নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে এখনও অশান্তির আগুন জ্বলছে দিল্লিতে। মঙ্গলবার থেকেই পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু করে। বাড়তে থাকে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ২৭ জনের। পুলিশি নিরাপত্তায় মোড়া রাজধানী। বিধ্বস্ত উত্তর-পূর্ব দিল্লিতে জারি হয়েছিল 'শ্যুট অ্যান্ড সাইট'-এর নির্দেশ। এমতাবস্থায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিবাসীকে শান্তি বজায় রাখার আর্জি জানিয়ে টুইট করেন। পরিস্থিতি সামলাতে ময়দানে নামেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
এই উত্তপ্ত পরিস্থিতে মৌনতা ভেঙেছেন বাংলার শিল্পী মহলও। একের পর এক টুইটে হিংসা বন্ধ করার বার্তার পাশাপাশি, ঘটনার তীব্র নিন্দা করেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান, মিমি চক্রবর্তীরা। বুধবার তাদের টুইটার হ্যান্ডেলে সরব হন অনির্বাণ ভট্টাচার্য, সৃজিত মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো বাংলার প্রথম সারির মুখেরা।
আরও পড়ুন, ডিসকভারি চ্যানেলে ‘থালাইভা’! আসছে রজনীকান্তের বিশেষ এপিসোড
বসিরহাটের সাংসদ নুসরত জাহান বলেন, ''দুঃখিত, হৃদয়বিদারক, শোকস্তব্ধ...আমার দেশ জ্বলছে। সবার আগে মনে রাখতে হবে আমরা মানুষ। দয়া করে ভুল খবর, বিভ্রান্তি ও হিংসা ছড়াবেন না।'' যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী লেখেন, ''আজ ভালো হয়েছে কবি গুরু তুমি বেঁচে নেই ...আজ ভালো হয়েছে কবি নজরুল ইসলাম তুমি বেঁচে নেই। কারণ মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আর নই, মোরা রাম আর রহিম ভাই ভাই আর নই। যেটা আমরা এখন... সেটা আর যাই হোক মানুষ আর নই ...''
Saddened.... Disheartened.... Pained
My country is burning. Let us not forget we are Human first. Also please do not spread rumour, fake news & hate. ????#Delhi pic.twitter.com/gjpIbj3Gr2— Nusrat (@nusratchirps) February 26, 2020
আজ ভালো হয়েছে কবি গুরু তুমি বেঁচে নেই ...
আজ ভালো হয়েছে কবি নজরুল ইসলাম তুমি বেঁচে নেইকারণ মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আর নই ,
মোরা রাম আর রহিম ভাই ভাই আর নইযেটা আমরা এখন... সেটা আর যাই হোক মানুষ আর নই ... ????????
— Mimssi (@mimichakraborty) February 26, 2020
টুইট বার্তায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় 'জন গণ মন'- এর একটি স্তবক উদ্ধৃত করে মানুষকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে বিজেপিকে সরাসরি আক্রমণ করেছেন অনির্বাণ ভট্টাচার্য। লিখেছেন, ''দিল্লী তে কি হচ্ছে, বি জে পি আই টি সেল একটু বলবেন ? আপনাদের কাছেই শুনব,কারণ দেশ তো আপনারাই গড়ছেন। টুকড়ে টুকড়ে খবর শুনে কি করব বলুন,আপনারাই বেশ করে বুঝিয়ে দিন তো,যাতে আমার এখনো না হওয়া কাল্পনিক সন্তানেরও মাথায় গেঁথে যায়। নিন,বোঝান..আচ্ছা, ট্রাম্প এখন কোথায় ?''
অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী
হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী
পূরব পশ্চিম আসে তব সিংহাসন-পাশে
প্রেমহার হয় গাঁথা।
জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।। pic.twitter.com/DrNWQ8rUmR— Srijit Mukherji (@srijitspeaketh) February 25, 2020
দিল্লী তে কি হচ্ছে, বি জে পি আই টি সেল একটু বলবেন ? আপনাদের কাছেই শুনব,কারণ দেশ তো আপনারাই গড়ছেন। টুকড়ে টুকড়ে খবর শুনে কি করব বলুন,আপনারাই বেশ করে বুঝিয়ে দিন তো,যাতে আমার এখনো না হওয়া কাল্পনিক সন্তানেরও মাথায় গেঁথে যায়। নিন,বোঝান..আচ্ছা, ট্রাম্প এখন কোথায় ?
— Anirban Bhattacharya (@AnirbanSpeaketh) February 25, 2020
আরও পড়ুন, বিশ্ব বিখ্যাত ‘ডিডিএলজে’ এবং ‘শোলে’, বলিউড সম্পর্কে মন্তব্য ট্রাম্পের
পরমব্রত চট্টোপাধ্যায় লেখেন, ''না, এখন আর এটা আকস্মিক ঘটনা নয়। বিষয়টা চলছিলই, এখন কেবল সামনে আসল। ভিডিওটিতে যে দৃশ্য দেখা গিয়েছে (দুঃখজনকভাবে) তা আমারদেরই করুণ, অসহায়তার প্রতিচ্ছবি মাত্র।'' টুইট করেছে পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
No it’s not shocking, not anymore. The pogrom was on, it’s only become open now. From the pathetic, helpless lot of ours, the aware & conscious might find a mirror image of what we might be remembered as(sadly) in “Hunters” on prime video. Good luck with sleeping!
— parambrata (@paramspeak) February 25, 2020
I don't see Delhi Burning.. I can only see Humanity Crippling.
THIS was not Gods plan.
THIS needs to STOP.
Or else we fail TOGETHER, AS A NATION ????????. pic.twitter.com/Qh2KI9wqJN— Dev (@idevadhikari) February 26, 2020
সাংসদ-অভিনেতা দেবের কথায়, ''আমি দেখতে পাচ্ছি না দিল্লি জ্বলছে... আমি দেখছি মানবতার আর্তনাদ। এগুলো বন্ধ হওয়া আশু প্রয়োজন, নইলে দেশ হিসাবে আমরা ব্যর্থ হয়ে পড়ব।'' টুইটে গর্জে ওঠেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র, অভিনেতা আবির চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, বিক্রম চট্টোপাধ্যায়।
Strange how lines from our Partition Literature seem to mock us today from the distant past, telling us how we are failing each day as a nation.
And then there is God.. laughing in mockery too today.
Let's Heal. Please ???????? pic.twitter.com/bhrCEUumUq— RUKMINI MAITRA (@RukminiMaitra) February 26, 2020
Whatever happening around us, we can held ourselves responsible only.Hatred has been a more powerful emotion & the havoc it can create has no end..Unfortunate we are that we succumb to our inner demons & evils get unleashed.From time immemorial till now.
— Abir Chatterjee (@itsmeabir) February 26, 2020
আমরা কি আমাদের এই মায়ের সন্মান একটুও রক্ষা করতে পারি না ? একটু শান্তির আশা কি করতে পারিনা ? জীবনের সুখ গড়ে তোলার মধ্যে পাওয়া যায় ভেঙে ফেলার মধ্যে নয়। ???????????????? pic.twitter.com/7JWSd7vrmp
— ANKUSH (@AnkushLoveUAll) February 26, 2020
Shocked and hurt beyond words with what’s going on in Delhi. Don’t let politics and religion rise above humanity, please. This is not the world any of us wish to live in! ????????????
— Vikram Chatterjee (@VikramChatterje) February 26, 2020
আরও পড়ুন, মোদীজিকে দেখে এসেছিলাম, এখন সবকিছু বিধ্বংসী লাগছে: সুভদ্রা
ইতিমধ্যেই রাজধানীর পরিস্থিতি ঘুরে দেখেছেন দোভাল। বৈঠক করেছেন দিল্লি পুলিশ এবং আধা সামরিক বাহিনীর আধিকারিকদের সঙ্গে। দেখা করেছেন উত্তর-পূর্ব দিল্লির ডেপুটি কমিশনারের সঙ্গে। সেই মতো বুধবারই কেন্দ্রীয় মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকে দিল্লির পরিস্থিতি নিয়ে রিপোর্টও জমা দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন