/indian-express-bangla/media/media_files/2025/10/20/cats-2025-10-20-13-01-43.jpg)
বাগদানের আংটি হারিয়ে...
Sunita Ahuja Loses Engagement Ring: সেলিব্রিটি হোক বা সাধারণ মানুষ, সোশ্যাল মিডিয়ায় আজকাল অনেক বেশি সক্রিয়। ইউটিউব চ্যানেল বা ভ্লগের রমরমা প্রতিনিয়ত বেড়েই চলেছে। ফারাহ খানের মতো সেলিব্রিটি ইউটিউব চ্যানেলে ভ্লগের মাধ্যমে দুর্দান্ত জনপ্রিয়তা অর্জন করেছেন। সেই পথেই হেঁটেছেন গোবিন্দা ঘরনি সুনীতা আহুজা। তিনিও নিজের ইউটিউব চ্যানেল চালু করেছেন। সম্পূর্ণভাবে আধ্যাত্মিক বিষয়কে কেন্দ্র করেই ভ্লগ শুরু করেছেন সুনীতা। নিয়মিত মহারাষ্ট্রের নানা মন্দিরে গিয়ে সেখানের ইতিহাস ও তাৎপর্য শেয়ার করার পাশাপাশি আশপাশের দোকান ও খাবারের জায়গাগুলিও ঘুরে দেখান।
তাঁর সাম্প্রতিক ভ্লগে সুনীতা গিয়েছিলেন মুম্বইয়ের বিখ্যাত মুম্বা দেবী মন্দিরে। যাঁর নাম থেকেই মুম্বই শহরের নামকরণ। ভিডিওটির শুরুতেই দেখা যায় এক নাটকীয় দৃশ্য। সুনীতা হঠাৎ আতঙ্কিত হয়ে পড়েছেন কারণ বিয়ের আংটি হারিয়ে ফেলেছেন। চিন্তিত হয়ে ম্যানেজার মুকেশকে বলছেন, 'মুকেশ, একবার দেখো তো আমার সলিটেয়ারটা পাচ্ছি না!' তখন মুকেশ পরামর্শ দিলেন, 'চলুন মুম্বা দেবী মন্দিরে গিয়ে মানত করবেন। মা নিশ্চয়ই আপনার আংটি ফিরিয়ে দেবেন!'
আরও পড়ুন গলা থেকে কোমর ছুঁয়েছে সোনার হার! বিচ্ছেদ জল্পনার মাঝে করওয়া চৌথে স্ত্রীকে সারপ্রাইজ গোবিন্দার
মন্দিরে যাওয়ার পথে সুনীতা তাঁর ছেলে যশকে ফোন করে বলেন, 'বাবা, একবার দেখে নে তো আমার সলিটেয়ারটা তোর ঘরে রেখে গেছি কি না। আমি এখন মুম্বা দেবী মন্দিরে যাচ্ছি। তোর বাবা এটা দিয়েছিল আমাদের এনগেজমেন্টের সময়। এটা যদি হারিয়ে ফেলি ও আর একটা কিনে দেবে না!' এই কথাগুলো বলেই হেসে ফেললেন তারকা পত্নী। মন্দিরে পৌঁছে সুনীতা দর্শকদের দেখালেন দীপাবলির জন্য সাজানো মন্দির প্রাঙ্গণ।
তিনি বলেন, 'এখানে সন্ধ্যাবেলা আসা উচিত। আশা করি মা আমার আংটিটা খুঁজে পেতে সাহায্য করবেন।' কিছুক্ষণ পরই মুম্বা দেবীর দর্শন শেষে উচ্ছ্বসিত কণ্ঠে জানালেন, 'মায়ের দর্শন করতেই আমার রিংটা আমার ব্যাগের মধ্যেই পেয়ে গেলাম।' মন্দিরের পুরোহিত তাঁকে দেবীর আশীর্বাদপুষ্ট চুড়ি ও ওড়না উপহার দেন। যা পেয়ে আপ্লুত স্বরে বলেন, 'আমি সত্যিই ভাবছিলাম মা যেন আমায় চুড়ি দেন, আর দেখুন মা একদম সেটাই দিলেন। আমার পোশাকের সঙ্গেও পুরো মানিয়ে গিয়েছে। মনে হচ্ছে মা নিজেই সবটা ঠিক করে দিলেন।'
আরও পড়ুন 'গণেশ চতুর্থীর দিনই...', গোবিন্দা-সুনীতার ৩৮ বছরের দাম্পত্যে ইতি! কী জানালেন অভিনেতার আইনজীবী?
এরপর তিনি হনুমানজী ও গণেশজীর দর্শন করে মন্দিরের বাইরে কিছু স্থানীয় মিষ্টি চেখে দেখলেন। এক গয়নার দোকানে ঢুকে সেখান থেকে কিনে ফেললেন এক চমৎকার রানি হার ও চুড়ি যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। তারপর হেসে বললেন, 'চিচি, এগুলো তুমি আমায় কিনে দেবে। এমনকী এই চুড়িগুলোও!' বিক্রেতার উদ্দেশ্যে রসিকতা করে বললেন, 'আমি আপনাকে গোবিন্দার নম্বর দিচ্ছি। উনি আপনাকে চেক পাঠিয়ে দেবেন।' প্রত্যুত্তরে হেসে বললেন, 'অবশ্যই দিন। আমরা ওনাকে খুব মিস করি। গোবিন্দার মতো তারকা আর হয় না।'
আরও পড়ুন বিবাহবার্ষিকীর আগেই ভালবাসায় মাখামাখি, ডিভোর্স গুঞ্জন উড়িয়ে গোবিন্দার ঠোঁটে ঠোঁট সুনীতার