/indian-express-bangla/media/media_files/2025/08/25/cats-2025-08-25-13-11-32.jpg)
ক্যানসার আক্রান্ত তন্নিষ্ঠা
Bengali Actress stage 4 oligo metastatic cancer: তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়, বাঙালি হিন্দু পরিবারের মেয়ে। হিন্দি সিনেমা ও বেশ কিছু স্বাধীন ইংরাজি ছবিতে অভিনয় ও পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে পায়ের নীচের মাটি শক্ত করেছেন তন্নিষ্ঠা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় ক্যানসারের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানান, বিগত আট মাস আগে স্টেজ–৪ ওলিগো মেটাস্ট্যাটিক ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানতে পেরেছিলেন। অভিনেত্রীর বাবাও ক্যানসারে আক্রান্ত ছিলেন। জীবন-মৃত্যুর লড়াইয়ে বাবাকে হারান তন্নিষ্ঠা। এর কিছুদিন পরই জানতে পারেন তিনি নিজেও এই মারণরোগে আক্রান্ত। তখন থেকেই জীবনের নতুন লড়াই শুরু। তবে তন্নিষ্ঠা কিন্তু, যন্ত্রণা ভাগ করার চেয়ে বেশি সাহসীকতা ও মনোবলের কথা বলেছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ক্যানসারের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন। অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় লিখেছেন, 'শেষ আটটা মাস আমার জীবনের অন্যতম কঠিন সময়। বাবাকে ক্যানসারে হারানোর কিছুদিন পর আমার নিজের স্টেজ–৪ ওলিগো মেটাস্ট্যাটিক ক্যানসারের কথা জানতে পারলাম। কিন্তু এই পোস্টটা ব্যথা বা যন্ত্রণার নয় বরং ভালোবাসা আর শক্তির। এর থেকে খারাপ আর কী হতে পারে, ৭০ বছরের মা আর ৯ বছরের মেয়ে দু'জনেই পুরোপুরি আমার উপর নির্ভরশীল।'
এই কঠিন সময়ে বন্ধু ও পরিবারের তরফে ভালোবাসা ও সহানুভূতির কথা উল্লেখ করেছেন অভিনেত্রী তন্নিষ্ঠা। তিনি লিখেছেন, 'কঠিন সময়ে আমাকে কাঠের মানুষরা ভালোবাসায় বেঁধে রেখেছিলেন। আমার বন্ধুরা আর পরিবারই প্রকৃতঅর্থে হাসি ফিরিয়ে দিয়েছে।' পোস্টে তিনি দিব্যা দত্ত, লারা দত্ত, শাবানা আজমি, বিদ্যা বালান, তানভি আজমি, কঙ্কনা সেনশর্মা সহ একাধিক অভিনেত্রীর সঙ্গে তোলা ছবি শেয়ার করে লিখেছেন, 'এআই আর রোবটের জমানায় এই পৃথিবীতে আজ আমাকে বাঁচিয়ে রেখেছে মানুষদের সহানুভূতি। তাদের উপস্থিতি, তাদের মানবিকতা, সহানুভূতি আবার আমাকে নতুন জীবন দিচ্ছে। চিয়ার্স টু উইমেন ফ্রেন্ডশিপস, সেই বন্ধুত্বের জন্য যেটা আমাকে অফুরন্ত ভালবাসা, সহানুভূতি আর শক্তি দিয়ে ঘিরে রেখেছে।'
আরও পড়ুন 'এখন আর কেউ আমাকে...', ক্যানসার আক্রান্ত হওয়ার পর কোন মনোকষ্টে দিন কাটছে হিনার?
তন্নিষ্ঠার এই সাহসিকতা ও মনোবলকে কুর্নিশ জানিয়েছেন বহু সহ-অভিনেতা। দিয়া মির্জা লিখেছেন, 'আমরা তোমায় ভালবাসি Tan Tan। তুমি আমাদের যোদ্ধা রাজকুমারী।' কঙ্কনা সেনশর্মা কমেন্ট করেছেন, 'তুমি ভীষণ অনুপ্রেরণাদায়ক। ভালবাসা রইল।' অভয় দেওল লিখেছেন, 'ভালবাসা পাঠালাম Tan।' আর অভিনেত্রী সুনীতা রাজওয়ার লিখেছেন, 'তোমায় বন্ধু ভেবে গর্বিত। ভালবাসা আর শুভেচ্ছা।'
আরও পড়ুন 'না পারি একটু কোলে নিতে না পারি খেলতে', একরত্তির জন্য চোখে জল দীপিকার