/indian-express-bangla/media/media_files/2025/10/05/cats-2025-10-05-11-19-44.jpg)
করিশ্মার পাশে সঞ্জয়ের বোন
Sunjay Kapur sister: করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের আকস্মিক মৃত্যুর পর প্রায় ৩০ হাজার কোটি টাকার বিশাল সম্পত্তির উত্তরাধিকার নিয়ে চলছে তীব্র আইনি লড়াই। একদিকে আছেন তাঁর তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব কাপুর অন্যদিকে দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী করিশ্মা কাপুর ও তাঁদের দুই সন্তান। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। এই টানাপোড়েনের মাঝেই সঞ্জয়ের বোন মন্দিরা কাপুর স্মিথ সাংবাদিক ভিকি ললওয়ানির সঙ্গে পারিবারিক বিষয়ে খোলামেলা কথা বলেন। করিশ্মার সঙ্গে সঞ্জয়ের দাম্পত্য ভাঙার জন্য প্রিয়াকেই কাঠাগোড়ায় তুলেছেন মান্ধিরা।
তিনি বলেন, 'আমি ওদের সম্পর্কে জানতাম। যখন ওঁরা বিমানে প্রথম দেখা করে কিন্তু, আমি একদম খুশি ছিলাম না। লোলো আর আমার ভাই তখন বেশ ভালই ছিল। কিয়ানও ওঁদের জীবনে এসে গিয়েছিল। আমার ভাইয়ের ওঁর সন্তানদের প্রতি গভীর প্রেম ছিল। আমি মনে করি কোনও নারী যদি সদ্য মা হওয়া অন্য এক নারীর প্রতি সহানুভূতিশীল না হন তবে সেটা খুবই নিম্ন রুচির পরিচয়। একটা পরিবারের মধ্যে এসে ভাঙন ধরানো খারাপ মানসিকতার পরিচয়। আমি আর কিছু বলছি না, সকলেই বুঝতে পারছে আমি কী বলতে চাইছি। কখনও একটি সুখী সংসার ভাঙা উচিত নয়। এমনকি যদি সংসার পুরোপুরি সুখের নাও হয়, তবুও যখন তাঁরা পরিবারটাকে একসঙ্গে রাখার চেষ্টা করছে তখন সেখানে ভাঙন ধরানো উচিত নয়।'
আরও পড়ুন করিশ্মার প্রাক্তন স্বামীকে খুন করা হয়েছে, মায়ের পর নাম না করে বউদি প্রিয়াকে আক্রমণ বোনের
আরও যোগ করেন,'যখন তোমার একটি সন্তান আছে এবং সদ্য আরও একটি সন্তান এসেছে তখন উচিত পাশে দাঁড়িয়ে বলা তুমি ফিরে গিয়ে সম্পর্কটা ঠিক করো। একটা পরিবার নষ্ট হতে দিও না। লোলো অনেক চেষ্টা করেছিল সংসারটাকে টিকিয়ে রাখতে। ওঁর সঙ্গে যা ঘটেছে, সেটা ওর প্রাপ্য ছিল না।' মন্দিরা কাপুর স্মিথ আরও জানান, গোয়ায় প্রিয়াকে দেখার পরই বিয়েতে অমত ছিল সঞ্জয়ের বাবার। স্মৃতিচারণ করে মন্দিরা বলেন, বাবা বলেছিলেন, 'ওকে কখনও বিয়ে করো না। আমি ওঁর মুখও দেখতে চাই না। ওরা কখনও সন্তানও নিতে পারবে না। পরিবারের কেউই এই সম্পর্ককে সমর্থন করেনি। আমি শুধু ভাইয়ের জন্য পাশে ছিলাম। কিন্তু আমার মতে, লোলোই ছিল আসল পরিবার। এখনও প্রাক্তন শাশুড়ি মায়ের সঙ্গে যোগাযোগ রাখেন।'
২০১৭ সালে যখন সঞ্জয় কাপুর ও প্রিয়া সচদেবের বিয়ে হয়, তিনি ও তাঁর বোন কেউই সেই বিয়েতে উপস্থিত ছিলেন না। মন্দিরার কথায়, 'আমার বোন আর আমি নিউ ইয়র্কে যাইনি। কারণ আমি জানতাম বাবা একদমই এই বিয়ের বিরুদ্ধে ছিলেন। বাবা যদি তখন বেঁচে থাকতেন প্রিয়া কখনও আমাদের পরিবারের অংশ হতেন না। মা গিয়েছিলেন কারণ তিনি ভাইয়ের সঙ্গে থাকতেন। কিন্তু মা-ও খুব কষ্ট পেয়েছিলেন যে আমরা যাইনি। বাবা একটাই কথা বলেছিলেন, বিয়ে কোরো না এবং সন্তান নিও না।'
আরও পড়ুন করিশ্মার প্রাক্তন স্বামীকে খুন করা হয়েছে, নাম না করে প্রিয়াকে নিয়ে বিস্ফোরক সঞ্জয়ের মা