Rupsa Chatterjee baby Bump Photography : টেলি অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদ্বীপের বিয়ে এখন টক অফ দ্য টাউন। প্রায় এক বছরের বেশি সময় বাগদান থেকে প্রিওয়েডিংয়ের রঙিন অনুষ্ঠানের সুন্দর মুহূর্তগুলো উঠে আসত সমাজমাধ্যমের পেজে। বিয়ের জাঁকজমক নেহাতই কিছু কম ছিল না। ৪ অক্টোবর সাত পাক ঘুরে স্বামী-স্ত্রী হিসেবে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেন। তার একমাস পরই দেন আরও এক সুখবর। নবদম্পতি কেক হাতে বাচ্চাদের লালাপোশ-জুতো নিয়ে মা-বাবা হতে চলেছেন সেই ঘোষণা করেন। বিয়ের একমাসের মধ্যেই প্রেগন্যান্সির খবর শেয়ার করতেই তো সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ জানিয়েছেন শুভেচ্ছা তো কেউ আবার কটাক্ষ করেছেন। ট্রোলকে বুড়ো আঙুল দেখিয়ে এবার মেটারনিটি ফটোশ্যুটে মজলেন মম টু বি রূপসা।
ঢিলেঢালা জিন্সের সঙ্গে কালো টি-শার্ট। যেখানে লেখা, 'আমার ভবিষ্যৎ লোডিং'। একই ক্যাপশনে ছবি পোস্ট করেছেন রূপসা। বেবি বাম্পে ফোকাস করে ক্যামেরায় বিভিন্ন অ্যাঙ্গেলে পোজ হবু মায়ের। কখনও পাউট করে তো কখনও আবার বেবি বাম্পের সামনে হাত রেখে হৃদয়ের আকার দিয়ে পোজ দিয়েছেন রূপসা চট্টোপাধ্যায়। সোমের সকালে মন ভালো করা এই ছবিগুলো সমাজমাধ্যমের পেজে শেয়ার করেছেন উড বি মাম্মি। কমেন্ট বক্সেও শুভেচ্ছা জানিয়েছেন শুভাকাঙ্খীরা। প্রেগন্যান্সিটা একেবারে চেটেপুটে উপভোগ করছেন রূপসা।
আর এই সময় তাঁর সর্বক্ষণের সঙ্গী হাবি সায়নদ্বীপ। হবু মায়ের জন্য মনপসন্দ খাবারও বানাচ্ছেন রূপসার স্বামী। সোশ্যাল মিডিয়ায় সেই মিষ্টি মুহূর্তের ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। বাড়িতে বানানো পিৎজার ছবি নিয়ে সেলফিতে মজে রূপসা-সায়নদ্বীপ। উইকএন্ডে অর্থাৎ শনিবার রাতে একসঙ্গে এভাবেই কোয়ালিটি সময় কাটায়েছেন নবদম্পতি।
সম্প্রতি ফুলসজ্জার একটি রোম্যান্টিক ভিডিও-ও শেয়ার করেছিলেন রূপসা। কখনও প্রিয়তমাকে কাছে টেনে সোহাগ করছেন তো কখনও আবার ফুলসজ্জার রাতে বিশেষ উপহার হিসেবে পরিয়ে দিচ্ছেন গলার হার। স্বামী-স্ত্রীর সেই সুন্দর মুহূর্তটাকে সমাজমাধ্যমের পেজে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন টেলি অভিনেত্রী।
বউভাতের রাতে ফুলসজ্জার ভিডিও পোস্ট করে রূপসা লেখেন, 'এখন থেকে সব রাত তোমার-আমার'। এর আগে অভিনব স্টাইলে গোলাপী এবং নীল রঙের কেক কেটে নতুন সদস্য আসছে সেই আনন্দ ভাগ করে লিখেছিলেন, "আশা করছি, এবারের পর থেকে প্রতিটা শিশু দিবস আমাদের একদম অন্যরকম কাটবে এবং ভীষণ আনন্দের হবে এই দিনটা। কারণ, পরবর্তীতে একটি জুনিয়র আমাদের জীবনে আসতে চলেছে। জুনিয়র আসছে খুব শীঘ্রই। আপনাদের আশীর্বাদ এবং ভালবাসা দেবেন। আমরা সারাজীবনের জন্য রূপসায়নের বন্ধনে বেঁধে গিয়েছি।"
আরও পড়ুন:'উনি আমার গডফাদার', ১৭ বছর পর গ্র্যান্ড কামব্যাক, বনসালী প্রসঙ্গে আপ্লুত রণবীর