The Bengal Files-Mamata Banerjee: 'ছবি দেখলে স্যালুট করবেন', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কের মাঝে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ বিবেকের

The Bengal Files: এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে বিবেক জানিয়েছেন বাংলায় দ্য বেঙ্ল ফাইলস নিষিদ্ধ না হলেও রাজনৈতিক চাপের কারণে রিলিজ করতে আতঙ্কিত। এইরকম পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

The Bengal Files: এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে বিবেক জানিয়েছেন বাংলায় দ্য বেঙ্ল ফাইলস নিষিদ্ধ না হলেও রাজনৈতিক চাপের কারণে রিলিজ করতে আতঙ্কিত। এইরকম পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

মমতার কাছে কী আর্জি বিবেকের?

The Bengal Files- এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত আপকামিং মুভি 'দ্য বেঙ্গল ফাইলস'। ১৯৪৬ সালের ১৬ আগস্ট পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া 'ডাইরেক্ট অ্যাকশন ডে'–এর প্রেক্ষাপটে নির্মিত এই ছবি বিবেকর বিতর্কিত ফাইলস ট্রিলজির তৃতীয় ছবি। দ্য তাশখন্দ ফাইলস,  দ্য কাশ্মীর ফাইলস-এর পর এবার মুক্তির অপেক্ষায় দ্য বেঙ্গল ফাইলস। সিনেমার টিজারে তৈরি হওয়া বিতর্কের আঁচ গোটা দেশে ছড়িয়ে পড়েছে ট্রেলার মুক্তির পর। কলকাতায় ট্রেলার প্রদর্শন ঘিরে তো একেবারে ধুন্ধুমার। 

Advertisment

বাংলার ইতিহাস বিকৃতিকরণের অভিযোগে পশ্চিমবঙ্গে দ্য বেঙ্গল ফাইলস মুক্তি নিষিদ্ধ করা হতে পারে এই ছবি। এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে বিবেক জানিয়েছেন হল মালিকরা ছবি মুক্তিতে ভয় পাচ্ছেন। নিষিদ্ধ না হলেও রাজনৈতিক চাপের কারণে রিলিজ করতে আতঙ্কিত। এইরকম পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

Advertisment

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটি ভিডিওবার্তা দিয়েছেন বিবেক অগ্নিহোত্রী। ছবি মুক্তি বাধাপ্রাপ্ত হতেই মুখ্যমন্ত্রীকে স্মরণ করিয়ে দেন তাঁর সাংবিধানিক শপথের কথা, 'আমরা ভারতবর্ষের জনগণ'। তাই বাকস্বাধীনতা রক্ষার দায়িত্ব তাঁরই। বিশেষ করে যখন ছবিটি ইতিমধ্যেই সাংবিধানিক সংস্থা সিবিএফসি-র অনুমোদন পেয়েছে। 

তিনি আরও বলেন, ভারতই সবচেয়ে বেশি যন্ত্রণা সহ্য করেছে। যার মধ্যে বাংলার অধ্যায় সবচেয়ে বেদনাদায়ক। যেমন ডাইরেক্ট অ্যাকশন ডে কিংবা নোয়াখালি হিন্দু গণহত্যা। যা একপ্রকার আড়ালে রাখা হয়েছে। তিনি বাংলাকে বর্ণনা করেন ভারতের 'সভ্যতার মুকুট' (civilizational crown) হিসেবে।

আরও পড়ুন 'দ্য বেঙ্গল ফাইলস মমতাকে দেখাতে চাই কিন্তু ...', পল্লবীর বক্তব্যের মাঝেই মন্দিরে বিবেক

স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমি হিসেবে বাংলাকে সম্বোধন করেছেন। বিবেকের প্রশ্ন, 'কেন আমাদের নতুন প্রজন্ম আমাদের দেশের সবচেয়ে ভয়াবহ অধ্যায় সম্পর্কে অজ্ঞ থাকবে? সত্যি তুলে ধরাটা অপরাধ?' রাজনৈতিক ভাবনার ঊর্ধে গিয়ে ভাবার আর্জি জানিয়েছেন বিবেক অগ্নিহোত্রী। আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, এই ছবি দেখলে দর্শক স্যলুট করবে। তিনি আরও একটি বিষয় স্পষ্ট করেছেন, দ্য বেঙ্গল ফাইলস কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বরং মানবতার বিরুদ্ধে কাজ করা ব্যক্তিদের বিরুদ্ধে। 

তাঁর দাবি, এই ছবিকে নিষিদ্ধ করা মানে হিন্দু গণহত্যার সত্যকেও নিষিদ্ধ করা। তিনি আরও জানান, সম্প্রতি যখন আমেরিকায় বাঙালিরা ছবিটি দেখেছেন। কেউ কিন্তু, বিরোধীতা করেননি। বার্তার শেষে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন যেন ছবিটি নিষিদ্ধ না করা হয়। বিতর্কের সৃষ্টি বলেও মানুষ যেন সত্যিটা জানে।

আরও পড়ুন 'মমতার সরকারের চাপেই...', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কে শাশ্বতর পুরুষত্ব নিয়ে খোঁচা পল্লবীর

The Bengal Files CM Mamata banerjee