Sreelekha Mitra: 'তাই বলে মানুষ মেরে ফেলবেন?' মদ্যপ পরিচালককে একহাত নিলেন শ্রীলেখা..

Tollywood drunk director- Sreelekha Mitra: শ্রীলেখা মিত্র, তিনি যেকোনও বিষয়ে সরব, তাঁকে এই প্রসঙ্গে কথা বলতে শোনা গেল। বেশ কিছুক্ষণ তিনি চুপ ছিলেন। কিন্তু, অবশেষে তাঁকে দেখা গেল এই নিয়ে বলতে।

Tollywood drunk director- Sreelekha Mitra: শ্রীলেখা মিত্র, তিনি যেকোনও বিষয়ে সরব, তাঁকে এই প্রসঙ্গে কথা বলতে শোনা গেল। বেশ কিছুক্ষণ তিনি চুপ ছিলেন। কিন্তু, অবশেষে তাঁকে দেখা গেল এই নিয়ে বলতে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sreelekha mitra durga puja

Sreelekha Mitra: কী বলছেন শ্রীলেখা, ঠাকুরপুকুরের ঘটনার পর?

Sreelekha Mitra on Thakurpukur Kolkata Accident: মদ্যপ অবস্থায় পরিচালক যা কান্ড করেছেন, খোদ কলকাতার বুকে যে অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, এই ভয়ঙ্কর দুর্ঘটনার পর তাঁরা রীতিমতো ভয় ত্রস্ত। একজন মদ্যপ ব্যক্তি তিনি গাড়ি চালিয়ে একজন পথচারীকে মেরে ফেললেন। কেউ আবার, নেশা করে চূড়ান্ত অবস্থা, গাড়িতে পর্যন্ত উঠতে পারছেন না, এইসব দৃশ্য দেখে শ্রীলেখা মিত্র চুপ করে থাকতে পারলেন না। 

Advertisment

শ্রীলেখা মিত্র, তিনি যেকোনও বিষয়ে সরব, তাঁকে এই প্রসঙ্গে কথা বলতে শোনা গেল। বেশ কিছুক্ষণ তিনি চুপ ছিলেন। কিন্তু, অবশেষে তাঁকে দেখা গেল এই নিয়ে বলতে। যেখানে বারবার ইন্ডাস্ট্রির নানা বিষয় নিয়ে প্রশ্ন উঠছে, তাঁদের নিয়মানুবর্তিতা এবং উশৃঙ্খল জীবনযাত্রার কথা বলা হচ্ছে, সেখানে শ্রীলেখা, কী লিখলেন? তিনি তো এমনিও অন্যায়ের সঙ্গে আপোস করেন না, সহজেই সোজা কথা বলে দেন। আর এহেন অন্যায় হতে দেখে অভিনেত্রী নিজের শব্দ আটকে রাখতে পারলেন না। 

আরও পড়ুন  -  Uttam Kumar: এতকিছুর পর হাতে পেয়ারা ধরালেন উত্তম? ফ্যালফ্যাল করে চেয়ে অভিনেত্রী, কী হয়েছিল সেদিন?

সকাল থেকেই অনেক তারকারা মুখ খুলেছেন। কেউ, অভিনেত্রী ঋ কে তুলোধোনা করেছেন, আবার কেউ সেই পরিচালকের কান্ডজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন করেছেন। শ্রীলেখা সোজাসুজি প্রশ্ন করলেন মানুষের জীবনের কি কোনও দাম নেই? সেটা কি ঠুনকো? মানুষ কি একটু সাবধানতা অবলম্বন করতে পারেন না? কী লিখছেন ক্ষুব্ধ অভিনেত্রী? বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়...

Advertisment

আরও পড়ুন -  Kolkata Car Accident: 'লোক বুঝে নিয়ম পালটালে হবে না, চ্যাংড়ামো হচ্ছে…

"আপনারা কি একটু দায়িত্বশীল হতে পারেন না? আপনি মদ্যপান করুন, পার্টি করুন, আপনার যা খুশি তাই করুন, তাঁর অনুমতি রয়েছে, সেটা আপনি করতেই পারেন, কিন্তু তারপর আপনি মাতাল হয়ে গাড়ি চালাবেন তাই বলে? রাস্তায় মানুষকে খুন করবেন? ছিঃ! কী নিন্দনীয় কাজ! ধিক্কার। টলি পাড়ার হোক, আর যে পাড়ার হোক, অপরাধী বা অপরাধীদের শাস্তি চাই..কেউ আইন এর উর্দ্ধে নেই। জীবনের দাম এতো ঠুনকো নয়।" 

শ্রীলেখা মিত্রর মতো, আরও অনেকেই আছেন এই ঘটনায় ক্ষুব্ধ। আওয়াজ তুলেছেন অনেক অভিনেতা অভিনেত্রীই। সেই তালিকায় রাহুল বন্দোপাধ্যায় থেকে সুদীপ্তা চক্রবর্তী এবং অনেকেই রয়েছেন। 

Sreelekha Mitra Thakur pukur Car Accident Bengali Actress Bengali Film Bengali Film Industry Bengali Television