Rubel-Sweta:স্বপ্নপূরণের প্রথম ধাপে পা রেখেছেন। পরিজন-বন্ধুবান্ধব ও প্রিয়জনদের আশীর্বাদ ও ভালবাসা নিয়ে নতুন জীবনের প্রথম পদক্ষেপ রুবেলা দাস ও শ্বেতা ভট্টাচার্যের। গত রবিবার আংটি বদল করেছেন ছোট পর্দার এই 'পাওয়ার কাপল'। দীর্ঘ প্রেমের সম্পর্ক পরিণতি পাবে বিয়েতে। রুবেল-শ্বেতার শুভ পরিণয়ের অপেক্ষায় জুটির অনুগামীরা।
যমুনা ঢাকির সময় থেকেই টিভির পর্দায় রুবেল-শ্বেতার যুগলবন্দি পছন্দ হয়েছিল মেগার দর্শকের। এই ধারাবাহিকের সেটেই কাছাকাছি আসেন দুজনে। ধীরে ধীরে সম্পর্কের বাঁধন মজবুত হয়েছে। ছাদনাতলায় যাওয়ার দিন ক্রমশ এগিয়ে আসছে। তার আগে প্রি-ওয়েডিং শ্যুট সারলেন রুবেল-শ্বেতা।
কখনও টুইনিং তো কখনও আবার ভিন্ন পোশাকে প্রাক বিবাহ ফটোশ্যুটে নজর কাড়লেন রুবেল-শ্বেতা। আদরে -সোহাগে একে অপরের ভালবাসায় বুঁদ তারকা কাপল। শাড়ি থেকে ওয়েস্টার্ন সবতেই মাত দিয়েছেন শ্বেতা। অন্যদিকে পঞ্জাবিতে পারফেক্ট দেশি লুক রুবেলের।
/indian-express-bangla/media/post_attachments/e0ee55a4-f20.jpg)
ফটোশ্যুটের সেই সুন্দর মুহূর্ত পোস্ট করে শ্বেতা ক্যাপশনে লিখেছেন, 'সেই দিনটার অপেক্ষায় রয়েছি যতক্ষণ পর্যন্ত একসঙ্গে পথ চলা শুরু করছি। দুটি হৃদয়ের একটাই জার্নি।' ভালবাসা-শুভেচ্ছায় ভাসছেন টেলিপাড়ার হবু দম্পতি।
শ্বেতার পোস্টে তাঁর সহ অভিনেতা রণজয় বিষ্ণ লিখেছেন, 'এটা খুব ভাল। ভগবাম তোমাদের দুজনকে আশীর্বাদ করুক।' অস্মিতা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী সহ ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে শুভাকাঙ্খীরা রুবেল-শ্বেতার ফটোশ্যুটের তারিফ করেছেন।
/indian-express-bangla/media/post_attachments/eeeaf9f1-507.jpg)
সেই সঙ্গে আগামীর অগ্রিম শুভেচ্ছাও জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শ্বেতা বেশ সক্রিয়। জীবনের সুখ-দুঃখের মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন। আংটি বদল অনুষ্ঠানের ছবিও সমাজমাধ্যমের পেজে ভাগ করেছিলেন অভিনেত্রী।
চরিত্রের প্রয়োজনে বহুবার বধূর সাজে দেখা গিয়েছে শ্বেতাকে। অন্যদিকে বরবেশে টেলিভিশনের পর্দায় বরবেশে হাজির হয়েছেন রুবেল। এবার বাস্তবে স্বামী-স্ত্রী হিসেবে বৈবাহিক জীবন শুরু করবেন রুবেল-শ্বেতা। যমুনা ঢাকিতেও বর-বউয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। রিল রাইফের স্বামী-স্ত্রী থেকে রিয়েলের কাপল হয়ে ওঠার জার্নিটা যেন একেবারে রূপকথার গল্পের মতোই এগচ্ছে।
আরও পড়ুন: মন থেকে বিশ্বাস করতাম রুবেল ও আমি স্বামী-স্ত্রী হব: শ্বেতা ভট্টাচার্য