বিনোদনের সেরা খবর: কলকাতা চলচ্চিত্র উৎসব কি হচ্ছে? মুক্তি পেল মিমির নয়া গান, মানুষের পাশে 'ডাক্তার' কমলেশ্বর
করোনাভাইরাসের প্রকোপ কি পড়তে চলেছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উপর, মিমি চক্রবর্তীর নতুন গান মুক্তি এবং তানসেনের তানপুরা রিলিজ-সহ অন্যান্য বিনোদনের খবর।
করোনার প্রভাব কি আঘাত হানবে কলকাতা চলচ্চিত্র উৎসবেও? ২৬ তম সিনেমার উৎসব হবে না! আশঙ্কার মেঘ ঘনিয়ে এসেছিল। এবারে জৌলুসহীনভাবে উৎসব করার কথা ভাবছে রাজ্যসরকার। বৃহস্পতিবার চলচ্চিত্র উৎসব কমিটির বৈঠক হয়েছে নন্দনে। এই আতঙ্কের পরিস্থিতিতে কীভাবে উৎসব করা যায় তা নিয়েই মূলত আলোচনা বসেছিল। প্রসঙ্গত, আপাতভাবে নভেম্বরের ৫ থেকে ১২ ফেস্টিভ্যাল হওয়ার দিন ঠিক হয়েছে।
তানসেনের তানপুরা
ভারতীয় রাগসঙ্গীতের ভক্ত যাঁরা, তাঁরাও সম্ভবত কখনও ভাবেননি যে এই বিষয়ের উপর কোনও থ্রিলার হতে পারে। এবার সেই ট্রেজার হান্ট ওয়েব সিরিজ ‘তানসেনের তানপুরা’ ২৬ জুন মুক্তি পেতে চলেছে হইচইয়ের প্ল্যাটফর্মে। কথা ছিল নববর্ষ কিংবা তার পরই মুক্তি পেতে পারে এই সিরিজটি।কিন্তু লকডাউনের গেরোয় পিছিয়ে যায় থ্রিলার সিরিজটির মুক্তির দিনক্ষণ।
অনুরাগীদের আবদার মেটাতেই মিমির প্রয়াস। বাংলা সিনেমার প্লে-ব্যাক করার পর নিজের ইউটিউব চ্যানেলে তিনটি হিন্দি সিঙ্গলস রিলিজ হয়েছে তাঁর। এবারে দর্শকের অনুরোধে গাইলেন রবীন্দ্রসঙ্গীত। শুক্রবার মুক্তি পেল তাঁর গাওয়া রবীন্দ্রসঙ্গীত 'আমার পরাণ যাহা চায়'।
আমফান বিধ্বস্ত মানুষের পাশে চিকিৎসক কমলেশ্বর
প্রায় ১৪ বছর পর প্র্যাক্টিসে ফিরলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। আমফান বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে চিকিৎসক কমলেশ্বর পাড়ি দিয়েছিলেন সুন্দরবন। সেখানকার দুঃস্থ মানুষদের দেখভালের কথা ভেবেই এই সিদ্ধান্ত। ২০০৬ সালে নিজের মেডিসিন প্র্যাক্টিস ছেড়ে দিয়েছিলেন 'মেঘে ঢাকা তারা'র পরিচালক।
আর্টিস্ট ফোরাম এর কার্যকরী পদ থেকে ইস্তফা দিলেন চারজন সদস্য। ফোরামের যুগ্ম সম্পাদক সহ আরও তিনজন তাঁদের দায়িত্ব থেকে সরে এলেন। সোহন বন্দোপাধ্যায়, রানা মিত্র, সাগ্নিক সাঁতরা ও সপ্তর্ষি রায়- এই চারজন সদস্য ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে।