/indian-express-bangla/media/media_files/2025/09/06/cats-2025-09-06-12-42-01.jpg)
প্রথমদিনের আয়
The Bengal Files 1st Day Collection: বিতর্কের মাঝেই মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রীর 'দ্য বেঙ্গল ফাইলস'। বাংলার হলে বাধাপ্রাপ্ত বিবেকের ফাইলস ট্রিলজির শেষ ভাগ। বাংলায় ছবি মুক্তির জন্য অনেক কাঠখড় পুড়িয়েও কোনও সুরাহা হয়নি। অভিনেত্রী-সহ প্রযজক পল্লবী যোশীও মমতার সঙ্গে আলোচনায় বসার অনুরোধও করেছিলেন। যদিও বরফ গলেনি। এক্স হ্যান্ডেলে একটি ভিডিওবার্তায় পরিচালক মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন সিনেমা দেখলে স্যালুট করবেন। কিন্তু, মুক্তির পর প্রথম দিনের বক্স অফিস তো অন্য কথা বলছে। আশানুরূপ ফল কিন্তু, হল না বহু বিতর্কিত ছবি দ্য বেঙ্গল ফাইলস-এর। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক-এর প্রাথমিক হিসাব অনুযায়ী,মুক্তির প্রথম দিনে সারা ভারত থেকে প্রায় ১.৭৫ কোটি টাকা আয় করেছে।
বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস-এর সঙ্গে তুলনা করলে এই পারফরম্যান্স নিতান্তই খুব হতাশাজনক। ২০২২ সালে দ্য কাশ্মীর ফাইলসের প্রথম দিনেই ঝুলিতে এসেছিল ৩.৫৫ কোটি টাকা। পরে তা ব্লকবাস্টার হিটে পরিণত হয়। দ্য বেঙ্গল ফাইলস 'ফাইলস ট্রিলজি'-র শেষ অধ্যায়। ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী এবং দর্শন কুমারের মতো প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীরা। একই দিনে মুক্তি পাওয়া অন্যান্য ছবির সঙ্গে তুলনায় 'দ্য বেঙ্গল ফাইলস' আরও পিছিয়ে পড়েছে।
আরও পড়ুন 'দয়া করে সকলে...', 'দ্য বেঙ্গল ফাইলস' মুক্তির পরই সোশ্যাল মিডিয়ায় কী বার্তা অনুপমের?
সোনু সুদ পরিচালিত প্রথম ছবি 'ফতেহ' প্রথম দিনে আয় করেছে ২.৪৫ কোটি টাকা। অন্যদিকে হিমেশ রেশমিয়ার 'মেটা-স্পুফ ব্যাডাস রাভিকুমার'-এর ঝুলিতে এসেছে ২.৭৫ কোটি টাকা। অনুপম খের পরিচালিত ও অভিনীত 'তনভি দ্য গ্রেট' প্রথম দিনে মাত্র ৪০ লক্ষ আয় করেছিল। অন্যদিকে 'সুপারবয়েজ অব মালেগাঁও' ৫০ লক্ষ, 'লভেয়াপা' ১.১৫ কোটি এবং সুরাজ পাঞ্চোলির কামব্যাক ফিল্ম 'কেশরী বীর'-এর প্রথম দিনের বক্স অফিস আয় ছিল ২৫ লক্ষ। আয়ের বিচারে এই ছবিগুলির তুলনায় এগিয়ে দ্য বেঙ্গল ফাইলস।
আরও পড়ুন 'শাহরুখের সিনেমা তো...', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কের মাঝে পল্লবীর নিশানায় কেন কিং খান?
বড় বাজেটের মুক্তিপ্রাপ্ত অন্যান্য ছবির সঙ্গে কঠিন প্রতিযোগিতায় সামিল হয়ে একেবারে মুখ থুবড়ে পড়েছে বিবেকের দ্য বেঙ্গল ফাইলস। হলিউডের হরর সিক্যুয়েল 'দ্য কনজিউরিং: লাস্ট রাইটস' প্রথম দিনেই আয় করেছে প্রায় ১৮ কোটি টাকা। টাইগার শ্রফের বাঘি ৪ -এর ঘরে এসেছে ১২ কোটি টাকা। এদিকে মালয়ালি ব্লকবাস্টার 'লোকাহ: চ্যাপ্টার ১' বক্স অফিসে ঝড় তুলেছে। এখন পর্যন্ত আয় ৬২.৪৫ কোটি টাকা। এখন দ্য বেঙ্গল ফাইলস-এর ভবিষ্যৎ নির্ভর করছে মুক্তি ঘিরে চলা বিতর্কের উপর।