/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/WhatsApp-Image-2023-07-16-at-5.18.22-PM.jpeg)
'রামপ্রসাদ' সব্যসাচী চৌধুরী- এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
কথায় বলে, যত বয়স বাড়ে তত মা শব্দটার ব্যাপ্তি আরও ভাল করে বোঝা যায়। সব্যসাচী চৌধুরী অর্থাৎ সকলের প্রিয় বামা - রামপ্রসাদের কাছে মা শব্দটার গুরুত্ব ঠিক কতটা, জানালেন তিনি নিজেই। ব্যক্তিগত জীবনে, এখন সমাজ মাধ্যম থেকে তিনি দূরেই থাকেন। ভীষণ শান্ত স্বভাবের সব্যসাচী এখন ব্যস্ত রামপ্রসাদের চরিত্রে। তাঁর মাঝেই জানালেন...
শুটিংয়ের ফাঁকেই নানা প্রশ্ন ধেয়ে আসছে তাঁর কাছে। আর ভীষণ সাবলীলভাবে তিনি উত্তর দিয়ে চলেছেন। একজন অভিনেতা হওয়ার সঙ্গে সঙ্গে নিপাট নিখুঁত একজন মানুষ তিনি। সে তাঁর শব্দে হোক অথবা ব্যবহারে। তথাকথিত অনেকেই মনে করেন, তিনি মায়ের চেলা। মায়ের নামগান করতেই ভালবাসেন। নিজের জীবনের কঠিন সময়েও বড় মায়ের ওপর থেকে বিশ্বাস হারাননি তিনি। কিন্তু, ব্যক্তিগত জীবনে মা শব্দটার প্রভাব একেবারেই ভিন্ন তাঁর কাছে।
আরও পড়ুন < স্টারডম কমে গেল নাকি..? হেটার্সদের মন্তব্যে পাল্টা ছক্কা হাঁকালেন শুভশ্রী >
আরও পড়ুন < ১৯ বছরের দাম্পত্য ভেঙে ডিভোর্স হচ্ছে নীলাঞ্জনার সঙ্গে? মুখ খুললেন যীশু >
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে তিনি জানান, মায়ের সন্তান সকলেই। কিন্তু, তাঁর ব্যক্তিগত জীবনে মা শব্দটার বিরাট প্রকাশ পাওয়ার জায়গা কিন্তু নেই। চরিত্রের প্রয়োজনে তিনি মায়ের সঙ্গে মিশে যান। যেভাবে যাত্রাপথটা প্রশস্ত হয় সিরিয়ালের ক্ষেত্রে সেভাবেই মা ডাকটাকে প্রাণ দিয়ে ফুটিয়ে তোলেন। কিন্তু ব্যক্তিগত জীবনে সেটি হয় না। এই প্রভাব তাঁর জীবনে খুবই কম। যেটুকু করেন সেটা চরিত্রের প্রয়োজনে।
আরও পড়ুন < শুটিং করতে গিয়েই পায়ে জোরালো চোট রুবেলের! ভয়ঙ্কর চিন্তিত প্রেমিকা শ্বেতা >
আরও পড়ুন < ‘A’ ছাড়া গতি নেই? আরিয়ানকে ভুলে ভরা হাটে আদিত্যর প্রেমে মুখ ঢাকলেন অনন্যা! >
সোশ্যাল মিডিয়া থেকে ক্রোশ দূরে তিনি। ফলেই তাঁকে নিয়ে কে কি বলছেন এপ্রসঙ্গে খবর রাখেন না। মানুষের থেকেই জানতে পারেন সবটা। কিন্তু, একটি ধারাবাহিক শুরুর আগে নিজেকে নিদারুণ ভাবে তৈরি করেন তিনি। এমনকি রামপ্রসাদ শুরু হওয়ার আগে হালিশহর গিয়েছিলেন পর্যন্ত।