Tollywood Actor: ICU-তে সংকটজনক টলিউড অভিনেতা, মেয়ের অনুরোধে আর্থিক সাহায্যের জন্য হাত বাড়ালেন কে?

Actor Serious Condition: অভিনেতা-কমেডিয়ানের মেয়ের আর্জি, টলিউডে যাঁরা তঁর বাবার সঙ্গে কাজ করেছেন প্রত্যেকেই যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন। সংবাদমাধ্যমের সামনে মেয়ে বলেছেন, এই মুহূর্তে তাঁর বাবার চিকিৎসার জন্য প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার প্রয়োজন।

Actor Serious Condition: অভিনেতা-কমেডিয়ানের মেয়ের আর্জি, টলিউডে যাঁরা তঁর বাবার সঙ্গে কাজ করেছেন প্রত্যেকেই যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন। সংবাদমাধ্যমের সামনে মেয়ে বলেছেন, এই মুহূর্তে তাঁর বাবার চিকিৎসার জন্য প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার প্রয়োজন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

কিডনি বিকল, হাসপাতালে অভিনেতা

Tollywood Actor Health Issue: রূপোলি দুনিয়ার তারকা মানেই তাঁদের কোনও অর্থনৈতিক সমস্যা নেই এমনটা মোটেই নয়। টলিউড (তেলুগু) অভিনেতা ও কমেডিয়ান Fish Venkat তারই উজ্জ্বল দৃষ্টান্ত। ওয়ান ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে Fish Venkat-এর মেয়ে Shravanthi জানিয়েছেন, বাবার কিডনি প্রতিস্থাপনের দরকার, যার জন্য অনেক টাকার প্রয়োজন। ইতিমধ্যে টলিউড অভিনেতা প্রভাসের টিমের তরফে মোটা টাকা সাহায্যের প্রস্তাব দেওয়া হয়েছে। অভিনেতা-কমেডিয়ানের মেয়ের আর্জি, টলিউডে যাঁরা তঁর বাবার সঙ্গে কাজ করেছেন প্রত্যেকেই যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন। সংবাদমাধ্যমের সামনে Shravanthi বলেছেন, এই মুহূর্তে বাবার চিকিৎসার জন্য প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার প্রয়োজন। 

Advertisment

Shravanthi-র কথায়, 'আমার বাবার শরীর মোটেই ভাল নেই। শারীরিক অবস্থা বেশ খারাপ। এই মুহূর্তে আইসিইউ-তে রয়েছেন। ওঁর কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন। যার জন্যই ৫০ লাখ টাকার দরকার। প্রভাসের সহকারীর তরফে ফোন পেয়েছি। আর্থিক সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন। কিডনি প্রতিস্থাপনের দিনক্ষণ জানাতে বলেছেন, তখনই টাকা পাঠিয়ে দেবেন।' আর্থিক সমস্যা মিটলেও পরিবারের কেউ কিডনি দান করতে রাজি নন। কোনও ডোনারও এখনও খুঁজে পাওয়া যায়নি। 

আরও পড়ুন শুটআউট @ ক্লিনিক! রোগী সেজে চিকিৎসককে গুলি, সংকটজনক জনপ্রিয় অভিনেত্রীর বাবা

ইন্ডিস্ট্রির কয়েকজনের নাম উল্লেখ করে Shravanthi-র অনুরোধ, 'চিরঞ্জিবী, পওন কল্যান, আল্লু অর্জুন, জুনিয়ার এনটিআর  আপনারা প্রত্যেকে আমাকে এই ব্যপারে একটু সাহায্য করুন। ওঁদের প্রত্যেকের সঙ্গে আমার বাবা হিট ছবিতে কাজ করেছেন। কিন্তু, এখন কেউ খোঁজ নিচ্ছে না। সকলের কাছে আমার আন্তরিক অনুরোধ দয়া করে আমার বাবার দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন।'  

Advertisment

কে এই টলিউড অভিনেতা Fish Venkat? তিনি তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত একটি মুখ। কমেডি আর ভিলেনের চরিত্রে অভিনয় করে তেলুগু ছবির দর্শকের মনে দাগ কেটেছেন। তলেঙ্গনা উপভাষার উপর তাঁর আসামান্য দক্ষতার জন্য তাঁকে মাছ (Fish)উপাধি দেওয়া হয়েছে। ফিল্মি কেরিয়ারে তঁর উল্লেখযোগ্য হিট ছবিগুলির মধ্যে রয়েছে, Bunny, Adhurs, Dhee, Mirapakay-এর মতো সিনেমাগুলো। সম্প্রতি তঁকে দেখা গিয়েছে থ্রিলার মুভি Coffee with a Killer-এ। 

আরও পড়ুন রোগী সেজে ক্লিনিকে ঢুকে চিকিৎসককে গুলি, কেমন আছেন অভিনেত্রীর বাবা? প্রকাশ্যে CCTV ফুটেজ

prabhash tollywood news