/indian-express-bangla/media/media_files/2024/11/21/cLrdWeF3j3zZbVZuM1me.jpg)
রোশনাইতে নায়িকা বদল
Tiyasha Lepcha New Serial : আজ থেকে প্রায় সাত বছর আগের কথা। কৃষ্ণকলি ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দার দর্শকের ঘরের মেয়ে হয়ে ওঠেন তিয়াশা। এরপর বাংলা মিডিয়ামের কেন্দ্রীয় চরিত্র হিসেবে আরও একবার দর্শকের মন জিতে নিয়েছেন। এছাড়াও কাজ করেছেন রামপ্রসাদ ধারাবাহিকে। এখন অবশ্য অনেকদিন লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে রয়েছেন। তবে টেলিপাড়ার কানাঘুষো রোশনাই ধারাবাহিকে অনুষ্কার জুতোয় পা গলাবেন তিয়াশা। শনের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে ছোট পর্দার কৃষ্ণকলিকে। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে যোগাযোগ করা হয় তিয়াশার সঙ্গে। এই খবরে একপ্রকার সিলমোহর দিলেন অভিনেত্রী।
তিনি বলেন, 'আমার কাছে এইরকম একটা প্রস্তাব এসেছে। আমি খুব খুশি। অনুষ্কা চলে যাওয়ায় আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে এটা কোনও খারাপ লাগার জায়গা নয়। ওঁর নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে সেই জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা আমাকে এই চরিত্রটার জন্য যোগ্য মনে করা হয়েছে বলেই হয়ত সুযোগটা এসেছে। তবে যে কারণেই আসুক না কেন, আমি খুশি। এর পিছনে আরও একটা যে কারণ আছে সেটা লীনা দি '।
আনন্দের সঙ্গে বলেন, 'আমি ছোট থেকে ওঁর সিরিয়াল দেখে বড় হয়েছি। যখন নিজে অভিনয় আসিনি তখন থেকেই ওঁর সিরিয়াল দেখতাম। সেই সময় তো জানতাম না এগুলো লীনা দির কাজ। পরে যখন জেনেছি তখন ভাবতাম যদি আমি কোনওদিন সুযোগ পাই। সেই সুযোগটা এসেছে। ওঁর মতো একজন ভালো লেখিকার সঙ্গে কাজের সুযোগ পাওয়াটা তো সৌভাগ্যের।'
তিয়াশার গলায় উচ্ছ্বাসের সুর কিন্তু, একেবারে স্পষ্ট। অভিনেত্রীর কথায়, যে কোনও চরিত্রের জন্য হোমওয়ার্ক করেন। খুব ভাল করে চিত্রনাট্য পড়েন। পরিচালকের থেকে দৃশ্যটা মন দিয়ে বুঝে নেন। সবশেষে তিয়াশার একটাই কথা, 'লীনা দির সঙ্গে কাজের সুযোগটা এসেছে এটা আমি সত্যিই ভাবতে পারছি না। নায়িকা পরিবর্তনের জন্যও যে আমার কাছে প্রস্তাব এসেছে তাতে কোনও আপত্তি নেই'। শ্যুটিং কবে থেকে শুরু করবেন জানতে চাইলে অভিনেত্রীর উত্তর, 'সেটা এখনও জানি না। আশা করছি খুব শীঘ্রই ফ্লোরে যাব।'
আরও পড়ুন: '...তিলোত্তমার শব আর দেখতে পাচ্ছেন না', ১০০ দিন পেরিয়ে আরজি কর ইস্যুতে হতাশ কমলেশ্বর!