Advertisment
Presenting Partner
Desktop GIF

Anindya Chatterjee Injury : হাত-পা কেটে একেবারে রক্তারক্তি কাণ্ড! কী হল 'গাঁটছড়া'-র অনিন্দ্যর?

Anindya Chatterjee : হাত পা কেটে রক্ত বেরচ্ছে। সমাজমাধ্যমের পেজে সেই ছবি ভাগ করে নিয়েছেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। কী হয়েছে কাজল নদীর জলে-র অনিন্দ্যর?

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
 কী হল 'গাঁটছড়া'-র অনিন্দ্যর?

কী হল 'গাঁটছড়া'-র অনিন্দ্যর?

Anindya Chatterjee Leg And Hand Injury : বাংলা সিরিয়াল থেকে সিনেমা, অত্যন্ত পরিচিত মুখ অনিন্দ্য চট্টোপাধ্যায়। ধারাবাহিকে ভিলেনের ভূমিকায় তাঁর জুড়ি মেলা ভার। এছাড়াও বেশ বাংলা সিনেমাতেও কাজ করেন অনিন্দ্য। সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয় অভিনেতা। ২৬ নভেম্বর ফেসবুক স্টোরিতে রক্তারক্তি অবস্থার একটি ছবি পোস্ট করেছেন। হাতের কনুই-হাঁটুতে একাধিক চোট। ফিনকি দিয়ে রক্ত বেরচ্ছে। সেই অবস্থায় ছবি পোস্ট করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। তাঁর একটা ফ্যান ফলোয়ার্সও আছে। তাই ছবি দেখে বেশ চিন্তিত অনিন্দ্য-র ভক্তরা। আচমকা কী হল অভিনেতার?

Advertisment

অনিন্দ্য চট্টোপাধ্যায় অবশ্য নিজেই তাঁর এই অবস্থার কারণ জানিয়েছেন। এটা বিশেয়, কোনও বড়সড় দুর্ঘটনার চিহ্ন নয়। সাইকেল চালানোর দাগ। হ্যাঁ, রেসিং সাইকেল চালাতে গিয়েই আঘাত পেয়েছেন। সাইকেল চালানোর একটি ছোট্ট ভিডিও-ও সমাজমাধ্যমের পেজে পোস্ট করেছেন অনিন্দ্য।

হাত-পায়ের ছবি পোস্ট করে নিজেই লিখেছেন, 'এই চোট একজন সাইকেল আরোহীর।' প্রসঙ্গত, রবিবার থেকেই সাইকেল রেসের ভিডিও সমাজমাধ্যমের পেজে শেয়ার করছিলেন অনিন্দ্য। রবিবার একটি রিল ভিডিও শেয়ার করে লিখেছিলেন, 'সানডে মর্নিং' । ফাঁকা রাস্তা দিয়ে সাই সাই করে ছুটছে সাইকেল। এছাড়াও আরও দুটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা।

তবে চোটের কারণ বিশ্লেষণ করায় যে স্বস্তিতে অনিন্দ্যর ভক্তরা সে কথা বলাইবাহুল্য। উল্লেখ্য, গাঁটছড়া ধারাবাহিকের পর কাজল নদীর জলে-র মাধ্যমে ফের ছোট পর্দায় ফিরেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। ত্রিকোণ প্রেমের গল্প অবলম্বণে তৈরি এই ধারাবাহিকে রয়েছেন মৈনাক ও অরুণিমা। ইচ্ছে পুতুলের পর এই সিরিয়ালে দেখা যাচ্ছে মৈনাককে। অন্যদিকে মন দিতে চাই-এর পর কাজল নদীর জলে আরও একবার অরুণিমাকে দেখে খুশি বাংলা মেগার দর্শক।  

আরও পড়ুন:ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ, মাননীয়া মুখ্যমন্ত্রী হয়ত সবটা জানেন না : অয়ন সেনগুপ্ত

 

Bengali Serial Bengali Film Industry Bengali Television Bengali Film Bengali Actor Anindya Chatterjee
Advertisment