Sunjay Kapur-Karisma Kapoor Property: 'করিশ্মার সন্তানরাও সম্পত্তির সমান অংশীদার কিন্তু...', বউদি প্রিয়াকে আক্রমণ সঞ্জয়ের বোনের

Sunjay Kapur-Priya Sachdev: সঞ্জয় কাপুর ও করিশ্মা কাপুরের দুই সন্তান বাবার সম্পত্তির সমান অংশীদার। কিন্তু, সবটাই পেয়েছে প্রিয়া সচদেব ও তাঁর সন্তান। এই বিষয়ে ক্ষোভ উগরে দিলেন সঞ্জয়ের বোন মান্ধিরা।

Sunjay Kapur-Priya Sachdev: সঞ্জয় কাপুর ও করিশ্মা কাপুরের দুই সন্তান বাবার সম্পত্তির সমান অংশীদার। কিন্তু, সবটাই পেয়েছে প্রিয়া সচদেব ও তাঁর সন্তান। এই বিষয়ে ক্ষোভ উগরে দিলেন সঞ্জয়ের বোন মান্ধিরা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dsds

উত্তরাধিকারের লড়াই

Sunjay Kapur Property: কাপুর কন্যা করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কপুরের বিপুল সম্পত্তি উত্তরাধিকারের আইনি লড়াই ক্রমশ জটিল হচ্ছে। এর মাঝেই ভিকি ললওয়ানিরর সঙ্গে অন্দরমহলের কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন সঞ্জয়ের বোন মান্ধিরা কাপুর স্মিথ। সঞ্জয়ের সঙ্গে করিশ্মার আইনি বিচ্ছেদ হলেও তাঁদের দুই সন্তানের প্রতি বাবার দায়িত্ব কখনও অমান্য করেননি অভিনেত্রীর প্রাক্তন স্বামী। সঞ্জয়-করিশ্মার দুই সন্তান সামায়রা এবং কিয়ান বাবার সম্পত্তির উত্তরাধিকার রয়েছে বলে মতপ্রকাশ করেন মান্ধিরা। কিন্তু, সবটাই পেয়ে গেল প্রিয়া সচদেবের সন্তান। এটি অন্যায় বলে দাবি করেন মান্ধিরা। 

Advertisment

তাঁর মতে, 'সামায়রা এবং কিয়ান সঞ্জয়ের সম্পত্তির উপর ১০০% অধিকার আছে। আমার বাবা আমাদের তিন ভাইবোনকে খুব পরিষ্কারভাবে বলেছেন ছয় নাতি-নাতনিই তাঁর নয়নের মণি। তিনি এমনকি এটাও বলেছিলেন, আমাদের বিয়ে যদি কখনও ভেঙেও যায় তাহলেও ছয় নাতি-নাতনির উপর প্রভাব ফেলবে না। তিনি আরও দাবি করেছেন যে, সঞ্জয়ের সঙ্গে করিশ্মার ২০১৬ সালে ডিভোর্সের এখনও প্রাক্তন বউদির সঙ্গে খুবই ঘনিষ্ঠ। 

মান্ধিরার কথায়, করিশ্মা আমাদের বাড়িতে বড় হয়েছে। আমরা খুব ভাল বন্ধু ছিলাম। অল্প সময়ের জন্য আমাদের কথা বন্ধ ছিল কিন্তু আমরা আবার পুরনো বন্ধুত্বে ফিরে এসেছি। আমার মা এবং আমি এখনও ওঁর সঙ্গে কথা বলি। ও সবসময় আমাদের কাছে পরিবারই সদস্য ছিল এখনও আছে আর ভবিষ্যৎ-এ থাকবে। গত মাসে করিশ্মা কাপুর এবং সঞ্জয় কপুরের সন্তান যাতে বাবার সম্পত্তির সমান অংশীদারিত্বের জন্য দিল্লি হাইকোর্টে আবেদন জানায়। কিন্তু, সঞ্জয়ের উইলে নাকি দুই সন্তানের কোনও উল্লেখ নেই। 

Advertisment

এই প্রসঙ্গে মান্ধিরার মত, এটা অস্বাভাবিক যে সঞ্জয় তার সন্তানদের জন্য কিছুই রাখলেন না। প্রথম প্রতিক্রিয়া আমাদের মায়ের ছিল। তিনি বলেন, এটা সম্ভব নয় যে সঞ্জয় তার সন্তানদের উপেক্ষা করবেন। প্রিয়া হঠাৎ এসে আমাদের সারাজীবনের সব কিছু ওঁর এবং প্রথম পক্ষের সন্তানের নামে করে নিল। এটি সন্দেহজনক বা অস্বাভাবিক কিছু নেই?'

আরও পড়ুন 'করিশ্মার এটা প্রাপ্য ছিল না', তৃতীয় স্ত্রী প্রিয়াকে কাঠগোড়ায় তুলে বিস্ফোরক সঞ্জয়ের বোন

তিনি আরও যোগ করেন, 'আমার মায়ের সেই বাড়ি আজ আর নিজের নেই। সবই প্রিয়ার হাতে গিয়েছে, চমৎকার! সবাইকে এমন একটা বিয়ে করতে হবে। আমাদের পুরো খানদান, পরিবারের ঐতিহ্য ধূলোয় মিশে গিয়েছে। আর সে সবকিছু নিজের নামে লিখিয়ে নিয়েছে।' মজা করে মান্ধিরা বলেছেন, 'পরিবারের সব সদস্যকে মায়ের সম্পত্তি দেখতে NDA (নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট) সাইন করতে হচ্ছে। আসলে  খানদানি হওয়া এবং না হওয়ার মধ্যে পার্থক্য আছে। আমরা খানদানি, এই সব তৈরি করেছি। আমরা চুরি করি নি।'

মান্ধিরার অভিযোগ, 'প্রিয়া পুরো পরিবারকে আলাদা করে দিয়েছে। এটি আমার মায়ের সম্পত্তি, ওঁর স্বামীর নয়। আমার মায়ের কাছ থেকে সঞ্জয় অনুমতি নিয়ে ব্যবসার মালিকানা নিয়েছিল। যেকোনও ভারতীয় পরিবারের মতো, আমরা কেউই আপত্তি করিনি যে আমার ভাই সংস্থাটির দায়ভার গ্রহণ করুক।  আমার বাবা অনেক সংগ্রাম করেছেন এবং কোম্পানিকে আর্থিক সমস্যার হাত থেকে উদ্ধার করেছেন। হ্যাঁ, তার মৃত্যুর পরে এটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি, যেমনভাবে আমার বাবা করতেন।

আরও পড়ুন করিশ্মার প্রাক্তন স্বামীকে খুন করা হয়েছে, নাম না করে প্রিয়াকে নিয়ে বিস্ফোরক সঞ্জয়ের মা

karishma Kapoor