Sweta-Rubel Wedding : শ্বেতার পরিবারে দুর্ঘটনার জেরে রুবেলের সঙ্গে বিয়ে স্থগিত? কী করলেন ছোট পর্দার শ্যামলী?

Sweta-Rubel : রুবেল-শ্বেতার বিয়ের দিন পিছিয়ে যাচ্ছে? স্টুডিওপাড়ায় খবর ছড়াতেই কী করলেন অভিনেত্রী?

Sweta-Rubel : রুবেল-শ্বেতার বিয়ের দিন পিছিয়ে যাচ্ছে? স্টুডিওপাড়ায় খবর ছড়াতেই কী করলেন অভিনেত্রী?

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
শ্বেতার পরিবারে দুর্ঘটনার জেরে রুবেলের সঙ্গে বিয়ে স্থগিত?

শ্বেতার পরিবারে দুর্ঘটনার জেরে রুবেলের সঙ্গে বিয়ে স্থগিত?

Sweta-Rubel Wedding Not Postponded: ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। এই মুহূর্তে নিম ফুলের মধুতে অভিনয় করছেন রুবেল আর কোন গোপনে মন ভেসেছে-তে কাজ করছেন শ্বেতা। টেলিভিশনের গণ্ডি পেরিয়ে বড় পর্দাতেও নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন ছোট পর্দার শ্যামলী। জানুয়ারিতেই রুবেলের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অভিনেত্রী। শ্যুটিং সেটে আইবুড়ো ভাতেরও আয়োজন করা হয়েছিল শ্বেতার জন্য। এর মাঝেই টেলিপাড়ায় কানাঘুষো, রুবেল-শ্বেতার বিয়ে স্থগিত হয়ে গিয়েছে। 

Advertisment

Advertisment

শ্বেতা তাঁর কাছের মানুষকে হারিয়েছেন সেই জন্যই আপাতত বিয়ে আরও কিছুদিন পিছিয়ে দেওয়া হয়েছে। এই খবর চাউর হতেই সোশ্যাল মিডিয়ায় রুবেলকে জড়িয়ে লাভিডাভি পোস্ট শেয়ার করেছেন শ্বেতা ভট্টাচার্য। যুগলের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'আমরা একসঙ্গে আছি ভালবাসায় আছি'। ছবি দেখে বোঝাই যাচ্ছে, শ্যুটিং সেটের মেকআপ রুমে ক্যামেরাবন্দি হয়েছেন তাঁরা। 

প্রসঙ্গত, শ্বেতার পিসিমা মারা গিয়েছেন। তার সঙ্গে বিয়ে পিছিয়ে যাওয়ার কোনও সম্পর্ক নেই। নির্দিষ্ট দিনেই চার হাত এক হবে রুবেল-শ্বেতার। আপাতত চলছে বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে রুবেল বলেছিলেন, 'আমরা দুজনেই একই পেশায় রয়েছি। কাজের চাপও থাকে। তার মধ্যেই সময় বের করে শপিং করছি'।

আরও বলেন, 'বিয়ের আগে তো খুব বেশি দিন ছুটি পাওয়া যাবে না। তাই কাজের ফাঁকেই নিজেদের কাজকর্ম সেরে ফেলছি। এখনও অনেকটাই বাকি আছে। বিয়েতে খুব এলাহি কোনও ব্যাপার থাকছে না। ছিমছামভাবেই বিয়ে হবে। আমরা ট্রাডিশনাল পোশাকই পরব।' যমুনা ঢাকি ধারাবাহিকের সেটেই রুবেল-শ্বেতার সম্পর্কের সূচনা। খুব শীঘ্রই প্রেম পরিণতি পাবে বিয়েতে। টেলিভিশনের এই জুটির একটা বিরাট ফ্যানবেস রয়েছে। তাঁরা টেলিপাড়ার এই পাওয়ার কাপলের ছাদনাতলায় যাওয়ার দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। 

আরও পড়ুন: বেনারসি-চন্দনের কল্কায় নববধূ, পঞ্জাবি প্রেমিক শিখরের সঙ্গে শুভ পরিণয় পায়েলের

Bengali Cinema Bengali Serial Bengali Actor Bengali Actress Bengali Film Bengali serial TRP Bengali Film Industry Rubel das