Thamma Movie Review: আয়ুষ্মান খুরানার নতুন ছবি দর্শকের ধৈর্যেরও পরীক্ষা নিল! কেমন হল 'থামা'?

Thamma Movie Review: আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মান্দান্না অভিনীত ‘থাম্মা’ ম্যাডক ফিল্মসের আরেকটি অতিপ্রাকৃত হরর-কমেডি। ভৌতিক গল্প ও দুর্বল চিত্রনাট্যে ভর করে সিনেমাটি হতাশ করেছে বেশ। পড়ুন পূর্ণ রিভিউ...

Thamma Movie Review: আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মান্দান্না অভিনীত ‘থাম্মা’ ম্যাডক ফিল্মসের আরেকটি অতিপ্রাকৃত হরর-কমেডি। ভৌতিক গল্প ও দুর্বল চিত্রনাট্যে ভর করে সিনেমাটি হতাশ করেছে বেশ। পড়ুন পূর্ণ রিভিউ...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
thamma

কেমন হল এই ছবি?

Thamma Movie Review: ম্যাডক ফিল্মসের নতুন সিনেমা থামা- প্রাকৃতিক ও অতিপ্রাকৃতের মিশ্রণে তৈরি। ঝুঁকিপূর্ণ হাস্যকৌতুক, ইনসাইড জোক, মেটা-মুভি রেফারেন্স এবং চেনা আইটেম নাম্বারের ছোঁয়া- তবুও এবার মুগ্ধ করতে ব্যর্থ। পরিচালক আদিত্য সরপোতদারের এই ছবি, যদিও তার আগের সিনেমা মুঞ্জা ও কাকুদা-এর মতোই উচ্চাভিলাষী, তবুও এবার ফলাফল বেশ ফিকে। 

Advertisment

আয়ুষ্মান খুরানা অভিনীত অলোক গোয়েল- একজন বিষণ্ণ রিল-মেকার, যিনি ভাইরাল হওয়ার আশায় জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ান। সেখানে তার দেখা হয় রহস্যময় তাদাকার (রশ্মিকা মান্দান্না) এর সঙ্গে। এবং শুরু হয় অতিপ্রাকৃত রোমান্স ও বিপদের গল্প। একদল কালো পোশাকধারী লোক তাদের তাড়া করে, আর দর্শকও তখন থেকেই হারিয়ে ফেলে আগ্রহ।

Kantaara Chapter 1 Review: প্রকৃতির শক্তি, উপজাতির সংগ্রাম- তবু গল্পে অসম্পূর্ণতা, কেমন হল 'কান্তারা চ্যাপ্টার ১'? পড়ুন রিভিউ

Advertisment

ছবিতে উঠে আসে ‘বেতাল’ নামে এক জাতির গল্প, যারা মানুষের রক্ত নয়, বরং অ-মানুষের রক্তে বেঁচে থাকে। এই লোককথা-নির্ভর ফ্যান্টাসি ধারণা, আকর্ষণীয় হলেও গল্প বলার ধরণ, একঘেয়ে ও বিভ্রান্তিকর। স্ত্রী কিংবা ভেড়ীয়া যেখানে হালকা রসিকতা ও ভারসাম্যে জিতে ছিল, থাম্মা সেখানে হাসি আর হরর- দুটোকেই হারিয়ে ফেলেছে।

আয়ুষ্মান খুরানা যথাসাধ্য চেষ্টা করেছেন, কিন্তু তাঁর পারফরম্যান্সে সেই স্বাভাবিক মজা নেই। রশ্মিকা মান্দান্না যতই গ্ল্যামারাস হোন, তাঁদের রসায়ন একদমই জমেনি। নওয়াজউদ্দিন সিদ্দিকী লাল চোখ আর অদ্ভুত দেহভঙ্গিতে নতুন কিছু দিতে পারেননি। একমাত্র অভিষেক ব্যানার্জির সংক্ষিপ্ত উপস্থিতি দর্শকদের হাসাতে পারে।

Raghu Dakat Review: মায়ের ব্যাটা রঘু 'ডাকাত' না 'নায়ক'? কেমন হল মেগাস্টার দেবের নতুন ছবি?

পরেশ রাওয়াল কিছু সংলাপে, তীক্ষ্ণ বুদ্ধির ছোঁয়া আনলেও তা মুহূর্তের মধ্যেই হারিয়ে যায়। ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক কর্ণবিদারক, সেট ডিজাইন অতিরিক্ত সাজানো- যা সামগ্রিকভাবে ক্লান্তিকর প্রভাব ফেলতে পারে। শেষমেশ বলা যায়, থাম্মা হতে পারত এক মজাদার হরর-কমেডি, কিন্তু অতিরিক্ত উপাদান ও দুর্বল চিত্রনাট্য সব নষ্ট করেছে।

  • ছবির নামঃ থামা
  • পরিচালক: আদিত্য সরপোতদার
  • অভিনয়: আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মান্দান্না, নওয়াজউদ্দিন সিদ্দিকী, পরেশ রাওয়াল, সত্যরাজ, গীতা আগরওয়াল
  • রেটিং: ১.৫/৫
Rashmika Mandanna Ayushmann Khurrana