Tania father Anil Jit Singh Kamboj: ভরদুপুরে পঞ্জাবের ক্লিনিকে ধুন্ধুমার কাণ্ড। রোগী দেখার সময় আচমকা হাজির অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি। কর্মরত চিকিৎসকে লক্ষ্য করে গুলি। ঘটনায় মাটিয়ে লুটিয়ে পড়েন ওই চিকিৎসক। ৪ জুন শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে চিকিৎসক অনিল জিৎ সিং কম্বেোজের ক্লিনিকে। গুরুতর জখম অবস্থায় নিকটবর্তী হাসপাতালে অত্যন্ত সংকটজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়। তিনি পাঞ্জাবী অভিনেত্রী তানিয়ার বাবা।
আরও পড়ুন তৃতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন! চর্চার মাঝে মা হওয়ার ইচ্ছেপ্রকাশ বাংলাদেশী অভিনেত্রীর
সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই ঘটনার কথা সকলকে জানিয়েছে অভিনেত্রীর টিম। একইসঙ্গে এই কঠিন সময় পরিবারের গোপনীয়তা বজায় রাখার আর্জিও করা হয়েছে। লেটেস্ট আপডেট অনুযায়ী, এখন তানিয়ার বাবা অনিল জিৎ সিং কম্বেোজের অবস্থা আপাতত স্থিতিশীল। এর মাঝেই সেলেব পাপারাজ্জি ভিরাল ভায়ানি ইনস্টা হ্যান্ডেলে সেই দুই ব্যক্তির ছবি শেয়ার করেছেন।
/indian-express-bangla/media/post_attachments/47ac8169-7e2.jpg)
ছবি পোস্ট করে সেলেব প্যাপ জানিয়েছেন, তাঁর টিমের কাছে সিসিটিভি-র ছবি এসে পৌঁছেছে। অনিল জিৎ সিং কম্বেোজকে গুলি করেছে যে দুই ব্যক্তি তাদের ছবি একদম স্পষ্ট। ক্লিনিকে ঢুকে কী ভাবে রোগী সেজে চিকিৎসকের কাছে পৌঁছে গিয়েছিল তা একদম দিনর আলোর মতোই স্পষ্ট। Moga-এর সিনিয়ার পুলিশ সুপারিনটেনডেন্ট (SSP) সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, 'এখনও হাসপাতালেই ভর্তি রয়েছেন। ওঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থা আগের তুলনায় খানিকটা স্থিতিশীল। আমরা ঘটনার তদন্ত চালাচ্ছি।'
আরও পড়ুন শুটআউট @ ক্লিনিক! রোগী সেজে চিকিৎসককে গুলি, সংকটজনক জনপ্রিয় অভিনেত্রীর বাবা
অভিনেত্রী তানিয়ার বাবা চিকিৎসক অনিল জিৎ সিং কম্বেোজের সঙ্গে ঠিক কী ঘটেছিল?
সেই মুহূর্তের বিবরণ দিয়েছেন ঘটনার এক প্রত্যক্ষদর্শী। পঞ্জাব ম্যানিয়াকে তিনি জানিয়েছেন, রোগী সেজে মোটরসাইকেলে চেপে দুইজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি আসে। চিকিৎসকের সামনে রোগী হিসেবে চিকিৎসকের সঙ্গে কথাও বলেছে। দুজন সম্পূর্ণ পরিকল্পনা করেই এসেছিল তা একদম স্পষ্ট। কথা বলার সময় ধীরে ধীরে চিকিৎসকের কাছে গিয়ে আচমকা গুলি চালায়। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই খুনের হুমকি পাচ্ছিলেন। কিন্তু, বিষয়টি সেভাবে গুরুত্ব দেননি, পরিবারের তরফে কোনও অভিযোগও দায়ের করা হয়নি।
আরও পড়ুন জন্মদিনের আগের রাতেই গায়েব, কী হল বলিোউডের 'বাজিরাও' রণবীর সিংয়ের?