Anindita Roychowdhury Thakurpukur Case: ভিক্টোর সঙ্গে ৫ বছরের সম্পর্ক, ঠাকুরপুকুরকাণ্ডে লজ্জিত 'প্রাক্তন' অনিন্দিতা

Anindita Roychowdhury: একটা সময় দীর্ঘদিন ভিক্টো দাসের সঙ্গে সম্পর্কে ছিলেন অনিন্দিতা রায়চৌধুরী। কিন্তু, মদ্যপ অবস্থায় প্রাক্তনের গাড়ি চাপা দিয়ে নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়ায় সোচ্ছ্বার অভিনেত্রী।

Anindita Roychowdhury: একটা সময় দীর্ঘদিন ভিক্টো দাসের সঙ্গে সম্পর্কে ছিলেন অনিন্দিতা রায়চৌধুরী। কিন্তু, মদ্যপ অবস্থায় প্রাক্তনের গাড়ি চাপা দিয়ে নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়ায় সোচ্ছ্বার অভিনেত্রী।

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
মদ্যপ অবস্থায় প্রাক্তনের গাড়ি চাপা দিয়ে নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়ায় সোচ্ছ্বার অভিনেত্রী।

মদ্যপ অবস্থায় প্রাক্তনের গাড়ি চাপা দিয়ে নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়ায় সোচ্ছ্বার অনিন্দিতা

Anindita Roychowdhury And Victo Das: বাংলা মেগা 'ভিডিও বৌমা'-র পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টোর মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং একজনের প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় তোলপাড় তিলোত্তমা। স্কুল পড়ুয়া থেকে অফিসযাত্রী প্রায় প্রত্যেকের মুখেই ভিক্টোর নাম। পরিচালক হিসেবে যত না পরিচিত ছিলেন, ঠাকুরপুকুরের ঘটনায় লাইমলাইটে চলে এসেছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে একাধিক পোস্ট। ইন্ডাস্ট্রির একাংশ থেকে নাগরিকসমাজ, প্রায় প্রত্যেকেই নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন। এরমাঝেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীর একটি পোস্ট সকলের নজর কেড়েছেন। তিনি বক্তব্য সত্যিটা প্রকাশ্যে আসবেই। সত্যি কখনও চাপা থাকে না। 

Advertisment

ঠাকুরপুকুর কাণ্ডের জের-এর মাঝে অনিন্দিতার পোস্ট নিয়ে জোর চর্চা। সুদীপ ও একমাত্র সন্তানকে নিয়ে সুখের সংসার অনিন্দিতার। কিন্তু, একটা সময়ে ভিক্টো দাসের সঙ্গে সম্পর্কে ছিলেন। ঠাকুরপুকুর দুর্ঘটনা কোনওভাবে অনিন্দিতার মনে অতীতকে নাড়া দিল? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে এই প্রশ্ন করলে অভিনেত্রী বলেন, 'ওটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত একটা পোস্ট। আমার অতীতের সঙ্গে এর কোনও যোগ নেই। আর আমি সোশ্যাল মিডিয়া পোস্টের সঙ্গে ব্যক্তিগতজীবনকে একেবারেই গুলিয়ে ফেলতে চাই না।' অনিন্দিতার কণ্ঠেও শোনা গেল প্রতিবাদী সুর। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভিক্টো এখন বিচারাধীন। তাই এই বিষয়ে আপাতত কোনও মন্তব্য করতে নারাজ।

আরও পড়ুন: 'বিপ্লবী দাদা দিদিমণিদের বিপ্লবী নাচগান কোথায়'? ঠাকুরপুকুর কাণ্ডে টলিপাড়াকে তোপ কুণালের

অনিন্দিতার কথায়, 'যে দোষী সে এখন পুলিশি হেফাজতে। তাঁর সঙ্গে যাঁরা সমান দোষের ভাগীদার তাঁদের শাস্তিও কাম্য। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো কখনই উচিত নয়। একজন নিরীহ মানুষ মারা গিয়েছেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।' অতীতে কখনও এইরকম মদ্যপ অবস্থায় প্রাক্তনের কোনও কাজ তাঁকে বিচলিত করেছে? এই প্রসঙ্গে অনিন্দিতার সাফ জবাব, 'পাঁচ বছর সম্পর্কে ছিলাম। আমি যখন ওঁর সঙ্গে ছিলাম এমন উদ্ধত্য কোনও কিছু দেখিনি। তবে আবারও একটা কথা বলতে চাই আমার ফেসবুক পোস্টের সঙ্গে এই ঘটনার বিন্দুমাত্র যোগাযোগ নেই।'

Advertisment

আরও পড়ুন: ক্ষমতাশালী হলে শাস্তি মুকুব আর না হলে পাড়ার তৃণমূলের গুণ্ডারা থ্রেট করবে: চন্দন সেন

Thakur pukur Car Accident Anindita Raychaudhury Bengali Television Bengali Serial Bengali serial TRP Bengali Film Bengali Cinema Bengali Actress Bengali Film Industry