Swara Bhaskar On Pahalgam Attack: ২২ এপ্রিল, মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ পহেলগাঁওয়ে জঙ্গীদের এলোপাথারি গুলিতে প্রাণ হারিয়েছে ২৮ জন পর্যটক। আহত প্রায় ১২। ভূস্বর্গের এই ভয়ংকর ঘটনায় দেশজুড়ে ভয়ের আবহ। একইসঙ্গে ক্ষোভে ফেটে পড়েছে দেশবাসী। সোশ্যাল মিডিয়ায় পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রত্যেকেই নিজেদের মত প্রকাশ করছেন। ইসলাম সম্প্রদায়ভুক্ত অনেকেই আবার মুসলিম হওয়ায় লজ্জিত হয়েছেন। সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। এর মাঝেই অভিনেত্রী স্বরা ভাস্করের টুইট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। তাঁর দিকে ধেয়ে এসেছে কটাক্ষ।
স্বরা ভাস্কর লিখেছিলেন, 'পহেলগাঁওয়ে মর্মান্তিক ও কাপুরুষের মতো হামলার তীব্র নিন্দা করছি। এটি খুবই অত্যন্ত দুঃখজনক ঘটনা। নিহতদের পরিবার যেন এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার মতো শক্তি সঞ্চয় করতে পারে। ওঁদের প্রতি আমার সমবেদনা রইল।' কিছুক্ষণের মধ্যেই ঝড়ের গতিতে ধেয়ে এলেছে কটাক্ষ। এক নেটিজেন কমেন্ট বক্সে মন্তব্য করেছেন, 'ওঁরা তো আপনার শ্বশুরবাড়ির লোক।' নিহতদের প্রতি সমবেদনা জানালেও জঙ্গি নিয়ে একটি শব্দও লেখেননি। সেই প্রসঙ্গ টেনে ভিপিন তিওয়ারি নামক এক নেটনাগরিক খোঁচা মেরে লিখেছেন, 'আপনাকে যদি জঙ্গি সম্বোধন করা হয় তাহলে ভয় পেয়ে যাবেন দিদি?' অপর এক ব্যক্তির দাবি, 'জঙ্গিদের দোষারোপ করে কোনও লাভ নেই। ওদের কোনও ধর্ম নেই। মোদি সরকারকে বলুন'।
/indian-express-bangla/media/post_attachments/429796bb-455.jpg)
কয়েকবছর পিছনে ফিরে গেলে মনে পড়ে যায় ২০১৮ সালের ঘটনায। সেই বছর কাশ্মীর থেকে আট বছরের শিশু আসিফাকে অপহরণ করে গণধর্ষণের পর খুন করা হয়। ছোট্ট মেয়েটির মর্মান্তিক মৃত্যুতে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ। আসিফার বিচার চেয়ে পথে নেমে নেমেছিল সাধারণ মানুষ। শিশুকন্যার হত্যার ঘটনায় প্ল্যাকার্ড হাতে বিচারের দাবি তুলেছেন স্বয়ং স্বরা ভাস্করও। নিজেকে ভারতীয় বলে সম্বোধন করে ঘটনার তীব্র নিন্দা করেছিলেন। পহেলগাঁও-এর এই মর্মান্তিক ঘটনায় শো বাতিল করেছেন সংগীতশিল্পী অরিজিৎ সিং।
আরও পড়ুন: আমার সঙ্গে প্রেম করতে হলে আগে কথাবার্তা বলতে হবে, মেয়ে তো বলে ডেটে যাও, এত কথা বলার কী আছে: স্বস্তিকা
অন্যদিকে পহেলগাঁও ঘটনা দেখে সুরকার সেলিম মার্চেন্ট মন্তব্য করেছেন মুসলিম হিসেবে তিনি লজ্জিত। কোরানের সুরাহ-অল-বকরাহ থেকে উদ্ধৃতি দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, ইসলাম মোটেই এমন শিক্ষা দেয় না। সেলিমের সঙ্গে সহমত কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকিও। সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভাগ করে মুনাওয়ার লিখেছেন, 'সত্যি কথা! যারা এটা ঘটিয়েছে, তাদের খুঁজে ফাঁসি দেওয়া উচিত।'
আরও পড়ুন: 'নারীকেন্দ্রিক ছবি নাকি বিক্রি করতে সমস্যা হয়', নতুন ছবি মুক্তির দিন আর কোন 'প্রশ্ন' পায়েলের মনে?
সেই সঙ্গে আরও একটি পোস্ট করেছেন মুনাওয়ার। সেখানে আবার লিখেছেন, 'কেউ কারও মনে আঘাত করলেই ঈশ্বর তাকে ক্ষমা করেন না। সেখানে ওরা নিরীহ মানুষদের খুন করেছে। ক্ষমার প্রশ্নই ওঠে না। কিন্তু এ বারও হয়তো বিচার হবে না। শুধু রাজনীতিই হবে। আমাদের দেশে শোক পালন করা যেন রোজের বিষয় হয়ে দাঁড়িয়েছে।' নিন্দকদের কটাক্ষ, 'পহেলগাঁওতে যারা হত্যালীলা চালিয়েছে, তারা তো আপনাদেরই লোক।' তবে এই সব মন্তব্যে মোটেই কান দেননি 'বিগ বস্' খ্যাত মুনাওয়ার।