Payel Deb: ছোট পর্দার পরিচিত মুখ পায়েল দেব। একাধিক বাংলা ধারাবাহিকে নানা চরিত্রে তাঁর অভিনয় বারবার দর্শকের মন জয় করে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার 'রাঙা বউ' -এর সীমন্তিনীকে দেখা গেল বাস্তবে রাঙা বউয়ের সাজে। লাল বেনারসি, মাথায় শোলার মুকুট, কপালে চন্দনের কল্কা, শাঁখা-পলা, পঞ্জাবি রীতি মেনে চূড়া আর গা ভর্তি গয়নায় সুসজ্জিত নববধূ পায়েল দেব। পঞ্জাবি ব্যবসায়ী শিখরের সঙ্গে বিবাহবন্ধনে বাঁধা পড়লেন অভিনেত্রী। চিত্রগ্রাহক সায়ন্তন দত্তের ক্যামেরায় ধরা পড়েছে শিখর-পায়েলের বিগ ডে-র সেই বিশেষ মুহূর্ত। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে আগেই পায়েল বলেছিলেন, বিয়ের দিন তাঁর সাজে থাকবে সাবেকিয়ানার ছোঁয়া।
সাদা পঞ্জাবি-কুর্তা, মাথায় পাগড়ি আর গলায় মালা পরে বরবেশে সকলের নজর কেড়েছেন শিখর। পায়েল-শিখরকে আশীর্বাদ করতে বিয়েবাড়িতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি মমতা বন্দ্যোপাধ্যায়কে নবদম্পতি নিজেরা আপ্যায়ন করে বিয়ের আসর পর্যন্ত নিয়ে যান। সেই মুহূর্তটাও ধরা পড়েছে চিত্রগ্রাহক সায়ন্তন দত্তের ক্যামেরার লেন্সে।
মনের মানুষ শিখর টন্ডনের সঙ্গে বাঙালি ও পঞ্জাবি মতে বিয়ে সারলেন টেলি অভিনেত্রী পায়েল দেব। ৪ ডিসেম্বর বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার আগে গায়ে হলুদের ছবি শেয়ার করেছেন পায়েল দেব। উজ্জ্বল হলুদ লেহেঙ্গা, হাতে গাছকৌটো আর সানগ্লাসে গায়ে হলুদের অনুষ্ঠানে ক্যামেরায় পোজ। ফুলের গয়নায় পায়েলকে দেখে মুগ্ধ তাঁর ভক্তরা। পায়েলের সঙ্গে ম্যাচিং করে হলুদ-সাদা কম্বিনেশনের পায়জামা-কুর্তা পরেছিলেন শিখর।
আরও পড়ুন: গায়ে হলুদে পায়েল-শিখরের টুইনিং, ছবি শেয়ার করতেই শুভেচ্ছায় ভাসলেন হবু দম্পতি
৭ ডিসেম্বর পায়েল-শিখরের বউভাতের অনুষ্ঠান। সেই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে অভিনেত্রী বলেছিলেন, 'রিসেপশন একদন ঘরোয়াভাবে হবে। আমার মায়ের ইচ্ছে ছিল বিয়ের দিন বৃদ্ধাশ্রমের দাদু-দিদাদের খাওয়াব। কিন্তু, ওই দিন একটু সমস্যা হওয়ার জন্য সেটা বউভাতের দিন ব্যবস্থা করেছি। ১০০ থেকে ১৫০ জন অতিথি নিমন্ত্রিত রয়েছেন। ওই দিনও আমি শাড়িই পরব'।