Susmita Dey: বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে। বেশ কিছু সিরিয়ালে তাঁর অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে। এই মুহূর্তে 'কথা'-র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দে। এই সিরিয়ালের একটি এপিসোডে নেড়া মাথায় দর্শককে চমকে দেন টেলি অভিনেত্রী। এই মেকআপ করতে কতক্ষণ সময় লেগেছিল? মেকআপ রুমে সেই সময় কী হচ্ছিল তার খোঁজ নিল ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইন।
সিক্যোয়েন্স মাত্র ৩০ সেকেণ্ডের আশেপাশে। কিন্তু, সেই দৃশ্যের জন্য তৈরি হতে কতক্ষণ সময় লেগেছে জানেন? বলিউডে প্রস্থেটিক মেকআপ করতে যে অনেকটা সময় লাগে সেটা কম-বেশি সকলেই জানেন। কিন্তু, বাংলা ধারাবাহিকে অভিনেত্রীর মাথা মুড়িয়ে ফেলার বিষয়টা কিন্তু, এই প্রথমবার। আগে কখনও এমন দৃশ্য দেখা যায়নি। হ্যাঁ, জনপ্রিয় বাংলা মেগা কথা ধারাবাহিকের কথাই বলছি।
যেখানে মুখ্য চরিত্রে কথা ওরফে সুস্মিতা দে-কে নেড়া মাথায় দেখা গিয়েছে। শুধু তাই নয়, নেড়া মাথায় এভি তাঁকে সিঁদুর পরিয়ে চুমু খাচ্ছে। গোটা দৃশ্যটা মেরেকেটে ৩০ থেকে ৪০ সেকেণ্ডের। কিন্তু, এই সাজের জন্য সময় লেগেছে প্রায় সাড়ে তিন থেকে চার ঘণ্টা। কথা সিরিয়ালের এই এপিসোডটা হয়ে উঠেছিল চর্চার বিষয়। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে যোগাযোগ করা হয় সুস্মিতার সঙ্গে।
তিনি বলেন, 'এটা তো ছোট্ট একটা সিক্যোয়েন্স ছিল। আমি স্বপ্ন দেখছিলাম নেড়া মাথায় সিঁদুর পরিয়ে এভি চুমু খাচ্ছে। কিন্তু, এই একটা দৃশ্যের শ্যুটিংয়ের জন্য আমার রেডি হতে সাড়ে তিন ঘণ্টা সময় লেগেছে। যখন আমার মেক আপ হচ্ছে সবাই এসে একবার করে আমাকে দেখে যাচ্ছে। আর সেই সঙ্গে হাসির রোল। নিজেরও নিজেকে দেখে হাসি পাচ্ছিল।'
সুস্মিতা বলেন, ' বাংলা ধারাবাহিকে এইরকম চরিত্র আগে কখনও হয়নি। তাই সকলের একটা ইন্টারেস্ট ছিল যে কী ভাবে বিষয়টা হচ্ছে। আমার অত লম্বা চুল। সেটাকে পুরো গুটিয়ে সেট করা তো আর মুখের কথা নয়। তবে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা হল।' অভিনেত্রীদের নেড়া মাথা এখন হিট হওয়ার লেটেস্ট ট্রেন্ড?
বুমেরাং-এ নেড়া মাথায় নজর কেড়েছিলেন টলিউডের গ্ল্যাম ডল রুক্মিণী মৈত্র। এবার সেই ট্রেন্ডে গা ভাসাল টেলিপাড়াও? এই প্রসঙ্গে 'কথা' সুস্মিতার মত, 'এটা ট্রেন্ডের জন্য নয়। সবটাই চরিত্রের প্রয়োজনে। তবে বাংলা সিরিয়াল একটা নতুনত্বের সাক্ষী থাকল সেটা বলতে পারি।' নেড়া অবস্থায় নিজেকে দেখতে কেমন লাগছিল? সঙ্গে সঙ্গে সুস্মিতার উত্তর, 'না না, আমার লম্বা চুলই ভাল লাগে। চুল আমি কাটি না। মা বাড়িতে একটু ট্রিম করে দেয়।'
আরও পড়ুন: '৪০-এর পর বিয়ে করেও সুখী হয়', যিশুর সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মাঝে নতুন শুরুর ইঙ্গিত নীলাঞ্জনার