/indian-express-bangla/media/media_files/2025/02/23/lGdEDB5vDHGSNQ1eEL1H.jpg)
Ajith Kumar News: এখন কেমন আছেন অজিত? Photograph: (Instagram)
Superstar Admitted in Hospital: তামিল তারকা অজিত কুমারকে চেন্নাই বিমানবন্দরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার পদ্মভূষণ পুরস্কার নিয়ে নয়াদিল্লি থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে। চেন্নাই বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান উচ্ছ্বসিত ভক্তরা। উত্তেজনার মাত্রা বাড়তে থাকায় অভিনেতা ভিড়ের শিকার হন, যার ফলে...
এই অভিনেতা শুধু তাঁর অভিনয়ের জন্য না, বরং নানা কারণেই আলোচনায় থাকেন। তিনি যেভাবে রেসিং কার ছুটিয়ে বারবার বিপদের শিকার হয়েছেন, সেকথা ভোলার নয়। শুধু তাই নয়, একবার তো গাড়ি পাল্টি খেয়ে সাংঘাতিক ঘটনা ঘটিয়েছিলেন তিনি। কেউ কেউ তো ভেবেছিলেন তিনি হয়তো সুস্থ অবস্থায় বেরতে পর্যন্ত পারবেন না। কিন্তু, সবাইকে অবাক করে দিয়ে তিনি বেড়িয়ে আসেন।
এমনকি যেদিন পদ্ম পুরস্কার নিতে গিয়েছিলেন সেখানে গিয়েও সাক্ষাৎকারে অন্তর থেকে মধ্যবিত্ত হওয়ার কথা বলেছিলেন। অভিনেতা বলেন, "আমি এখনও মনের দিক থেকে একজন সাধারণ মধ্যবিত্ত ব্যক্তি, এবং এখানে এসে এই সমস্ত আবেগ অনুভব করতে পারছি। আমি খুশি এবং অভিভূত। প্রথমে আমি অভিভূত হয়ে গিয়েছিলাম, তবে আমি বিশ্বাস করি যে এই জাতীয় মুহুর্তগুলি আপনাকে অনুপ্রাণিত করে বা কমপক্ষে আপনাকে আশ্বস্ত করে, যে আপনি সঠিক পথে আছেন এবং এত বছর ধরে আপনি যা করে আসছেন তা চালিয়ে যাওয়া উচিত। আমি অনুভব করি যে আমি সঠিক পথে আছি, তাই আমি আমার কাজের দিকে মনোনিবেশ করি, আমার কাজের নৈতিকতায় লেগে থাকি এবং এগিয়ে যাই।
কিন্তু, গতকাল কী হয়েছে তাঁর সঙ্গে? তার পায়ে সামান্য আঘাত লাগে, যার পরে বুধবার তাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সুত্রের খবর, চেন্নাই বিমানবন্দরে ভিড়ের মুখে অজিত কুমারের পায়ে সামান্য চোট লাগে। তাই ফিজিওথেরাপির জন্য ভর্তি হতে হয়েছে তাঁকে। আজ সন্ধ্যায় অভিনেতাকে ছেড়ে দেওয়া হতে পারে। তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
প্রসঙ্গে, আধিক রবিচন্দ্রন পরিচালিত তাঁর 'গুড ব্যাড আগলি' বিশ্বব্যাপী ২৪৩.৩৫ কোটি টাকা আয় করে হিট হয়েছে, সিনেমাটি ২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী তামিল চলচ্চিত্র হিসাবেও জায়গা করেছে।