তারকাদের বেপরোয়া বাইক র‍্যালি! আইন ভাঙায় FIR দায়ের

ভাইরাল ভিডিওতে দেখা যায়, অভিনেতারা উচ্চমূল্যের BMW GSA 1300 এবং BMW GS 1300 বাইকে চড়ে র‍্যালিতে অংশ নিচ্ছেন। যার দাম যথাক্রমে প্রায় ২৪ লক্ষ এবং ২২ লক্ষ।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, অভিনেতারা উচ্চমূল্যের BMW GSA 1300 এবং BMW GS 1300 বাইকে চড়ে র‍্যালিতে অংশ নিচ্ছেন। যার দাম যথাক্রমে প্রায় ২৪ লক্ষ এবং ২২ লক্ষ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
tiku

যা করলেন তাঁরা...

 চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে প্রচার এক অনিবার্য ধাপ, বিশেষত যখন বাজারে প্রতিযোগিতা তীব্র। তবে গুজরাটি ছবি ‘মিশ্রি’–র নির্মাতারা প্রচারের সময় যেন বাড়তি উৎসাহে একটু বেশি এগিয়ে গেলেন। আহমেদাবাদে বাইক র‍্যালিতে অংশ নেন অভিনেতা টিকু তালসানিয়া, অভিনেত্রী মানসী পারেখ–সহ ছবির আরও কয়েকজন অভিনেতা। র‍্যালির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

Advertisment

ভাইরাল ভিডিওতে দেখা যায়, অভিনেতারা উচ্চমূল্যের BMW GSA 1300 এবং BMW GS 1300 বাইকে চড়ে র‍্যালিতে অংশ নিচ্ছেন। যার দাম যথাক্রমে প্রায় ২৪ লক্ষ এবং ২২ লক্ষ। সামনের চালকদের মধ্যে কেউ কেউ হেলমেট পরলেও, মানসী পারেখ ও আরও কয়েকজনকে হেলমেট ছাড়া বাইকে বসে থাকতে দেখা যায়। পাশাপাশি পিলিয়ন রাইডারদের হাতে মোবাইল ক্যামেরাও ছিল, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে। 

Ankush Hazra Exclusive: 'আমার কী দোষ, ওর শিক্ষা', কেল্লাফতের নায়িকা রূপা গ্রেফতার হতেই মন খুলে স্পষ্টকথা অঙ্কুশের

Advertisment

এই ঘটনায় টিকু চম্পকলাল তালসানিয়া (৭০), প্রেমকুমার রবিদান গাধভি (৪৩) এবং জেসাল মধু জাদেজা (৩৪)–র বিরুদ্ধে আইপিসি ধারা ২৮১ (বেপরোয়া ড্রাইভিং) এবং মোটরযান আইন ১৭৭ ও ১৮৪ ধারায় মামলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। বহু নেটিজেনের মন্তব্য, এটি শুধু বেআইনি নয়, ভক্তদের কাছেও ভুল উদাহরণ স্থাপন করছে।

Paoli Dam-Ganoshotru: ত্রৈলোক্যতারিণীকে নিয়ে আরও বড় পরিসরে কাজ হলে স্বপ্নপূরণ হবে: পাওলি দাম

কুশল নায়েক পরিচালিত ‘মিশ্রি’ মুক্তি পেয়েছে ৩১ অক্টোবর। ছবির প্রধান চরিত্রে রয়েছেন মানসী পারেখ, টিকু তালসানিয়া, রৌনক কামদার, প্রেম গাধভি, হিতু কানোদিয়া এবং কৌশাম্বী ভাট। 

Bollywood Actor Entertainment News Today Entertainment News