অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, তারকা হওয়ার পাশাপাশি যে কতটা সাধারণ, সেটাই যেন বারবার প্রমাণ করছেন। মেয়েদের প্রতিবাদে সামিল হচ্ছেন তিনি। এতদিন মেয়ের কাছে বিদেশে ছিলেন বলে, প্রকাশ্যে ময়দানে তাঁকে দেখা যায়নি। তবে, দেশে ফিরতেই শুরু করলেন আন্দোলনে পথ চলা।
সারারাত, জবাবের অপেক্ষায় বসে আছেন অভিনেতা অভিনেত্রীরা। স্বস্তিকা নিজেও তাই। মহা মিছিল উপলক্ষে, পা মিলিয়েছিলেন, শহরের রাস্তায় সারারাত জেগে কাটিয়েছিলেন। গত দুদিনে বিনিদ্র রজনী স্বস্তিকার। কিন্তু তাতেও সমস্যা অনেকের। রাস্তায় আন্দোলন করছেন, তাদের হাসি আসছে কোথা থেকে? এত গম্ভীর একটি ইস্যুতে প্রতিবাদ করতে নেমে হাসছেন, ছবি তুলছেন? সমালোচনার মুখে অভিনেত্রী।
কিন্তু তাতে তাঁর কিছুই যায় আসে না। বরং এবার তিনি হকের কথা বলেন। সাফ জানিয়ে দিলেন, কোনও অন্যায় করেননি, তাই কোনও নিয়ম তো মানবেন না, বরং হেসে হেসে প্রতিবাদ করবেন। অভিনেত্রী তাঁর সমাজ মাধ্যমের পাতায় লিখলেন...
"আমি সন্দীপ ঘোষ নই। আমি রেপ করিনি। আমি খুন ও করিনি। রাস্তায় নেমে ১৫ ঘণ্টা ধরে প্রতিবাদ রত মহিলা বা পুরুষদের সারাক্ষণ মুখ গম্ভীর করে থাকতে হবে সেই নিয়মটা কে বানালো? আর কোন নিয়ম মানব না। যেভাবে মনে হবে সেই ভাবে রাস্তায় নামব, দিনে, রাতে।"
দেখুন সেই পোস্ট...
আমি সন্দীপ ঘোষ নই। আমি রেপ করিনি। আমি খুন ও করিনি। রাস্তায় নেমে ১৫ ঘণ্টা ধরে প্রতিবাদ রত মহিলা বা পুরুষদের সারাক্ষণ...
Posted by Swastika Mukherjee on Tuesday, September 3, 2024
পাশাপাশি অপরিচিত মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে। যারা ২০ দিন ধরে রাত জেগে আছে তাঁদের সঙ্গে সহানুভূতি রয়েছে তাঁর। অভিনেত্রী আরও লিখলেন... "এরা আমার অপরিচিত। এদের সবার সঙ্গে আজকে আলাপ হলো। কত অচেনা মানুষ চেনা হয়ে উঠছে। বেশ করেছি হেসেছি। যারা ২০ দিন ধরে রোজ জেগে আছে তারা যে ভাবে ভাল থাকার হোক থাকুক। যে যেভাবে প্রতিবাদ করার করুক। হেসে বা না হেসে। এই নিয়েও আবার কণ্ঠ তুলতে হচ্ছে, সত্যি কী দুঃসময়।"
কিন্তু, ট্রোলিং? সে তো থামার নয়। বরং, জোরকদমে চলছে এসব। আর তাতেই বুড়ো আঙুল দেখালেন স্বস্তিকা। সোজা বললেন..."যা যত ট্রোল করবি কর। হেসে হেসেই প্রতিবাদ করব। তোরা বাড়িতে বসে ফেসবুক ফেসবুক খেলা কর।" এখানেই তিনি থামলেন না। পরবর্তী পোস্টে যারা তাঁকে ট্রোল করলেন তাঁদের উদ্দেশ্যে জানতে চাইলেন...
যারা হেসেছি বলে ট্রোল করতে ব্যস্ত, তারা কেউ একবারও জিজেস করল না কিন্তু যে এতগুলো মেয়ে রাস্তায়, শ্যামবাজার মোড়ে তারা...
Posted by Swastika Mukherjee on Tuesday, September 3, 2024