Advertisment

Tollywood Protest: আরজি করের প্রতিবাদে রাত জাগলেন স্বস্তিকা-সোহিনীরা, মদ্যপ অবস্থায় কেলেঙ্কারি বাঁধালেন যুবক!

Tollywood actress protest: স্বস্তিকা সোহিনীরা রাত জেগে বিচার চাইলেন। প্রতিবাদের মাঝেই মদ্যপ অবস্থায় ঢুকে পড়লেন এক যুবক। তারপর, যা করলেন তাতে ভয়ঙ্কর পরিস্থিতি।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
tollywood protest

Tollywood RG Kar protest: কলকাতায় অভিনেত্রীদের প্রতিবাদ/ গ্রাফিক্স- প্রত্যুষ রায়...

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে সুদীপ্তা চক্রবর্তী এমনকি সোহিনী সরকার, গতকাল তিলোত্তমার হয়ে যে মিছিলে তারা সামিল হয়েছেন, তাতে সারারাত পথে বসেই বিচার চেয়েছেন তাঁরা। সমাবেশের মঞ্চ থেকেই তাঁরা জানিয়েছিলেন, রাত দখল হবে।

Advertisment

গতকাল সক্রিয় ভূমিকায় ছিলেন সোহিনী থেকে স্বস্তিকা সকলেই। বুকে জ্বলছে আগুন। মেয়েদের বিচার না করে তারা রাস্তা থেকে উঠবেন না বলেই জানিয়েছিলেন। পাঁচ দফায় মেল করেও মেলেনি জবাব। তাই তারা উত্তরের অপেক্ষায় সারারাত রাস্তায় ছিলেন। স্বস্তিকা মুখোপাধ্যায় তো নিজের প্রশ্ন রেখেই বললেন...

আরও পড়ুন  -  Tollywood Protest: মহামিছিলের চূড়ান্ত সিদ্ধান্ত, আজ রাত দখল তিলোত্তমায়, পথে বসলেন স্বস্তিকা - সুদীপ্তারা

"এই প্রিন্সিপাল, তাঁর কাছে কী এমন ক্ষমতা থাকতে পারে, বা কী এমন তথ্য জানে, যে এতজন মানুষ, এত জনসাধারণের আরজি না শুনে সরকার, পুলিশ কেন্দ্র রাজ্য আইনজীবীরা সবাই উঠে পড়ে লেগেছে। সবাই মিলে ওই একজন মানুষকে বাঁচাতে লড়াই করছে। উনি কী এমন জানেন, আমি এটাই ভাবছি।" স্বস্তিকা রাত দখলে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। তাঁর পাশাপাশি ছিলেন সুদীপ্তা, বিদীপ্তা অনেকেই।

ঘটল কেলেঙ্কারি ঘটনা...  

আর একদিকে যখন তিলোত্তমার বিচার চাইতে মানুষ ব্যস্ত, ঠিক তখন সেই সমাবেশেই হেনস্থার শিকার এক আন্দোলনকারী। মদ্যপ অবস্থায় প্রতিবাদ মিছিলে ঢুকে পড়ে সেই ব্যক্তি। এবং তাঁরপর শুরু করেন অভব্য আচরণ। সূত্রের খবর, আয়োজকরা তাঁকে ধরতে ছুটে যান। তারপর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যে মিছিলে একজন মেয়ের বিচার চাওয়া হচ্ছে, সেখানে এহেন আচরণ একেবারেই বরদাস্ত করা যাবে না বলেই জানিয়েছেন আয়োজকরা।

আরও পড়ুন  -  Tollywood Actress Protest: মেয়েদেরই খাঁড়া ঝোলে সবসময়? প্রতিবাদে রাস্তায় নামলেন স্বস্তিকা, পিতৃতন্ত্রের ষড়যন্ত্র ধরে ফেলেছেন অপর্ণা

গতকাল তিলোত্তমার বিচারের দাবিতে সাধারণ মানুষের সঙ্গে মিলে মিশে গিয়েছিলেন তারকারা। সৃজিত মুখোপাধ্যায় থেকে অনিন্দ্য চট্টোপাধ্যায়, কে ছিলেন না সেই মিছিলে। অপর্ণা সেন নিজেও বলেন, এত সহজে এই লড়াই থামার নয়। কিন্তু, নিজেকে আটকে রাখলে চলবে না। বরং সর্বত্র নিজেদের জায়গা করে নিতে হবে। স্বস্তিকা সোশ্যাল মিডিয়ায় আপডেট করেছেন গতকাল রাত্রের।

হাতে শেষ না দেখে ছাড়ব না প্ল্যাকার। স্বস্তিকা লিখছেন হাল্লা বোল। গতকাল সমাবেশের মূল আকর্ষণ ছিল, অরিজিতের গান। যে গানের জন্য অরিজিৎ এটকতা শুনলেন কুণাল ঘোষের কাছে। সেই গানেই গলা মেলালেন সবাই।

Swastika Mukherjee protest RG Kar Medical College tollywood Tollywood Actress Sohini Sarkar
Advertisment