IFFI felicitates Rajinikanth: পঞ্চাশতম জাতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হল ২০ ডিসেম্বর বিকেলে। গোয়ার শ্যামা প্রসাদ স্টেডিয়ামে, উৎসবের সূচনাপর্বে অংশ নিলেন ভারতীয় সিনেমার আইকনরা। এবছর এই উৎসবের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আইকন অফ গোল্ডেন জুবিলি পুরস্কারে বিশেষভাবে সম্মানিত হলেন দক্ষিণী সিনেমার সবচেয়ে বড় তারকা, সুপারস্টার রজনীকান্ত। বলিউড-সহ দেশের অন্যান্য আঞ্চলিক চলচ্চিত্র জগতের তারকারাও অংশ নিলেন এই অনুষ্ঠানে।
এ বছর উৎসবের সূচনা অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকা পালন করলেন প্রযোজক করণ জোহর। ফরাসী অভিনেত্রী ইসাবেল উপার্টকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হল ইফি-র এই সূচনাপর্বে এবং বিশেষ সম্মানে ভূষিত হলেন অমিতাভ বচ্চন। এবছর ৭৬টি দেশের মোট ২০০টি ছবি প্রদর্শিত হবে। উৎসব চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।
আরও পড়ুন: ”কোনও দেশকেই মহিলাদের জন্য নিশ্চিতভাবে নিরাপদ বা বিপজ্জনক বলা যায় না”
দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত অমিতাভ বচ্চন তাঁর সংক্ষিপ্ত ভাষণে উচ্ছ্বসিত প্রশংসা করেন দক্ষিণী তারকা রজনীকান্তের। তিনি বলেন, ''রজনীকান্ত আমার পরিবারের একজনের মতো। কখনও ও আমাকে পরামর্শ দেয়, কখনও আমি ওকে পরামর্শ দিই। কিন্তু আমরা কেউ কারও পরামর্শে কান দিই না, এটাও সত্যি। আমি মনে করি সেটাই হল আসলে সম্পর্ক।'' দক্ষিণের অপ্রতিরোধ্য সুপারস্টার যে প্রতিদিন তাঁকে ও বহু মানুষকে প্রেরণা জুগিয়ে চলেছেন, সেই কথাও উল্লেখ করেন বিগ বি।
অন্যদিকে আইকন অফ গোল্ডেন জুবিলি পুরস্কারে সম্মানিত হয়ে রজনীকান্ত তাঁর সংক্ষিপ্ত ভাষণে বলেন, ''ভারত সরকারকে আন্তরিক ধন্যবাদ এই পুরস্কারে সম্মানিত করার জন্য। আমার সমস্ত প্রযোজক, পরিচালক ও কলাকুশলীরা, যাঁরা আমার বিভিন্ন ছবিতে কাজ করেছেন, তাঁদের আমি উৎসর্গ করলাম এই পুরস্কার। পাশাপাশি এই পুরস্কার আমার গুণমুগ্ধদের জন্যেও।''
আরও পড়ুন: অবশেষে খোঁজ মিলল সৃজিতের তোপসের
১৯৫২ সালে ভারতের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা করেন তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। স্বাধীন ভারতে চলচ্চিত্র মাধ্যমের চর্চাকে বিশেষভাবে উৎসাহিত করেছিলেন পণ্ডিত নেহরু ও পরবর্তীকালে ইন্দিরা গান্ধীও। ইফি-র প্রথম বছরের উৎসবের ছবি বাছাইয়ের ক্ষেত্রে বিশেষ ভূমিকা ছিল সত্যজিৎ রায় ও ক্যালকাটা ফিল্ম সোসাইটির। এবছর ইফি-তে বেশ কয়েকটি পূর্ণদৈর্ঘ্যের ও স্বল্পদৈর্ঘ্যের বাংলা ছবি প্রদর্শিত হবে।
এদিন শঙ্কর মহাদেবন ও লুই ব্যাঙ্কের লাইভ পারফরম্যান্স দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এবছর সার্বিয়ার ছবি 'ডেসপাইট দ্য ফগ' দিয়ে শুরু হতে চলেছে উৎসব। ইউরোপের রিফিউজি সমস্যা নিয়ে নির্মিত এই ছবির পরিচালক গোরান পাস্কালজেভিক ও ছবির ইউনিটের সদস্যরাও বিশেষভাবে সম্মানিত হলে উৎসবের সূচনা-মঞ্চে। এবছর ইফি-র জুরি সদস্যদের মধ্যে রয়েছেন জন বেইলি, লাইনি রামসে ও রমেশ সিপ্পি।