'সাবাশ মিঠু' মিতালি রাজের ভূমিকায় তাপসী পান্নু

রাহুল ঢোলাকিয়ার পরিচালনায় 'সাবাশ মিঠু' ছবিতে দেখা যাবে তাপসী পান্নুকে। এর আগে শাহরুখ খানের 'রইস' ছবির পরিচালক ছিলেন রাহুল।

রাহুল ঢোলাকিয়ার পরিচালনায় 'সাবাশ মিঠু' ছবিতে দেখা যাবে তাপসী পান্নুকে। এর আগে শাহরুখ খানের 'রইস' ছবির পরিচালক ছিলেন রাহুল।

author-image
IE Bangla Web Desk
New Update
sabaash mithu

মিতালি রাজের চরিত্রে তাপসী পান্নু।

ভারতীয় মহিলা ক্রিকেট টিমের অধিনায়ক মিতালি রাজ। তারই বায়োপিক 'সাবাশ মিঠু'। এদিন মুক্তি পেল ছবি ফার্স্ট লুক। ছবিতে তাপসী পান্নুকে দেখা যাবে মিতালি রাজের ভূমিকায়। পোস্টারে একাগ্র চিত্তে ব্যাট চালাতে দেখা গেল তাপসীকে। টুইটারে ছবির পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ''নীল পরিহিত মেয়ের উঠে দাঁড়ানোর সময়! সাবাশ মিঠু-র ফার্স্টলুক।''

Advertisment

বছর ৩৭-এর মিতালি রাজ গতবছর টি২০ থেকে অবসর নিয়েছেন। তবে এখনও তিনি, একদিনের আন্তর্জাতিক খেলার অধিনায়ক।

আরও পড়ুন, দোলনের সঙ্গে মালাবদল করেই জিভ কেটেছিলেন দীপঙ্কর, কেন?

Advertisment

এর আগে তাপসী পান্নুও শেয়ার করেছেন ছবির ফার্স্টলুকের টিজার। রাহুল ঢোলাকিয়ার পরিচালনায় 'সাবাশ মিঠু' ছবিতে দেখা যাবে তাপসী পান্নুকে। এর আগে শাহরুখ খানের 'রইস' ছবির পরিচালক ছিলেন রাহুল।

আরও পড়ুন, আতরঙ্গি রে: জুটি বাঁধছেন অক্ষয়, সারা, ধনুস

তাপসীর টুইটের জবাব দেন মিতালি রাজও। বড়পর্দায় তাপসীর শেষ ছবি 'ষান্ড কি আঁখ'। 'সাবাশ মিঠু' মুক্তি পাচ্ছে ২০২১ সালে ৫ ফেব্রুয়ারী।

bollywood movie