Payel Deb Wedding: ছোট পর্দার পরিচিত মুখ পায়েল দেব। একাধিক বাংলা ধারাবাহিকে নানা চরিত্রে তাঁর অভিনয় বারবার দর্শকের মন জয় করে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই 'রাঙা বউ' -এর সীমন্তিনীকে দেখা যাবে বাস্তবে রাঙা বউয়ের সাজে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবারই মনের মানুষ শিখর টন্ডনের সঙ্গে বাঙালি ও পঞ্জাবি মতে বিয়ে সারছেন টেলি অভিনেত্রী পায়েল দেব।
বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার আগে গায়ে হলুদের ছবি শেয়ার করলেন ব্রাইড টু বি পায়েল দেব। উজ্জ্বল হলুদ লেহেঙ্গা, হাতে গাছকৌটো আর সানগ্লাসে গায়ে হলুদের অনুষ্ঠানে ক্যামেরায় পোজ। ফুলের গয়নায় পায়েলকে দেখে মুগ্ধ তাঁর ভক্তরা। হবু স্ত্রীর ড্রেসের সঙ্গে ম্যাচিং করে হলুদ-সাদা কম্বিনেশনের পায়জামা-কুর্তা পরেছেন শিখর। যুগলের মিষ্টি মুহূর্তকে ক্যামেরাবন্দি করেছেন সায়ন্তন দত্ত।
কমেন্ট বক্সজুড়ে জুড়ে শুভেচ্ছার বন্যা। ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুগামীরা। নতুন জীবনের শুভকামনা করেছেন শুভাকাঙ্খীরা। বিয়ের মন্ডপে নববধূর সাজে পায়েল দেবকে দেখার জন্য অপেক্ষায় ফ্যানেরা। ছোট পর্দায় বিয়ের সাজে পায়েলকে দেখলেও বাস্তবে পায়েলকে কেমন লাগে সেটা দেখতে মুখিয়ে রয়েছেন অভিনেত্রীর ভক্তরা। বিয়েতে কেমন সাজবেন পায়েল?
ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে পায়েল বলেছিলেন, 'এনগেজমেন্টে আমি গরারা পরছি। এটা পাকিস্তানি ওয়েডিংয়ের একটা পার্ট। আমার শ্বশুরবাড়ি পঞ্জাবি। কিন্তু, পূর্বপুরুষের বাড়ি লাহোরে, তবে মুসলিম নয়। পিওর পঞ্জাবি। সেই জন্যই আমি এই ড্রেসটা বেছেছি। বিয়েতে আদ্যোপান্ত বাঙালি সাজেই আমাকে দেখবে। বেনারসি, শোলার মুটুক, লাল চেলি যাবতীয় সব থাকবে। শাঁখা-পলার সঙ্গে শ্বশুরবাড়ির নিয়ম অনুসারে চূড়া পরতে হবে। আর রিসেপশন একদন ঘরোয়াভাবে হবে।
আরও পড়ুন: বিয়ের ব্যস্ততার মাঝে কী ভাবে সিনেমার শ্যুটিং? বাগদান টু রিসেপশনের সাজ কেমন? অকপট পায়েল
বিয়ের আগে ধারাবাহিক থেকে ছুটি নিয়েছেন পায়েল। রাজর্ষি দে-র আপকামিং ছবি 'ও মন ভ্রমণ'-এ শ্যুটিং শেষ করেছেন। সেই প্রসঙ্গে পায়েল বলেছিলেন, 'কাজের জায়গা তো বন্ধ করলে চলে না। সবকিছু সামলে কাজটা করতেই হয়। এখানে আমার ছোট একটা চরিত্র রয়েছে। তাই খুব বেশি সময় দিতে হয়নি। তিন থেকে চারদিন শ্যুটিং করেছি। সেই জন্য অসুবিধা হয়নি। এখন তো সিরিয়াল থেকে ছুটি নিয়েছি। সেই জন্য সময়টা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে।