/indian-express-bangla/media/media_files/2025/05/24/OWV2LbDRQdYuSGJHzgYt.jpg)
আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শ্বেতার
Sweta Bhattacharya: বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ শ্বেতা ভট্টাচার্য। এই মুহূর্তে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে অভিনয় করছেন। চলতি বছরের গোড়াতে ১৯ জানুয়ারি রূপকথার বিয়ে সেরেছেন শ্বেতা ভট্টাচার্য। দীর্ঘদিনের প্রেমিক রুবেল দাসের সঙ্গে সাত পাকের বন্ধনে বাঁধা পড়েছেন অভিনেত্রী। প্রিওয়েডিং থেকে বিয়ে-রিসেপশনের সাজে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন রুবেল ঘরনি। বিয়ের দিন লাল টুকটুকে বেনারসির সঙ্গে মানানসই ডিজাইনার ব্লাউজ, আর রূপটান শিল্পীর হাতের ছোঁয়ায় স্বপ্নসুন্দরী শ্বেতা ভট্টাচার্যের দিক থেকে চোখ সরছিল না নিমন্ত্রিত থেকে ভক্তদের। বিয়ের দিনে শ্বেতার ওয়েডিং লুক সকলের নজর কেড়েছিল। বিশেষ করে ব্লাউজ। সোশ্যাল মিডিয়ায় তো শ্বেতা বিয়ের ছবি পোস্ট করেছেন। আর সেখানেই যত বিপত্তি।
অভিনেত্রীর বিয়ের ব্লাউজের ছবি ব্যবহার করে নিজেদের প্রচার চালাচ্ছে কলকাতার একটি বুটিক। যা দেখে অনেকেই মনে করছেন শ্বেতা বোধহয় ওই বুটিক থেকেই ব্লাউজ ডিজাউইন করেছেন। যা ঘিরে মানুষের মধ্যে সম্পূর্ণ ভুল ধারণা তৈরি হচ্ছে। শ্বেতার কানে এই খবর পৌঁছতেই একেবারে রেগে কাঁই। অভিনেত্রীকে কিন্তু, কখনও সেভাবে রাগতে দেখা যায় না। সর্বদা হাসি মুখেই কথা বলেন শ্বেতা। কিন্তু, তাঁর অনুমতি ছাড়া ছবি ব্যবহার করে প্রচার চালানো একেবারেই মেনে নিচ্ছেন না। সেই জন্য ভিডিওবার্তায় কড়া হুঁশিয়ারি অভিনেত্রীর।
আরও পড়ুন
আরও পড়ুন গ্রিটিংস কার্ডের আদলে রুবেল-শ্বেতার বিয়ের কার্ড, বধূবরণের কার্ডে কোন চমক?
তিনি সাফ জানিয়েছেন, ব্লাউজটি ভিকির থেকে তৈরি করেছেন। আর তাঁর স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন রুদ্র। সেটা তো প্রত্যেকেই জানেন। শ্বেতার ইচ্ছে অনুযায়ীই শিলিগুড়ির ডিজাইনার ভিকির থেকে বিয়ের ব্লাউজ বানিয়ে এনেছিলেন রুদ্র সাহা। তাই বিনা অনুমতিতে তাঁর ছবি ব্যবহার করে প্রচার চালানো অনুচিত সেটা কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, ভবিষ্যতে এইরকম ঘটনা ঘটলে আইনি ব্যবস্থা নিতে দুবার ভাববেন না সেটাও স্পষ্ট করে দিয়েছেন শ্বেতা। খুব স্বাভাবিকভাবে অন্যের নাম ভাঙিয়ে প্রচার চালাতে প্রকৃত ডিজাইনারের প্রতিভা আড়ালে চলে যাবে। সেটা কখনই মেনে নেবেন না টেলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য।
আরও পড়ুন 'একজন অচেনা মানুষ শুধুমাত্র...', আইবুড়ো ভাতের ছবি শেয়ার করে আবেগপ্রবণ শ্বেতা