Tillotama Shome: ভরা পার্টিতে তিলোত্তমাকে টাকার খোঁচা পরিচালকের, তারপর যা হয়েছিল শুনলে চমকে যাবেন

Tillotama Shome Insult: তিলোত্তমা সোম অভিনীত নতুন ছবি Shadowbox মুক্তির অপেক্ষায়। তার আগে কেরিয়ার শুরুর দিনগুলোর তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী।

Tillotama Shome Insult: তিলোত্তমা সোম অভিনীত নতুন ছবি Shadowbox মুক্তির অপেক্ষায়। তার আগে কেরিয়ার শুরুর দিনগুলোর তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
কেরিয়ার শুরুর দিনগুলোর তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী।

কেরিয়ার শুরুর দিনগুলোর তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী।

Tillotama Shome Interview: তিলোত্তমা সোম, অভিনয় জগতের অন্যতম প্রতিষ্ঠিত একজন অভিনেত্রী। সিনেমার স্ক্রিনে যাঁর অভিনয় মুগ্ধ করে দর্শককে। তিলোত্তমার-ই মেয়ে তিলোত্তমা সোম!! জন্ম খাস কলকাতায়, পড়াশোনার সূত্রে শহরের বাইরে পা রাখেন। বাংলা, হিন্দি, হলিউডে চুটিয়ে কাজ করছেন। বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করাটা মোটেই তাঁর কাছে খুব একটা সহজ ছিল না।  তিলোত্তমার স্বপ্ন ছিল পছন্দের পেশাকে বেছে নিয়ে জীবনটাকে সুন্দরভাবে সাজাবেন। আর নিজের আয়ের টাকায় একটি মনপসন্দ গাড়ি কিনবেন। কিন্তু, এক পরিচালক তাঁর মনের আঘাত দিয়ে বলেছিলেন, এত টাকা কোনওদিন আয়-ই করতে পারবেন না। Hollywood Reporter India-কে দেওয়া সাক্ষাৎকারে অতীত নিয়ে অকপট তিলোত্তমা। 

Advertisment

তিনি বলেন, 'একজন পরিচালকের সঙ্গে কাজ করেছিলাম যিনি আমাকে অত্যন্ত কম পারিশ্রমিক দিয়েছিলেন। সিনেমার ব়্যাপ-আপ পার্টিতে আমরা যখন একসঙ্গে কথা বলছিলাম, আনন্দ করছিলাম তখন একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন এই টাকা দিয়ে কী করতে চাই? আমি বলেছিলাম একটা গাড়ি কিনতে চাই। কিন্তু, ওটার অনেক দাম। আমি এমন একটা সিনেমা করতে চাই যেখান থেকে অনেক টাকা আয় হবে আর আমি আমার মনের মতো গাড়িটি কিনতে পারব।' তিলোত্তমার মনের ইচ্ছের কথা শুনে ঠিক কী বলেছিলেন পরিচালক?

আরও পড়ুন: ভেন্টিলেশনেই সব শেষ! প্রয়াত রানি-তামান্নার বলিউডের জন্মদাতা সেলিম, শোকস্তব্ধ বলিউড

অভিনেত্রীর সংযোজন, পরিচালক আমার কাছে এসে বলেছিলেন, 'একটা বলছি কিছু মনে করবেন না। আপনি কোনওদিনই অত টাকা আয় করতে পারবেন না। তবে আপনি খুবই প্রতিভাবান একজন অভিনেত্রী। এই ইন্ডাস্ট্রিতে আপনার পক্ষে অত টাকা আয় করা সত্যিই দুর্বিসহ। এরপর সেই পার্টিতে যা ঘটেছিল শুনলে চমকে যাবেন। পরিচালকের কথায় তিনি বিন্দুমাত্র বিচলিত হননি। বরং ওই পার্টিতেই পরবর্তী সিনেমার জন্য দ্বিগুণ টাকার প্রস্তাব পান। সত্যিই মুখে নয় কাজের মাধ্যমে মোক্ষম জবাব দিয়েছিলেন অভিনেত্রী।' 

Advertisment

আরও পড়ুন: এক লাখের বেশি খরচ করেও জুটল না সেলফি! শিশুদের ধাক্কা মারার অভিযোগ, হৃত্বিকের US Tour-ঘিরে তুলকালাম

তিলোত্তমা বলেন, 'বিগত চার মাস ধরে একটা সিনেমার পারিশ্রমিক নিয়ে আমার সঙ্গে কথাবার্তা চলছিল। আমি জানতাম সেই ছবিটায় আমাকে যে চরিত্রটা দেওয়া হচ্ছে সেটা আগে কখনও করিনি। সেই সিনেমার নাম আমি এখন বলতে চাই না তবে ওই ছবিতেই নিজের প্রতিভাকে তুলে ধরার সুযোগ পেয়েছিলাম। তবে আমি পারিশ্রমিকের জন্য লড়াইটা চালিয়ে গিয়েছিলাম। ওটা আমার দ্বিগুণ করতেই হত। সিনেমার কাজ নিশ্চিত হওয়ার পর ওই পরিচালককে মেসেজ করে বলেছিলাম আমি কত টাকায় কনট্র্যাক্টটা পেয়েছি। আমার মনে হয়েছিল ওঁর সেটা জানা উচিত। পরবর্তীতে কোনও অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে যাতে এইরকম কথা শুনতে না হয় সেটা আমার প্রধান উদ্দেশ ছিল।' প্রসঙ্গত, তিলোত্তমা সোম অভিনীত নতুন ছবি Shadowbox মুক্তির অপেক্ষায়। ফেব্রুয়ারি  ৭৫ তম বার্লিন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল। তার আগে ছবির প্রচারের মাঝেই জার্নি শুরুর গল্প বললেন সোমলতা সোম।

Bengali Actress Bengali Cinema Bengali Film Industry Bengali Film bollywood actress Tillotama Shome