Tollywood : বাবার মৃত্যুর পরেই ঘিরে ধরল ভাবনা, কেনই বা তাঁর ডাক্তারকে ফোন করেছিলেন সুদীপ্তা?

Tollywood actress: অভিনেতার রাহুল বন্দ্যোপাধ্যায়ের শোতে উপস্থিত ছিলেন সুদীপ্তা। সেখানে কথা হচ্ছিল কৌশিক গাঙ্গুলী পরিচালিত জ্যেষ্ঠপুত্র সিনেমা নিয়ে। সেই ছবিতে ইলার চরিত্রে অভিনয় করেছিলেন সুদীপ্তা।

Tollywood actress: অভিনেতার রাহুল বন্দ্যোপাধ্যায়ের শোতে উপস্থিত ছিলেন সুদীপ্তা। সেখানে কথা হচ্ছিল কৌশিক গাঙ্গুলী পরিচালিত জ্যেষ্ঠপুত্র সিনেমা নিয়ে। সেই ছবিতে ইলার চরিত্রে অভিনয় করেছিলেন সুদীপ্তা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sudipta

দিদি কী এমন বলেছিলেন তাঁকে?

Tollywood :  অভিনেত্রী হয়ে ওঠা কি খুব সহজ? নাকি শিল্পী হলে তার মধ্যে কোনরকম ইমোশন থাকতে নেই? নাকি তথাকথিত তারকা সন্তান কিংবা অভিনেতাদের সন্তানদের কাছে, দারুণ সব চরিত্রর জন্য অফার পাওয়াটাই খুব স্বাভাবিক ঘটনা কিংবা খুব সহজ ঘটনা? অভিনেত্রীর সুদীপ্তা চক্রবর্তী সহজ কথায় এসে সেই কথাই জানিয়েছিলেন, তার জীবনের সমস্ত উল্লেখযোগ্য কাজ গুলোর সুযোগ কোনোটাই তাঁর কাছে প্রথম পছন্দ হয়ে আসেনি।

Advertisment

অভিনেতার রাহুল বন্দ্যোপাধ্যায়ের শোতে উপস্থিত ছিলেন সুদীপ্তা। সেখানে কথা হচ্ছিল কৌশিক গাঙ্গুলী পরিচালিত জ্যেষ্ঠপুত্র সিনেমা নিয়ে। সেই ছবিতে ইলার চরিত্রে অভিনয় করেছিলেন সুদীপ্তা। এবং বলাই উচিত এই চরিত্রের জন্য দারুন প্রশংসা পেয়েছেন তিনি। কিন্তু ওই ইলা চরিত্রটি তার কাছে পৌঁছলেও তিনি ছিলেন দ্বিতীয় পছন্দ। এবং যখন সে চরিত্রটির অফার তিনি পেয়েছিলেন, তখন তার জীবনটা একটু অন্যরকম গতিতে এগোচ্ছিল। অর্থাৎ? তার বাবা তখন মৃত্যুশয্যায়। অভিনেত্রী কে সেই শোয়েই বলতে শোনা গেল...

Anup Kumar Birthday: শিল্পী হিসেবে মান পেলেন না, মৃণাল সেনের সংসারট… 

Advertisment

ইলার জন্য কিন্তু আমি প্রথম পছন্দ ছিলাম না। বলে যে কয়েকটা উল্লেখযোগ্য কাজ আছে সব জায়গাতেই আমি রিপ্লেসমেন্ট অভিনেতা হিসেবে পৌঁছেছি। তখন বাবা প্রচন্ড অসুস্থ। প্রায় মৃত্যুশয্যায়। সেই সময় কৌশিকদা ফোন করে বললেন একটা এরকম চরিত্র আছে তুই কিন্তু চরিত্রটা করছিস। স্ক্রিপটা যখন পাঠিয়েছে তখন আমি আর ওটা পড়ার অবস্থায় নেই। তখন আমার দিদি বিদেশে। ডাক্তার বলে দিয়েছেন যে দিন গুনুন।  দিদি বিদেশ থেকে ফোন করে বলছে, ডাক্তারকে বল বাবাকে আর দুটো দিন বাঁচিয়ে রাখতে, আমি যেন গিয়ে বাবাকে দেখতে পাই। ওই সময় দাঁড়িয়ে স্ক্রিপ্ট পড়া সম্ভব না।"

Actor Passed Away: আচমকাই সব শেষ! রহস্যমৃত্যু জনপ্রিয় অভিনেতার...

কিন্তু কিভাবে নিজেকে ইলার জন্য গুছিয়ে নিয়েছিলেন তিনি? কথায় বলে মানুষ চাইলে সমস্ত কিছু করতে পারে। নিজের জীবনের ছোট ছোট ঘটনা থেকেই অনুপ্রেরণা খুঁজে নিয়ে সবকিছু করতে পারেন। সুদীপ্তার ক্ষেত্রেও যেন স্টিক সেটাই হয়েছিল। অভিনেত্রী বলেন, বাবা মারা গেলেন ৩০ শে নভেম্বর। জ্যেষ্ঠপুত্রর শুটিং হওয়ার কথা ছিল ২ ডিসেম্বর থেকে। এক তারিখ রাত্রিবেলা আমার বাবাকেই যে ডাক্তার দেখতেন, সেই নিউরোলজিস্টকে আমি ফোন করে আমি আলোচনা করছিলাম। সেটা আমার চরিত্রের প্রয়োজনেই। ডাক্তারবাবু ভাবছেন যে যে মানুষটা দুদিন আগেও বাবাকে নিয়ে কথা বলতেন, একি ধরনের মেয়ে, যে বাবা মারা যাওয়ার দুদিনের মধ্যেই চরিত্র নিয়ে আলোচনা করছে?"

এটুকু বলেই হাসতে শুরু করেন সুদীপ্তা। যদিও একের পর এক স্টেলার পারফরম্যান্স দিয়েছেন তিনি থিয়েটার এবং সিনেমার মঞ্চতে। বর্তমানে অভিনয় শেখানোর পাশাপাশি, নিজেও একনাগারে কাজ করে চলেছেন।

tollywood Sudipta Chakraborty tollywood news Tollywood Actress