/indian-express-bangla/media/media_files/2025/09/05/cats-2025-09-05-11-26-13.jpg)
কেন ক্যামিওতে রাজি হলেন?
The Bengal Files Release: ৫ সেপ্টেম্বর মুক্তি পেল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত বহু বিতর্কিত ছবি 'দ্য বেঙ্গল ফাইলস'। বাংলায় ছবি মুক্তি ঘিরে তুমুল বিতর্ক। অথচ এই ছবিতে অভিনয় করেছেন সৌরভ দাস, শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো জনপ্রিয় বাঙালি অভিনেতারা। সেই তালিকায় রয়েছন আরও এক বঙ্গসন্তান। তিনি দিব্যেন্দু ভট্টাচার্য। দ্য বেঙ্গল ফাইলসের সঙ্গে বাংলার যে নিবিড় যোগ সে কথা তো সত্যিই অস্বীকার করার উপায় নেই। সিনেমার গল্প যখন বাংলার আবর্তে তখন বাঙালি অভিনেতারা এই ছবিতে অভিনয় করবেন সেটাই তো স্বাভাবিক, এমন মতই প্রকাশ করেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। জুম-এর সঙ্গে আলাপচারিতায় এই ছবিতে অভিনয় নিয়ে মুখ খুললেন দিব্যেন্দু।
আরও পড়ুন শেষ মুহূর্তে ফের সমস্যার বেড়াজালে 'দ্য বেঙ্গল ফাইলস', পিছিয়ে গেল বিবেকের 'বিতর্কিত' ছবি মুক্তির দিন
রকেট বয়েজ এবং সেক্রেড গেমস-এ দিব্যেন্দুর দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবিতে রাজেন্দ্র লাল রায়চৌধুরীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন। জুম-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'বিবেক আর আমি বহুদিন পরস্পরের পরিচিত। আমরা একসঙ্গে 'গোল' ছবিতেও কাজ করেছি। তাই যখন উনি এই চরিত্রের প্রস্তাব দিলেন আমি তৎক্ষণাৎ রাজি হয়ে যাই। দীর্ঘদিনের বন্ধুত্বের কারণেই এই প্রস্তাব আমি ফেরাতে পারিনি। ভিন্নস্বাদের চরিত্রে কাজ করতে ভালোবাসি। তাই ক্যামিও হলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।'
আরও পড়ুন 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কের মাঝে রাজনৈতিক ছবি নিয়ে খোঁচা, বিবেকের 'টার্গেট' কোন পরিচালকরা'?
আরও যোগ করেন, “ব্যক্তিগতভাবে এই চরিত্রটি আমাকে আকৃষ্ট করেছিল। রাজেন্দ্র লাল রায়চৌধুরীর ভূমিকায় অভিনয় এক অসাধারণ অভিজ্ঞতা। শুধু নায়ক বা খলনায়ক হওয়ার ব্যাপার নয় এর মধ্যে রয়েছে মানবিকতার সূক্ষ্মতাকে আত্মস্থ করার মতো একটি বিষয়। সিনেমা এক ধরনের শিল্প যেখানে দর্শক নিজেদের মত পোষণ করতেই পারেন।' সেক্রেড গেমস-এর দুর্ধর্ষ মোমিন ভাই থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন চলচ্চিত্র ও ওয়েব সিরিজে প্রশংসিত হচ্ছে দিব্যেন্দুর অভিনয়। দ্য বেঙ্গল ফাইলসের সঙ্গে বক্স অফিসে প্রতিযোগিতা করছে টাইগার শ্রফ অভিনীত বাগি ৪।
আরও পড়ুন 'ছবি দেখলে স্যালুট করবেন', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কের মাঝে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ বিবেকের