Rupsa Baby Bump: টেলি অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপের বিয়ে হয়ে উঠে ছিল টক অফ দ্য টাউন। প্রায় এক বছরের বেশি সময় বাগদান থেকে প্রিওয়েডিংয়ের রঙিন অনুষ্ঠানের সুন্দর মুহূর্তগুলো উঠে আসত সমাজমাধ্যমের পেজে। বিয়ের জাঁকজমক নেহাতই কিছু কম ছিল না। ৪ অক্টোবর সাত পাক ঘুরে স্বামী-স্ত্রী হিসেবে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেন।
একমাস পরই দেন আরও এক সুখবর। কেক হাতে নবদম্পতি বাচ্চাদের লালাপোশ-জুতো নিয়ে মা-বাবা হতে চলেছেন সেই ঘোষণা করেন। বিয়ের একমাসের মধ্যেই প্রেগন্যান্সির খবর শেয়ার করতেই মুখ বেঁকিয়েছিল নিন্দুকেরা। সেসব পাত্তা না দিয়ে আপাতত প্রেগন্যান্সি চেটেপুটে উপভোগ করছেন অভিনেত্রী।
ঢিলেঢালা জিন্সের সঙ্গে কালো টি-শার্টে 'আমার ভবিষ্যৎ লোডিং' লিখে বেবি বাম্প প্রদর্শন করেছিলেন রূপসা। এবার রক মিউজিকের তালে বাড়িতেই জমিয়ে নাচলেন। টি-শার্টের ফাঁকে উঁকি মারছে বেবি বাম্প। প্রেগন্যান্সিতে ছোট পর্দা থেকে দূরে থাকলেও বাড়িতে কিন্তু, একেবারে বিন্দাস মুডে মম টু বি রূপসা চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করতেই লাইক-কমেন্টের বন্যা।
নাচের ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, 'আমার বেবি বাম্পের সঙ্গেই ট্রেন্ডিং গানে নাচছি'। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যাচ্ছে শীতের সকালে স্বামীর বাহুডোরে আদুরে মুহূর্তে ধরা দিয়েছেন রূপসা। কালো রঙের শর্ট ড্রেসের উপর বাদামি রঙের লম্বা জ্যাকেট পরেছেন রূপসা। আর তাঁকে পিছন থেকে জাপটে ধরে রয়েছেন সায়নদ্বীপ।
ঠান্ডার মরশুমে লাভিডাভি ছবি পোস্ট করে লাভ ইমোজি দিয়ে রূপসা লেখেন, 'উইন্টার ইজ হেয়ার' যার বাংলা তর্জমা করলে হয়, এখন শীতকাল। দাম্পত্যের সুখের মুহূর্তগুলো প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রূপসা। কখনও সায়নদ্বীপের সঙ্গে ফুলসজ্জার রাতের রোম্যান্স তো কখনও আবার পিৎজার ছবি পোস্ট করে জানান,অন্তঃসত্ত্বা স্ত্রীর ক্রেভিং মেটানোতেও সিদ্ধহস্ত সায়নদ্বীপ।
আরও পড়ুন: 'আমার ভবিষ্যৎ লোডিং', শীতের সকালে বেবি বাম্পের ফটোশ্যুটে মম টু বি রূপসা