Tiku Talsania: শুক্রবার মুম্বইয়ে সিনেমার প্রিমিয়ারে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়েন বলিউডের জনপ্রিয় কৌতুকাভিনেতা টিকু তালসানিয়া। প্রিমিয়ারে যখন বমি শুরু হয় তখনই হুইলচেয়ারের বন্দোবস্ত করা হয়। বিন্দুমাত্র দেরি না করে তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেন টিকুর অনুগামীরা। প্রথমে জানা গিয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরে অভিনেতার স্ত্রী জানান, হৃদরোগ নয় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন টিকু।
NDTV-কে টিকু তালসানিয়ার স্ত্রী দীপ্তি জানিয়েছেন, 'ওঁর ব্রেন স্ট্রোক হয়েছিল। সিনেমার স্ক্রিনিংয়ে গিয়েছিলেন। ওখানে গিয়ে শরীরটা হঠাৎই খারাপ হতে শুরু করে। তখন রাত আটটা। একটুও দেরি না করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।' রবিবার টিকুর শারীরিক অবস্থা কেমন আছে জানেলেন তাঁর মেয়ে শিখা। টিকু তালসানিয়ার মেয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে বাবার হেলথ আপডেট দিয়েছেন।
/indian-express-bangla/media/post_attachments/4d980824-463.jpg)
তিনি জানিয়েছেন, 'সকলের ভালবাসা আর প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্ত আমাদের সকলের জন্য ভীষণ কঠিন ও আবেগপ্রবণ। এর মাঝেও আনন্দের সঙ্গে একটা খবর দিতে চাই। আমার বাবা আগের থেকে অনেকটাই ভাল আছেন। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। কোকিলাবেন আম্বানি হাসপাতালের চিকিৎসক, কর্মীদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। তাঁরা যেভাবে বাবার খেয়াল রেখেছেন তা অনস্বীকার্য। একইসঙ্গে বাবার অনুরাগীরা যেভাবে আরোগ্য কামনা করছেন, তাঁর জন্য প্রার্থনা করছেন তা সত্যিই অতুলনীয়'।
গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়', 'জিন্দেগি অভি বাকি হ্যায় মেরে ঘোস্ট', 'সজন রে ফির ঝুট মত বলো', 'উত্তরণ'-এর মেগায় টিকুর অভিনয় আজও ভোলেনি দর্শক। টিকু তালসানিয়ার দীর্ঘ ফিল্মি কেরিয়ারে উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে ইশক, জোড়ি নম্বর ১, দেবদাস, 'দিল হ্যায় কি মানতা নেহি', 'উমর ৫৫ কি দিল বচপন কা', 'বোল রাধা বোল', 'মিস্টার বেচারা' প্রমুখ। ২০২৪-এ ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও-তে শেষবার দেখা গিয়েছে টিকু তালসানিয়াকে।
আরও পড়ুন: 'হৃদরোগে আক্রান্ত হননি ওঁর তো...', টিকু তালসানিয়ার অসুস্থতা নিয়ে কী বললেন অভিনেতার স্ত্রী?