Advertisment

অস্কারজয়ী 'প্যারাসাইট' বিজয়ের তামিল ছবির কপি! শোরগোল ফ্যানেদের

Parasite: ১০ ফেব্রুয়ারি অস্কার মঞ্চে ইতিহাস রচনা করেছে 'প্যারাসাইট'। কিন্তু তামিল দর্শকের একাংশ বলছেন ১৯৯৯ সালের একটি তামিল ছবির সঙ্গে নাকি প্রচুর মিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Tamil fans claim Oscar winner Parasite is a copy of Vijay's 1999 release

বাঁদিকে 'প্যারাসাইট' ছবির পোস্টার ও ডানদিকে বিজয়ের ছবি সোশাল মিডিয়া থেকে সংগৃহীত।

দক্ষিণ কোরিয়ার ছবি 'প্যারাসাইট' এদেশের মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে জানুয়ারির শেষদিকে। ১০ ফেব্রুয়ারি সেরা ছবি-সহ চারটি অস্কার পেয়েছে বং জুন-হো পরিচালিত এই ছবি। তার পরেই ছবিটি দেখার হিড়িকও পড়ে গিয়েছে বেশি করে। হঠাৎ করেই তামিলনাড়ুর বেশ কিছু দর্শক ছবিটি দেখার পরে দাবি করতে শুরু করেছেন যে 'প্যারাসাইট' আসলে সুপারস্টার বিজয়-এর ২০ বছর আগেকার একটি ছবির রিমেক।

Advertisment

১০ ফেব্রুয়ারি রাত থেকেই টুইটারে তামিল দর্শক ও বিজয়ের ফ্যানেরা এই নিয়ে শোরগোল তুলেছেন। কেউ সরাসরি 'প্যারাসাইট'-কে কপি ছবি বলে অভিহিত করেছেন। কেউ বলেছেন যে দুটি ছবির গল্পে অদ্ভুত মিল রয়েছে আবার বিজয়ের ডাই-হার্ড ফ্যানেদের মধ্যে কেউ এমনও লিখেছেন যে বিজয়ের ছবিরই রিমেক অস্কার পেয়েছে যখন, তখন সেটা ঘুরেফিরে বিজয়েরই কৃতিত্ব!

Tamil fans claim Oscar winner Parasite is a copy of Vijay's 1999 release তামিল ছবি 'মিনসারা কন্না'-র পোস্টার।

আরও পড়ুন: ‘প্যারাসাইট’-এর অস্কার জয় কেন এত গুরুত্বপূর্ণ

এমন নানাবিধ টুইটে ভরে গিয়েছে নেটপাড়া। অনেকে অবশ্য ওই সব টুইটের উত্তরে লিখেছেন যে বিষয়টা নিছকই কাকতালীয় এবং প্যারালাল থিঙ্কিং। বং জুন-হো তামিল ছবি থেকে কপি-টপি কিছু করেননি।

আরও পড়ুন, বিষয় ‘ছপাক’, রাজস্থান বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব বয়কট বিরোধীদের

তামিল সুপারস্টার বিজয় অভিনীত 'মিনসারা কন্না' মুক্তি পেয়েছিল ১৯৯৯ সালে। নায়িকার ভূমিকায় ছিলেন মোনিকা ক্যাসেলিনা। ছবির গল্পটা মোটামুটি এই রকম যে গরিব ঘরের ছেলে কন্নন এক কোটিপতির মেয়ের প্রেমে পড়ে। নায়ক বুদ্ধি করে নায়িকার বডিগার্ড হয়ে ঢুকে পড়ে ওই বাড়িতে।

Tamil fans claim Oscar winner Parasite is a copy of Vijay's 1999 release সরগরম টুইটার।

আরও পড়ুন, সারা-অক্ষয়-ধনুশ নতুন ছবিতে, শুটিং শুরু তাড়াতাড়ি

তার পরে নায়কের আর দুই ভাইবোনও তার গ্র্যান্ড প্ল্যানকে সফল করতে ওই বাড়িতেই কাজের লোক হয়ে এন্ট্রি নেয়। এর পরে গল্প আর কোন দিকে যেতে পারে? শেষে নায়ক-নায়িকার মিলন আর ফ্যামিলি পিকচার। তামিল দর্শকের একাংশের দাবি, 'প্যারাসাইট'-এর গল্পেও এই ছদ্মবেশে বড়লোকের বাড়িতে কাজে ঢুকে পড়ার একটা ব্যাপার আছে অর্থাৎ এটি বিজয়ের ছবির কপি অথবা ওই ছবিটি দ্বারাই অনুপ্রাণিত।

বং জুন-হো-র 'প্যারাসাইট' ছবিতে ওই তামিল ছবির মতো কোনও মধুরেণ সমাপয়েৎ নেই। দুটি ছবির ট্রিটমেন্ট সম্পূর্ণ আলাদা। কিন্তু বিজয়ের ফ্যানেরা সে সব কথা শুনতে নারাজ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Oscar
Advertisment