/indian-express-bangla/media/media_files/2025/08/19/cats-2025-08-19-16-36-10.jpg)
কোন কোন জায়গায় মুক্তি পাচ্ছে না?
The Bengal Files-CBFC: পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আগামী ছবি 'দ্য বেঙ্গল ফাইলস'-ঘিরে বিতর্ক অব্যাহত। ৫ সেপ্টেম্বর নির্ধারিত মুক্তির দিন। পশ্চিমবাংলায় ছবি মুক্তি এখনও প্রশ্নচিহ্নের মুখে। তার আগে সেন্সরের বেড়াজালে আটকে পড়ল বিবেকের আপকামিং সিনেমা দ্য বেঙ্গল ফাইলস। বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে মুক্তি পেতে বেগ পেতে হচ্ছে বিবেক অগ্নিহোত্রীর এই ছবি। স্থানীয় সেন্সরশিপ অনুমোদন প্রক্রিয়া বিলম্ব হওয়ার দরুণ আপাতত কয়েকটি অঞ্চলে দ্য বেঙ্গল ফাইলসের মুক্তি বাধাপ্রাপ্ত। সিনেমার প্রযোজনা সংস্থার তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, মরিসাসে এখনও ছবি মুক্তির ছাড়পত্র পাওয়া যায়নি। তাই সেখানের দর্শক দ্য বেঙ্গল ফাইলস মুক্তি থেকে এখন বঞ্চিত।
সেন্সর বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকং-ও। ছবিটি বর্তমানে স্থানীয় সেন্সর কর্তৃপক্ষের পর্যালোচনার মধ্যে রয়েছে। এই সকল অঞ্চলে রাজনৈতিক ও সামাজিক সংবেদনশীল বিষয় নিয়ে তৈরি ছবির ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রক প্রক্রিয়া থাকে। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও আপত্তি জানানো হয়নি। তবুও ছাড়পত্রের বিলম্বের কারণে প্রযোজকরা বাধ্য হয়ে ওই অঞ্চলগুলিতে ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন 'ছবি দেখলে স্যালুট করবেন', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কের মাঝে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ বিবেকের
এই ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, অনুপম খের এবং দর্শন কুমার। 'ফাইলস ট্রিলজি'-র তৃতীয় ও সর্বেশেষ অংশ 'দ্য বেঙ্গল ফাইলস'। 'দ্য কাশ্মীর ফাইলস' এবং 'দ্য তাশখন্দ ফাইলস' এর ছবি মুক্তির নির্ধারিত দিন ৫ সেপ্টেম্বর, ২০২৫। প্রসঙ্গত, এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটি ভিডিওবার্তা দিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, এই ছবি দেখলে দর্শক স্যলুট করবে।
আরও পড়ুন 'দ্য বেঙ্গল ফাইলস মমতাকে দেখাতে চাই কিন্তু ...', পল্লবীর বক্তব্যের মাঝেই মন্দিরে বিবেক
তিনি আরও একটি বিষয় স্পষ্ট করেছেন, দ্য বেঙ্গল ফাইলস কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বরং মানবতার বিরুদ্ধে কাজ করা ব্যক্তিদের বিরুদ্ধে। প্রযোজক পল্লবী যোশীও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসতে রাজি। এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন পল্লবী। তাঁর সোজাসাপটা দাবি, 'যদি উনি আমাদের সময় দেন আমরা ছবি দেখাতে প্রস্তুত। উনি ছবিটা দেখে সিদ্ধান্ত নিন। কিন্তু শুধু ট্রেলারের ওপর ভিত্তি করে বা আগের কোনও ছবির কারণে যদি সমস্যা থেকে থাকে তাঁর জন্য এই কাজকে নিষিদ্ধ করা অপ্রাসঙ্গিক। মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা যায় না।'