Uttam Kumar: এতকিছুর পর হাতে পেয়ারা ধরালেন উত্তম? ফ্যালফ্যাল করে চেয়ে অভিনেত্রী, কী হয়েছিল সেদিন?

Uttam Kumar Untold Stories: রত্না ঘোষাল, যিনি সেই সময় বাংলা সিনেমার এক অবিচ্ছেদ্য অংশ, তাঁর সঙ্গে উত্তম কুমারের এক ঘটনার কথা অভিনেত্রী নিজেই শেয়ার করেছিলেন। তিনি মহানায়ক, কিন্তু তারপরেও যে এত সাধারণ, সেকথা নিজেই বুঝতে পেরেছিলেন রত্না।

Uttam Kumar Untold Stories: রত্না ঘোষাল, যিনি সেই সময় বাংলা সিনেমার এক অবিচ্ছেদ্য অংশ, তাঁর সঙ্গে উত্তম কুমারের এক ঘটনার কথা অভিনেত্রী নিজেই শেয়ার করেছিলেন। তিনি মহানায়ক, কিন্তু তারপরেও যে এত সাধারণ, সেকথা নিজেই বুঝতে পেরেছিলেন রত্না।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
uttam kumar untold stories

Mahanayak Uttam: কার হাতে পেয়ারা ধরিয়ে দিয়েছিলেন উত্তম? Photograph: (ফাইল চিত্র )

Uttam Kumar Stories: উত্তম কুমার মানেই এমন কিছু ক্লাসিক ঘটনা, যা আজও জানতে ভালবাসেন বাঙালি। তাঁকে শুধু অভিনেতা বললে ভুল হবে, তিনি একজন কিংবদন্তী। এবং সেই মানুষটাও যে তাঁর সহ অভিনেতাদের এবং অভিনেত্রীদের সঙ্গে এহেন আসর জমাতেন, সেকথা অনেকেই জানতেন না। এরকম কথাই একবার জানিয়েছিলেন রত্না ঘোষাল খোদ।

Advertisment

রত্না ঘোষাল, যিনি সেই সময় বাংলা সিনেমার এক অবিচ্ছেদ্য অংশ, তাঁর সঙ্গে উত্তম কুমারের এক ঘটনার কথা অভিনেত্রী নিজেই শেয়ার করেছিলেন। তিনি মহানায়ক, কিন্তু তারপরেও যে এত সাধারণ, সেকথা নিজেই বুঝতে পেরেছিলেন রত্না। একজন অভিনেতা কিংবা নায়ক হিসেবে না, বরং দাদা উত্তম হিসেবে রত্নার জন্য কী করেছিলেন তিনি? সেকথা বলতে গিয়েই হেসে ফেললেন অভিনেত্রী। মৌচাক কিংবা এখানে পিঞ্জর - রত্নাকে দেখা গিয়েছিল এই ছবি গুলিতে।

আরও পড়ুন  -   Uttam Kumar: 'প্রচণ্ড গায়ের জোর ছিল...', মহানায়ক উত্তমকে নিয়ে কেন এমন বললেন অপর্ণা?

এখানে পিঞ্জরের পরিচালক তরুণ মজুমদার। সেই ছবির আউটডোর চলছে। এবং সেখানেই অভিনেত্রী নিজেও ছিলেন বাকি সকলের সঙ্গে। রত্না ঘোষাল, ভাবতেও পারেননি উত্তম তাঁর জন্য এই কাজ করবেন। অভিনেত্রীকে বলতে শোনা যায়, উনি আমায় খুব ভালবাসতেন। দাদার মতো ছিলেন, মহানায়কের মত না। আর উনার সঙ্গে আমার একটা গল্প আছে, আমি ভাবতেও পারিনি যে মহানায়ক আমার জন্য এটা করতে পারেন। তাঁর কথায় শোনা গেল...

Advertisment

"আমরা তখন এখানে পিঞ্জরের আউটডোর শুটিংয়ে। দাদা একটা বাড়িতে থাকতেন, আর আমরা একটা বাড়িতে থাকতাম। তো দাদা একদিন শুটিংয়ে এসেছেন, আমার হাতে পেয়ারা ধরিয়ে দিলেন। তিনটে পেয়ারা নিয়ে এসেছিলেন। আমায় ডেকে বললেন, আসার পথে দেখলাম, নে খা.. মানে ভাবুন, এই কাজটা কে করছেন না উত্তম কুমার করছেন। আর কার জন্য? না, আমার মত একটা বাচ্চা মেয়ের জন্য করছেন, এটা কত বড় কথা বলুন তো? ভাবা যায়.."

উল্লেখ্য, মহানায়ক উত্তমকে সারা দুনিয়া চিনলেও মানুষ উত্তমকে অনেকেই চেনেন না। কেউ কেউ তাঁর নিন্দা করেন, আবার কেউ কেউ তাঁর অন্ধ ভক্ত। কিন্তু, তিনি যে মহানায়ক - সেকথা বারবার প্রমাণ পেয়েছে।

tollywood Uttam Kumar