Advertisment
Presenting Partner
Desktop GIF

Indrasish Roy And Souravi Tarafdar : 'বিচ্ছেদর পরও আজীবন বন্ধুত্ব থাকবে', ইন্দ্রাশিষের জন্মদিনে আদুরে শুভেচ্ছা প্রাক্তন স্ত্রীর

- Indrasish Roy And Souravi Tarafdar Breakup : বিচ্ছেদের পরও বন্ধুত্ব অটুট। ইন্দ্রাশিষকে জন্মদিনের শুভেচ্ছাবার্তায় বিষয়টি আরও একবার স্পষ্ট করলেন প্রাক্তন স্ত্রী সুরভী। কী লিখেছেন পোস্টে?

author-image
Kasturi Kundu
New Update
ইন্দ্রাশিষের জন্মদিনে আদুরে শুভেচ্ছা প্রাক্তন স্ত্রীর

ইন্দ্রাশিষের জন্মদিনে আদুরে শুভেচ্ছা প্রাক্তন স্ত্রীর

Indrasish Roy Birthday : বলিউড থেকে টলিউড, ,সর্বত্রই বিয়ে ভাঙার গুঞ্জন। অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, ইন্দ্রাশিষের সুখের সংসার নাকি এখন তাসের ঘর। আলাদা হয়েছে স্বামী-স্ত্রীর পথ। দীর্ঘ ১০ বছর সৌরভী তরফদারের সঙ্গে প্রেম করেছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতা। ২০২১-এ চার হাত এক করে নতুন জার্নি শুরু করেন ইন্দ্রাশিষ-সুরভী। গত বছরও তাঁদের বিয়ে ভাঙার শোনা গিয়েছিল। কিন্তু, সেই সময় অভিনেতা জানিয়েছিলেন তাঁরা সুখে সংসার করছেন। কিন্তু, তারপরই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। বিষয়টা একপ্রকার গোপন রেখেছেন তাঁরা। 

Advertisment


কিন্তু, সৌরভীর পোস্ট তো বিচ্ছেদের কথাই উসকে দিল। তাঁদের ডিভোর্সেরই ইঙ্গিত মিলেছে সুরভীর পোস্টে। ১৫ নভেম্বর, ইন্দ্রাশিষকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে 'বন্ধু' বলে সম্বোধন করেছেন। শুধু তাই নয়, বিচ্ছেদের পর বন্ধুত্ব থাকতে পারে এই কথাটার মধ্যেই যেন লুকিয়ে রয়েছে রহস্য। এক নজরে দেখে নেওয়া যাক, ইন্দ্রাশিষকে জন্মদিনের শুভেচ্ছাবার্তায় যুগলের ছবি শেয়ার করে ফেসবুক পোস্টে কী লিখলেন সুরভী তরফদার। 


তিনি লিখেছেন, 'শুভ জন্মদিন ইন্দ্রাশিষ! আশা করি তোমার প্রতিভার আরও বিচ্ছুরণ ঘটুক। শরীর ভাল থাকুক। আর তোমার জোকসগুলে আরও উন্নত হোক। আরও একটা নতুন বছরের ডজন্য তোমাকে শুভেচ্ছা। আজীবন যেন বন্ধুত্বটা এভাবেই থেকে যায়!' পোস্টের শেষে একটা লাভ ইমোজি। অপর একটি পোস্ট শেয়ার করে সুরভী লেখেন, 'সম্পর্ক বদলে যায়, কিন্তু, প্রকৃত বন্ধুত্ব কখনও বদলায় না।'

বিবাহবিচ্ছেদ কোনও পরিবারেরই কাম্য নয়। সাধারণ মধ্যবিত্ত পরিবারে এই বিষয়গুলো মা-বাবার মনে চাপ সৃষ্টি করে বলেই বিষয়টাকে আড়ালে রেখেছেন। তাঁদের বিচ্ছেদ হলেও, বন্ধুত্ব এখনও রয়েছে। আজীবন এই বন্ধুত্ব থাকবে বলেই আশাবাদী প্রাক্তন দম্পতি।

দুজনেই বর্তমানে জীবনে নিজেদের মতো করে এগিয়ে গিয়েছেন। হর গৌরী পাইস হোটেলে শেষবার ইন্দ্রাশিসকে  ছোটপর্দায় দেখা গিয়েছিল। পায়ের সমস্যার জন্য তিন মাসের লম্বা বিরতিতে রয়েছেন তিনি। ধারাবাহিকের পাশাপাশি সিনেমাতেও কাজ করেন ইন্দ্রাশিষ। সর্বত্রই তাঁর অভিনয় দর্শকের মন জয় করে। 

আরও পড়ুন: মদ-মাংস-হিংসার প্রচার নয়, শোয়ের আগেই আইনি গেরোয় দিলজিৎ

Bengali Serial Bengali Cinema Bengali Film Bengali Actor Bengali Hero
Advertisment