রবিবার রাতে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল দিল্লি। আন্দোলনরত পড়ুয়াদের উপর নেমে এল অতর্কিত হামলা। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের হস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদ করছিলেন ছাত্র-ছাত্রীরা। কিন্তু এদিন সন্ধ্যেবেলা আচমকাই রড, ব্যাট নিয়ে মুখ ঢাকা কিছু মানুষ ক্যাম্পাস চত্বরে ঢুকে হামলা চালায়। ঘটনার গুরুতর আহত হয়েছেন জেএনইউ-এর ছাত্র সংগঠনের সভাপতি ঐশী ঘোষ।
পড়ুয়াদের দাবি এভিবিপি সমর্থকরা এই হামলা চালিয়েছে। JNUSU-এর অভিযোগ, “পুলিশের উপস্থিতিতেই লাঠি, রড, হাতুড়ি নিয়ে ঘুরছে ABVP, সবাই মুখোশ পরে। ওরা ইট ছুড়ছে, পাঁঁচিল টপকে ঢুকছে, এবং হোস্টেলে ঢুকে ছাত্রদের মারছে। প্রহৃত হয়েছেন বেশ কিছু অধ্যাপকও। নির্মমভাবে আক্রান্ত হয়েছেন JNUSU সভাপতি ঐশী ঘোষ, তাঁর মাথা থেকে অঝোরে রক্ত ঝরছে। ABVP’র গুন্ডাদের তাড়া খেয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করছে ছাত্রছাত্রীরা। পুলিশ এই অপরাধে জড়িত, তারা হুকুম নিচ্ছে সংঘ সমর্থক প্রফেসরদের কাছ থেকে, পড়ুয়াদের ভারত মাতা কি জয় স্লোগান দিতে বাধ্য করছে।”
আরও পড়ুন, ‘আমার নিজের টাকা রয়েছে এই ছবিতে’, ‘ছপক’-এর প্রচারে ক্রুদ্ধ দীপিকা
অপর্ণা সেন বলেছেন, ''এই মুখোশধারী গুণ্ডারা কারা? এটা কী গুণ্ডারাজ চলছে?'' পরিচালক প্রতিম ডি গুপ্তের টুইট, ''দয়া করে নিজেদের রাজনীতিতে ছাত্রদের ঘুঁটি হিসাবে দেখা বন্ধ করুন।'' অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের টুইট, ''এ দেশের বুকে আঠারো আসুক নেমে।" টুইট করে ঘটনার কড়া নিন্দা করেছেন অনেকে।
হীরক রাজার সেনারা একের পর এক পাঠশালা আক্রমণ করে যাবে, মগজ ধোলাই মেশিন চলছে, চলবে ... উদয়ন মাস্টার , কোথায় আপনি ? আর লুকিয়ে থাকবেন না ! আপনাকে , গুপি , আর বাঘা কে খুব দরকার!
— parambrata (@paramspeak) January 5, 2020
#JNUViolence
Brutal violence in an educational institution is condemned from heart soul nd mind..— Mimssi (@mimichakraborty) January 5, 2020
Ok, so who are these masked goons? Allegedly ABVP? Allegedly backed by RSS? Even if we say we don't know, the question still remains: How can our universities be under attack? What is the Delhi police doing? What is happening in our country? Has it become a 'Goonda Raj?'
— Aparna Sen (@senaparna) January 5, 2020
আরও পড়ুন, ধর্মের নামে বিভাজনের রাজনীতি বন্ধ করুন: অনুরাগ কাশ্যপ
JNU students being beaten up by ABVP goons. Live on TV! How much longer are you going to look the other way? Or r u spineless? Yes I AM a liberal! Yes, I AM secular! And proud to be so if THIS is the alternative. Shame! Shame on ABVP & the police who are aiding & abetting them!
— Aparna Sen (@senaparna) January 5, 2020
DO NOT DO NOT DO NOT call this a mishap, accident, fight between students and goons. No. This is a terrorist attack. This is terrorism. #jnuunderattack @DelhiPolice Save them
— Swastika Mukherjee (@swastika24) January 5, 2020
Armed men in masks beating up students mercilessly in JNU. What is going on ?! #JNUViolence
— Swastika Mukherjee (@swastika24) January 5, 2020
এ দেশের বুকে আঠারো আসুক নেমে।।
— Abir Chatterjee (@itsmeabir) January 5, 2020
I strongly condemn the ongoing horrifying attacks on the students and teachers of JNU. Save JNU right now! #SOSJNU @DelhiPolice
— Anupam Roy (@aroyfloyd) January 5, 2020
Hum dekhenge.https://t.co/GjfXPaBcfh https://t.co/GjfXPaBcfh
— Srijit Mukherji (@srijitspeaketh) January 5, 2020
To
The People of India,
Even if you don’t support these goons but stay neutral,
After this you are amongst them.#JNUattack pic.twitter.com/FZfVwDkWUV— Soukarya Ghosal (@soukaryaghosal) January 5, 2020
The blood is being spilled in JNU, but the whole country is bleeding. Stop using students as pawns in your politics. #JNUViolence pic.twitter.com/vNF3Dlxcon
— PDG (@PratimDGupta) January 5, 2020
আরও পড়ুন, রক্তাক্ত জেএনইউ, মুখোশধারীদের তিন ঘন্টার তাণ্ডবে আহত ২৬
এক বিবৃতিতে JNUSU দাবি করে, হামলার নেপথ্যে রয়েছে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP), এবং পড়ুয়াদের পাশাপাশি হামলার নিশানা ছিলেন বেশ কিছু প্রফেসরও।