Advertisment
Presenting Partner
Desktop GIF

Saheb-Susmita : 'অন্যের কথা ভেবে উইশ না করলে...', সাহেবের জন্মদিনে আদুরে পোস্টের সপাট জবাব সুস্মিতার

Saheb Bhattacharya Birthday : ১৭ নভেম্বর অভিনেতা সাহেব ভট্টাচার্যের জন্মদিন। সহ-অভিনেতার জন্মদিনে আদুরে পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন সুস্মিতা। রিলের সম্পর্ক রিয়েলে বাস্তবায়িত হয়েছে, এমনই গুঞ্জনই রয়েছে টেলিপাড়ায়। চর্চার মাঝে জন্মদিনের শুভেচ্ছাবার্তার পোস্ট নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে কী বললেন ছোট পর্দার কথা?

author-image
Kasturi Kundu
New Update
সাহেবের জন্মদিনে আদুরে পোস্টের সপাট জবাব সুস্মিতার

সাহেবের জন্মদিনে আদুরে পোস্টের সপাট জবাব সুস্মিতার

Susmita Dey Post On Saheb Bhattacharya Birthday : বাংলা টেলিভিশনের অন্যতম সফল অভিনেত্রী সুস্মিতা দে। বেশ কিছু বাংলা মেগায় কাজ করে দর্শকের মনে নিজের আসন একেবারে পাকা করে ফেলেছেন। এখন 'কথা' ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। ছোট পর্দার 'গোবর দেবী'-র অভিনয় কিন্তু, জাস্ট ফাটাফাটি। এভি আর কথা জুটি এখন সুপারহিট। সুস্মিতার ব্রেক-আপের পর টেলি পাড়ার গুঞ্জন, পর্দার প্রেম বাস্তবে গড়িয়েছে। অভিনেতা সাহেব ভট্টাচার্যের জন্মদিনে 'কথা'-র সেট থেকে লাভিডাভি ছবি পোস্ট করেছেন সুস্মিতা। এই ছবি তাঁদের প্রেমের গুঞ্জনকে তো উসকে দিতে পারে। এই প্রসঙ্গে কী মত সুস্মিতার?

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে সুস্মিতাকে ঠিক এই প্রশ্নটাই করা হয়। উত্তরে অভিনেত্রীর সপাট জবাব, 'লোকে কী বলল সেটা নিয়ে ভেবে লাভ নেই। এসব ভেবে যদি আমি জন্মদিনের শুভেচ্ছা না জানাতাম তাহলে নিজের খারাপ লাগত।' জন্মদিনে সাহেবের কোনও পার্টিতে দেখা যাবে পর্দার 'কথা'-কে? সুস্মিতার সংযোজন, 'আজ রবিবার। আমি ছুটির মুডে। সম্পূর্ণ বিশ্রামে রয়েছি।'


প্রসঙ্গত, দিন দুয়েক আগে মারাত্মক জ্বরে ভুগেছেন। এখনও ওষুধ খাচ্ছেন। তবে আগের থেকে এখন অনেকটাই ভাল আছেন। রবিবার, ছুটির দিনে বিশ্রাম নেওয়ার ফলে শরীর একেবারে ফিট হয়ে যাবে বলেই মন্তব্য সুস্মিতার। অপরাজিতা অপু, বউমা একঘর-এর মতো ধারাবাহিকে কাজ করেছেন সুস্মিতা। বর্তমানে সাহেব ভট্টাচার্যের সঙ্গে কথা সিরিয়ালে অভিনয় জারি। 


প্রসঙ্গত,  চলতি বছরের জুনেই অনির্বাণের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কে ইতি টেনেছেন সুস্মিতা। প্রাক্তন প্রেমিক সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন সেই কথা। যদিও এই বিষয়ে কখনও বিশেষ কথা বলতে চাননি অভিনেত্রী। ব্যক্তিগত জীবনকে লাইমলাইটে আনার পক্ষপাতী নন সুস্মিতা। এরপর থেকেই সাহেবের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। সিরিয়ালে কোনও রোম্যান্টিক দৃশ্যকে ঘিরে শুরু হয় তাঁদের প্রেমচর্চা। যদিও তা ফুৎকারে উড়িয়ে আপনছন্দে জীবনে এগিয়ে যাচ্ছেন কথা ওরফে সুস্মিতা দে। 

আরও পড়ুন:  'আমার ফার্স্ট ফ্যামিলিকে তো বলেই দিয়েছি', যশের কথায় কেন চিন্তিত নুসরত? দেখুন ভিডিও

 

Bengali Serial TV Actres Bengali Actress Saheb Bhattacharya
Advertisment