/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/10/Nusrat-lead.jpg)
এক্সপ্রেস ফটো: পার্থ পাল
মহাষ্টমীতে ঢাকের তালে জমিয়ে নাচলেন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। বিরল দৃশ্যই বটে! কারণ সাংসদ হওয়ার পর পুজোয় এযাবৎকাল জনসমক্ষে নুসরতকে নাচতে দেখা যায়নি। উপরন্তু গতবার পুজোয় অর্থাৎ বিয়ের পর প্রথম পুজোয় স্বামী নিখিলকে নিয়ে অঞ্জলি দিয়ে মৌলবাদীদের কটাক্ষের শিকার হয়েছিলেন। তবে ধর্ম নিয়ে যতই রোষানলে পড়ুন না কেন, নুসরত কোনও দিনই সেসবে কান দেননি। বরং, নিষ্ঠার সঙ্গে দুর্গাপুজো, কালীপুজো থেকে শুরু করে রথযাত্রা-জন্মাষ্টমী সবই পালন করেছেন। বিয়ের পর দ্বিতীয় বছরেও তার অন্যথা হল না। বরং নিষ্ঠা সহকারে নিয়ম মেনে স্বামীকে নিয়ে অঞ্জলি তো দিলেনই। আবার ঢাকের তালে জমিয়ে নাচলেনও। কট্টরপন্থীদের বোধহয় এভাবেই বারবার বুড়ো আঙুল দেখান সাংসদ অভিনেত্রী।
নেটদুনিয়ায় কিন্তু ইতিমধ্যেই দুরন্ত গতিতে ভাইরাল নুসরত জাহানের নাচের ভিডিও। সেখানেই দেখা গেল সাংসদ-অভিনেত্রীর স্বামী নিখিল জৈনকে ঢাক বাজাতে। শুধু অবশ্য তিনিই নন, পাশাপাশি তাল মিলিয়ে ঢাক বাজাতে দেখা গেল টলিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে এবং মন্ত্রী অরূপ বিশ্বাসকেও। যিনি কিনা এই পুজোর অন্যতম উদ্যোক্তা। আর তার তালে তালেই কোমর দোলাতে দেখা গেল নুসরত জাহানকে। নুসরতের আহ্বানে পা মেলালেন সৃজিতপত্নী মিথিলাও। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শারদোৎসবের শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে।
এক্সপ্রেস ফটো: পার্থ পাল
আরও পড়ুন: সতর্কতা মেনে সেলেবদের পুজো, একসঙ্গে অঞ্জলি দিলেন সৃজিত-মিথিলা ও নিখিল-নুসরত
#WATCH Kolkata: Trinamool Congress (TMC) MP Nusrat Jahan dances as well as plays the 'dhak' at Suruchi Sangha on Durga Ashtami today. https://t.co/NjDsqmc0KFpic.twitter.com/7UqYWQ2EL9
— ANI (@ANI) October 24, 2020
West Bengal: Trinamool Congress (TMC) MP Nusrat Jahan offers prayers at Suruchi Sangha in Kolkata. #DurgaPuja2020pic.twitter.com/hvInxBot39
— ANI (@ANI) October 24, 2020