/indian-express-bangla/media/media_files/2025/09/05/cats-2025-09-05-12-08-23.jpg)
Anupam Kher: শুক্রবার বড় পর্দায় মুক্তি পেল বহু বিতর্কিত ছবি 'দ্য বেঙ্গল ফাইলস'। ছবির মুক্তি উপলক্ষে প্রবীণ অভিনেতা অনুপম খের পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ইনস্টাগ্রামে পরিচালক বিবেক অগ্নিহোত্রী, অভিনেত্রী-প্রযোজক পল্লবী জোশী সহ ছবির কলাকুশলীদের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, 'সাম্প্রতিক সময়ের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছবি। পুরো টিমের জন্য আমার তরফ থেকে রইল অভিনন্দন এবং শুভকামনা। অনুরোধ করব সবাই যেন প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখেন।' ছবি নিয়ে বিতর্ক শুরু হতেই দায় মুক্ত হতে চেয়েছেন বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। সৌরভ দাস অবশ্য বিবেক অগ্নিহোত্রীর হাউজ ট্যুরের সময় পা ছুঁয়ে প্রনাম করেছিলেন। শুরু থেকেই সিনেমার পাশে ছিলেন মিঠুন চক্রবর্তীও।
'দ্য বেঙ্গল ফাইলস'-এ অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমার, সিমরত কৌর, অনুপম খের, শাশ্বত চট্টোপাধ্যায়, নমাশি চক্রবর্তী, রাজেশ খেরা, পুনীত ঈশার, প্রিয়াংশু চট্টোপাধ্যায়, দিব্যেন্দু ভট্টাচার্য, সৌরভ দাস ও মোহন কাপুর। এটি অগ্নিহোত্রীর 'দ্য ফাইলস ট্রিলজি'-র তৃতীয় এবং শেষ অধ্যায়। এর আগে মুক্তি পেয়েছিল 'দ্য তাশখন্দ ফাইলস' ও 'দ্য কাশ্মীর ফাইলস'।
আরও পড়ুন শেষ মুহূর্তে ফের সমস্যার বেড়াজালে 'দ্য বেঙ্গল ফাইলস', পিছিয়ে গেল বিবেকের 'বিতর্কিত' ছবি মুক্তির দিন
ছবি নিয়ে বিতর্ক একেবারে তুঙ্গে। পশ্চিমবাংলায় ছবি মুক্তি নিয়ে তৈরি হয়েছে সমস্যা। রাজনৈতিক সুরসুরি ও ইতিহাস বিকৃতিকরণের অভিযোগে বাধাপ্রাপ্ত ছবি। এইরকম পরিস্থিতিতে প্রযোজক-অভিনেত্রী পল্লবী যোশী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-কে একটি খোলা চিঠি লেখেন। সেখানে তিনি অনুরোধ করেন, ছবিটি যেন পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে মুক্তি পায় এবং সাংবিধানিক অধিকার রক্ষা করা হয়।
চিঠিতে পল্লবী লেখেন, 'মাননীয়া রাষ্ট্রপতি, আমি কোনও অনুগ্রহ চাইছি না চাইছি শুধু সুরক্ষা। 'দ্য বেঙ্গল ফাইলস' আমাদের দেশের ইতিহাসের দীর্ঘদিনের দমিত সত্য—ডাইরেক্ট অ্যাকশন ডে-র হিন্দু গণহত্যা, নোয়াখালির বিভীষিকা ও দেশভাগের যন্ত্রণার আবর্তে তৈরি। কিন্তু ছবির মুক্তির আগে থেকেই ভিত্তিহীন এফআইআর দায়ের হচ্ছে। পুলিশের ট্রেলার প্রদর্শন আটকেছে, সংবাদপত্রে বিজ্ঞাপন ছাপতেও বাধা দেওয়া হচ্ছে। প্রতিদিন রাজনৈতিক দলের কর্মীরা আমার পরিবারকে হুমকি দিচ্ছে।'
আরও পড়ুন 'দ্য বেঙ্গল ফাইলস'-এ 'সেক্রেড গেমস' খ্যাত দিব্যেন্দু, ক্যামিও চরিত্রে রাজি হওয়ার কী কারণ?
তিনি আরও উল্লেখ করেন, যদিও কোনও সরকারি নিষেধাজ্ঞা নেই তবুও ছবিটি পশ্চিমবঙ্গে কার্যত সমস্যার মুখে পড়েছে। চিঠির শেষে পল্লবী লেখেন, 'মাননীয়া রাষ্ট্রপতি, ছবির জন্য আমি কোনও অনুগ্রহ চাইছি না। চাইছি শিল্পের জন্য, সত্যের জন্য, মা ভারতীর আত্মার নির্ভয়ে কথা বলার জন্য। আপনি আমার শেষ আশ্রয়।'