/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/sabaash-mithu-759.jpg)
মিতালি রাজের চরিত্রে তাপসী পান্নু।
ভারতীয় মহিলা ক্রিকেট টিমের অধিনায়ক মিতালি রাজ। তারই বায়োপিক 'সাবাশ মিঠু'। এদিন মুক্তি পেল ছবি ফার্স্ট লুক। ছবিতে তাপসী পান্নুকে দেখা যাবে মিতালি রাজের ভূমিকায়। পোস্টারে একাগ্র চিত্তে ব্যাট চালাতে দেখা গেল তাপসীকে। টুইটারে ছবির পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ''নীল পরিহিত মেয়ের উঠে দাঁড়ানোর সময়! সাবাশ মিঠু-র ফার্স্টলুক।''
বছর ৩৭-এর মিতালি রাজ গতবছর টি২০ থেকে অবসর নিয়েছেন। তবে এখনও তিনি, একদিনের আন্তর্জাতিক খেলার অধিনায়ক।
Time to stand up for the Women in Blue! Presenting the first look of #ShabaashMithu. A Viacom18 Studios film @M_Raj03@taapsee@rahuldholakia@priyaavenpic.twitter.com/D6qy55NS4w
— Ajit Andhare (@AndhareAjit) January 29, 2020
আরও পড়ুন, দোলনের সঙ্গে মালাবদল করেই জিভ কেটেছিলেন দীপঙ্কর, কেন?
এর আগে তাপসী পান্নুও শেয়ার করেছেন ছবির ফার্স্টলুকের টিজার। রাহুল ঢোলাকিয়ার পরিচালনায় 'সাবাশ মিঠু' ছবিতে দেখা যাবে তাপসী পান্নুকে। এর আগে শাহরুখ খানের 'রইস' ছবির পরিচালক ছিলেন রাহুল।
“I have always been asked who’s your favourite male cricketer but you should ask them who their favourite female cricketer is.” The statement that made every cricket lover pause n introspect that do they love the game or the gender playing it.@M_Raj03 you are a ‘Game Changer’ pic.twitter.com/2VlxYpXmSM
— taapsee pannu (@taapsee) January 29, 2020
আরও পড়ুন, আতরঙ্গি রে: জুটি বাঁধছেন অক্ষয়, সারা, ধনুস
তাপসীর টুইটের জবাব দেন মিতালি রাজও। বড়পর্দায় তাপসীর শেষ ছবি 'ষান্ড কি আঁখ'। 'সাবাশ মিঠু' মুক্তি পাচ্ছে ২০২১ সালে ৫ ফেব্রুয়ারী।