রণবীরের জন্মদিনে নেচে গেয়ে সেলিব্রেশন দীপিকার, দেখুন ভিডিও

Happy Birthday Ranveer Singh: রণবীর সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে কী করলেন স্ত্রী দীপিকা? দেখুন।

Happy Birthday Ranveer Singh: রণবীর সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে কী করলেন স্ত্রী দীপিকা? দেখুন।

author-image
IE Bangla Web Desk
New Update
Deepika Padukone, Ranveer Singh, Bollywood, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন

রণবীরের জন্মদিনে দীপিকা পাড়ুকোনের কাণ্ড-কারখানা

Ranveer Singh Birthday: বলিউডের মোস্ট হ্যাপেনিং কাপল রণবীর সিং (Ranveer Singh) এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির এই তারকাদম্পতিকে নিয়ে সর্বদাই সরগরম পেজ থ্রির পাতা। তাঁদের খুনসুঁটি, ভালবাসা, রসিকতা সবেতেই অনুরাগীরা মজে থাকেন। তাই রণবীর-দীপিকার কোনও ছবি বা ভিডিও একসঙ্গে প্রকাশ্যে এলেই হল, ভাইরাল হতেও সময় নেয় না বেশি। আর আজ রণবীর সিংয়ের জন্মদিন উপলক্ষে স্ত্রী অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের যা কাণ্ড ঘটালেন, সোশ্যাল মিডিয়ায় তা রীতিমতো হইচই ফেলে দিয়েছে। শেষে কিনা স্বামীর জন্মদিনে সারমেয় অবতারে ধরা দিলেন বলিউড সুন্দরী দীপিকা!

Advertisment

ঠিক কী হয়েছে? আজ রণবীর সিং ৩৬-এ পা রাখলেন। নিঃসন্দেহে বলিউডের মোস্ট এনার্জেটিক এবং ভার্সেটাইল অভিনেতা তিনি। সদাই প্রাণোচ্ছ্বল, হাসিখুশি। আড্ডা মাতানোতেও তাঁর জুড়ি মেলা ভার। মাস্তানির সঙ্গে চুটিয়ে সংসার করার পাশাপাশি একগুচ্ছ প্রজেক্ট নিয়ে রণবীর এখন বলিউডের ব্যস্ততম অভিনেতা। তবে দীপিকা প্রাণোচ্ছ্বল হলেও সাধারণত চুপচাপ থাকতেই পছন্দ করেন তিনি। তবে এহেন অভিনেত্রী কিনা প্রকাশ্যে এমন কাণ্ডকারখানার ভিডিও আপলোড করলেন, যা দেখে অনুরাগীরা তো বটেই বন্ধুমহলে দীপিকাকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

<আরও পড়ুন: Srijit-Srijato: ‘জুলফিকার’-এর পাল্টা! এবার শ্রীজাতর পরিচালনায় অভিনয় করবেন সৃজিত>

রণবীরকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে দীপিকা একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই অভিনেত্রীকে দেখা গেল ক্যামেরার সামনে সারমেয়র মতো পোজ দিয়ে নাচ করতে। দেখুন সেই মজার ভিডিও।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood deepika padukone Ranveer Singh Bollywood News