Gourab Tapadar : 'দায়িত্ব পালনের সঙ্গে ব্যর্থতার দায়ও নিতে হবে', আন্তর্জাতিক পুরুষ দিবসে অকপট কনটেন্ট ক্রিয়েটর গৌরব

International Men's Day : আন্তর্জাতিক পুরুষ দিবসে একজন সফল পুরুষ হিসেবে নিজের ভাবনা ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে জানালেন কনটেন্ট ক্রিয়েটর গৌরব তপাদার।

International Men's Day : আন্তর্জাতিক পুরুষ দিবসে একজন সফল পুরুষ হিসেবে নিজের ভাবনা ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে জানালেন কনটেন্ট ক্রিয়েটর গৌরব তপাদার।

author-image
Kasturi Kundu
New Update
 আন্তর্জাতিক পুরুষ দিবসে কী বললেন গৌরব?

আন্তর্জাতিক পুরুষ দিবসে কী বললেন গৌরব?

Gourab Tapadar On International Men's Day : 'আমাদের এই সমাজটাকে পুরুষতান্ত্রিক সামজ বলেই ছোট থেকে জেনে এসেছি।  এর অর্থ সমাজের উপর পুরুষের একটা বিশাল দায়িত্ব রয়েছে। পুরো বিষয়টাকে কন্ট্রোল করতে হচ্ছে। একইসঙ্গে যখন কোনও ভুল হয় বা ব্যর্থতা আসে সেই দায়ও কিন্তু, পুরুষের উপরই বর্তায়। তবে বর্তমান পরিস্থিতিতে এমন অনেক ঘটনা ঘটে যেখানে হয়ত পুরুষের কোনও ভুলই নেই তবুও তাঁর উপর দায় চাপিয়ে দেওয়া হয়। আর সেটা খুব সহজেই সকলের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। এভাবে পুরুষতান্ত্রিক সমাজের পুরুষদেরও কোণঠাসা করা হয়'। 

Advertisment

'সব পুরুষদের ক্ষেত্রে যে এটা হয় এমনটা নয়। আমার মতে, প্রতিটি পুরুষের নিজের একটা পার্সোনালিটি থাকা দরকার। সিলেকশনের প্রতি দক্ষতা থাকা দরকার। আমি কিন্তু, আমার জীবনের দুই নারী, মা-স্ত্রীকে নিয়ে গর্বিত। আমি তাঁদের প্রকৃত সম্মান দিতে জানি। এটাই তো প্রতিটি পুরুষের ক্ষেত্রেই প্রযোজ্য। এর মাঝেও পুরুষদের কোণঠাসা করার প্রবণতা রয়েই যাবে'। 

Advertisment

একটা ছেলে একদিকে যেমন কোনও বিপর্যস্ত নারীকে রক্ষা করে আবার উলটো দিকে অসুরও হয়ে ওঠে। আরজি কর কাণ্ড শুধু নারী নির্যাতন নয়, এটা সমাজিক রোগ। পুরুষতান্ত্রিক সমাজের পুরুষরা যদি নিজেদের কন্ট্রোল করতে পারে তাহলে সমাজটা সুন্দর হয়ে উঠতে পারে'। 

'বাড়িতে যখন নতুন কোনও অতিথি আসে, যেমন আমি বিয়ে করে স্ত্রীকে নিয়ে এসেছি। সেখানে সেও কিন্তু, পুরুষতান্ত্রিক সমাজের অংশ। আবার মা-ও সেই একই সমাজের অন্তর্গত। বিষয়টা হল দৃষ্টিভঙ্গির। নারীকে কী ভাবে সম্মান করা উচিত। সকলে যদি হাতে হাত রেখে চলে তাহলেই কিন্তু, কোনও সমস্যা থাকে না। এইরকম একটা পরিবেশ তো ভাবনাতেই আবদ্ধ থেকে যাবে। বাস্তবায়িত কোনওদিন হবে কিনা সেটা বিরাট প্রশ্ন'। 

আরও পড়ুন: ধর্ষণ দুপক্ষেরই হতে পারে তবে অপরাধপ্রবণতা পুরুষদের অনেক বেশি থাকে : সুজয় প্রসাদ

Bengali News Bengali News Today