁকে? রবিবার, ঘড়ির কাঁটায় তখন দুপুর সাড়ে বারোটা। সুমনা  কোলাবা থেকে ফোর্টের দিকে যাচ্ছিলেন। আচমকা তাঁর গাড়ি ঘেরাও করা হয়। কোটা আন্দোলনকারীরাই সুমনার গাড়ি ঘিরে ধরেন। এই ঘটনায় একেবারে হকচকিয়ে যান বাঙালি অভিনেত্রী। 

Advertisment

রবিবার ছিল আজাদ ময়দানে মনোজ জরাঙ্গের নেতৃত্বে চলা এই আন্দোলনের তৃতীয় দিন। যেখানে কয়েক হাজার মানুষ ওবিসি কোটা থেকে মরাঠাদের জন্য ১০% সংরক্ষণের দাবিতে বিক্ষোভ করছিলেন। সুমনা জানান, এক ব্যক্তি তাঁর গাড়ির বনেটে আঘাত করে বিদ্রুপ দৃষ্টিতে তাঁর দিকে তাকায়। সেই সঙ্গে চলতে থাকে 'জয় মহারাষ্ট্র' স্লোগান। সেই সময়ও আন্দোলনকারীরা গাড়ির কাচে সজোরে আঘাত করে। কয়েক মিনিটের ব্যবধানে একই ঘটনার পুনরাবৃতি ঘটে। নিজের এলাকা দক্ষিণ মুম্বইয়ের রাস্তায় এতটা নিরাপত্তাহীন বোধ করবেন তা তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না। 

Advertisment

হতাশার সঙ্গে জানান যে পুলিশ ঘটনাস্থলে থাকলেও সম্পূর্ণ নির্বিকার।তাঁরা নাকি আড্ডা দিচ্ছিলেন। পরিস্থিতি সামাল দেওয়ার কোনও চেষ্টা করেননি বলে অভিযোগ সুমনার। রাস্তার  চারপাশে কলার খোসা, প্লাস্টিক বোতল আর আবর্জনায় ভর্তি। বিশেষ করে তিনি জানান, যদি একা থাকতেন, তবে আরও বেশি অসহায় মনে হত। সৌভাগ্যক্রমে, তাঁর সঙ্গে এক পুরুষ বন্ধু থাকায় খানিকটা স্বস্তি পান। ঘটনার ভিডিও করার ইচ্ছা থাকলেও তিনি তা করেননি। কারণ এতে উত্তেজিত জনতা আরও বেপরোয়া হয়ে উঠতে পারত।

আরও পড়ুন গায়ে ধুম জ্বর-বিছানায় শয্যাশায়ী নিক্কি, বিগ বস গার্লের রিপোর্টে যা বেরল...

ইনস্টাগ্রাম পোস্টে সুমনা লিখেছেন, 'প্রচণ্ড ভয় লাগে যখন বুঝতে পারি আপনি যেই হন না কেন যেখানেই থাকুন না কেন আইনশৃঙ্খলা ভাঙতে কয়েক সেকেণ্ড সময় লাগে।' নিজের চোখে তিনি যে দৃশ্য দেখেছেন সেই প্রসঙ্গ টেনে সুমনার সংযোজন, 'আইনশৃঙ্খলা সম্পূর্ণ  অনুপস্থিতি।' একজন নাগরিক এবং নিজের শহরকে ভালবাসা এক নারী হিসেবে সুমনার মন্তব্য, 'এর চেয়ে ভাল কিছু আমাদের প্রাপ্য। শাসনব্যবস্থা এবং নাগরিক দায়িত্ববোধের এই প্রহসন আমাদের পাওনা নয়। আমাদের শহরে নিরাপদবোধ করার অধিকার রয়েছে।'

আরও পড়ুন 'বাবার অত্যাচারেই বিষ খেয়ে...', মায়ের মৃত্যুর পর পরিবার নিয়ে বিস্ফোরক মুনাওয়ার

Sumona Chakravarti