Koel Mullick: মা-বাবা তাড়াতাড়ি বন্ধু হতে পারে না? ছোট থেকেই সঠিক শিক্ষা দেওয়ার পাঠ মা কোয়েলের

কোয়েলের মেয়ে একেবারেই ছোট। পুজোর দিনে কাভ্যা-কে সকলের সামনে নিয়ে আসেন তিনি। এবং দুই ভাই-বোনের মধ্যে যে দেদার খুনসুটি এবং দুষ্টুমি চলে, সেকথা জানিয়েছেন নায়িকা।

কোয়েলের মেয়ে একেবারেই ছোট। পুজোর দিনে কাভ্যা-কে সকলের সামনে নিয়ে আসেন তিনি। এবং দুই ভাই-বোনের মধ্যে যে দেদার খুনসুটি এবং দুষ্টুমি চলে, সেকথা জানিয়েছেন নায়িকা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
koel

কী বলছেন মা কোয়েল?

কোয়েল মল্লিক যেভাবে নিজে বড় হয়েছেন, সন্তানদের জন্য কিন্তু ঠিক সেভাবেই রুল সেট করেছেন তিনি। যৌথ পরিবারে বড় হওয়া কোয়েল বাবা-মায়ের শাসনে  বেড়ে উঠেছেন, নিজেও যেন তাঁদের বড় হওয়ায় যেন একেবারেই খামতি না থাকে, সেটাই চেষ্টা করছেন। সম্প্রতি, অভিনেত্রী নিজেই জানিয়েছেন সেই কথা। ২ সন্তানের মা কোয়েল ব্যক্তিগত জীবনকে নিয়ে ঠিক ততটাই সিরিয়াস, যতটা কাজ নিয়ে। 

Advertisment

কোয়েলের মেয়ে একেবারেই ছোট। পুজোর দিনে কাভ্যা-কে সকলের সামনে নিয়ে আসেন তিনি। এবং দুই ভাই-বোনের মধ্যে যে দেদার খুনসুটি এবং দুষ্টুমি চলে, সেকথা জানিয়েছেন নায়িকা। ভাইয়ের পিছু পিছুই সময় কাটে কাভ্যার। সঙ্গে তাঁরা যে বেশ শাসনে বড় হচ্ছে, একথাও সাফ জানান তিনি। নিজের ছবি স্বার্থপরের প্রচারে ঠিক সেই কথাই জানিয়েছেন তিনি। কী বলছেন তিনি? 

Hina Khan-Sonali Bendre: ক্যানসার রোগীদের জন্য বিরাট দান, কেঁদে ভাসালেন হিনা - সোনালী

Advertisment

কোয়েল কী বলছেন? 

ছেলে-মেয়েকে কীভাবে শাসনে রাখেন তিনি? কোয়েল মা হিসেবে যে বেশ রাগি একথা নিজেই জানালেন। তাঁদের যে ছোট থেকেই ভীষণ কড়া নজরে বড় করতে হয়, সেটাই নিজেও ছোট থেকে শিখেছেন, আর নিজের সন্তানদের মধ্যে সেটাই বজায় রাখতে চান তিনি। অভিনেত্রী বলছেন... 

Smita Patil: বৃষ্টিতে ঘনিষ্ঠ নাচ নাচতে গিয়ে ঘোর অস্বস্তি! 'আমি পারব না', কেন আপোষ করতে পারলেন না স্মিতা?

"না, ছেলেমেয়েদের জীবনে বন্ধু থাকবেই। কিন্তু, বাবা মায়েরা কত তাড়াতাড়ি বন্ধু হতে পারে, বা হওয়া উচিত- সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এই ঠিক-ভুলের মধ্যে আমি যেতে চাই না। আমি মা হিসেবে ওদের যথেষ্ট শাসনে রাখি। এই বয়সে শাসন না করলে আর কোন বয়সে করব? কারণ, এটাই আসল সময়। এই সময় যদি ওদের শাসনে না রাখি, তাহলে মুশকিল। আমার ছেলেমেয়ে এখন খুব ছোট। ওরা দোষ-গুণ, ঠিক ভুল বুঝবে না। ওদের সেটা শাসনের মাধ্যমেই বোঝাতে হবে। অনেকটাই বাবা-মায়ের উপর বর্তায়। সেটা তাঁদের বোঝানো আমাদের কাজ। আমিও মনে হয়, আমার মা বাবার কাছ থেকে অনেককিছু শিখেছি। সেখান থেকেই আমি বুঝেছি কী শিক্ষা দেব।" 

প্রসঙ্গে, প্রায় ১৬ বছর পর রঞ্জিত মল্লিক-কোয়েল মল্লিক একসঙ্গে আসছেন  স্ক্রিনে। বাবা-মেয়ের কাছে এ এক অনন্য মুহূর্ত। শুধু তাই নয়, মা হওয়ার পর কোয়েল যে এখন কতটা পরিণত সেটাই বোঝা যাচ্ছে এখন। 

tollywood Entertainment News Today Koel Mullick